কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি...

Tripoto
Photo of কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি... 1/6 by Surjatapa Adak

গ্র্যাফিটি আর্ট বলতে সাধারণত আমরা বুঝি নিউ ইয়র্ক, প্যারিস বা লন্ডনের মতো পাশ্চাত্য দেশগুলি। কী তাই তো? তবে এখন খাস কলকাতাতেও গ্র্যাফিটি ওয়াল আর্টের সন্ধান পেয়ে যাবেন।

তবে তার আগে সংক্ষেপে জেনে নেওয়া যাক গ্র্যাফিটি আর্ট কী?

এককথায় বলা যেতে পারে গ্র্যাফিটি হল মনের ভাব প্রকাশের হাতিয়ার। গ্র্যাফিটি শিল্পীরা নানান রঙের ব্যবহার করে দেওয়ালে নিজেদের অভিব্যক্তিকে ফুটিয়ে তোলেন। এই শিল্পের থিমের মধ্যে রাজনীতি থেকে কৌতুক চরিত্র যে কোনও বিষয়বস্তু শিল্পের অঙ্গ হয়ে উঠতে পারে।

সত্যি কথা বলতে বাংলার মানুষের মধ্যে জন্মগতভাবে শৈল্পিক গুণ রয়েছে , এটা সমগ্র ভারত তথা বিশ্বের দরবারেও স্বীকৃত। আর এই শৈল্পিক গুণেরই প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় কলকাতার দেওয়ালগুলিতে।

১. হাতিবাগান

কলকাতার হাতিবাগানে প্যান্টালুনসের বিপরীতের ছোট্ট গলিতে একটি পুরনো বাড়িতে বর্ণময় গ্র্যাফিটির সন্ধান পাবেন। প্রাচীন বাড়িটির সাথে গ্র্যাফিটির সমন্বয়ে এই স্থানটির মধ্যে আলাদা মাত্রা যোগ হয়েছে।

ঠিকানা - শ্রী অরবিন্দ সরণী রোড, শ্যামবাজার, কলকাতা

২. পার্ক স্ট্রিট

Photo of কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি... 2/6 by Surjatapa Adak

কলকাতা প্রসঙ্গে আলোচনা করলে পার্ক স্ট্রিটের কথা অস্বীকার করা যায় না। এই পার্ক স্ট্রিটের দ্য পার্ক হোটেলের একেবারে বাইরে ও গ্র্যাফিটির সন্ধান পাবেন।

ঠিকানা - দ্য পার্ক হোটেল, তালতলা, কলকাতা

৩. লৌডন স্ট্রিট

Photo of কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি... 3/6 by Surjatapa Adak

পার্ক স্ট্রিট থেকে লৌডন স্ট্রিটে যাওয়ার পথে একটি আবাসনের পাঁচিল বরাবর গ্র্যাফিটির সন্ধান পাবেন। শিল্পী জিৎ চৌধুরী প্রায় ৮০ ফিট প্রশস্ত দেওয়ালে এই গ্র্যাফিটি অঙ্কন করেছেন।

ঠিকানা - পার্ক স্ট্রিট, কলকাতা

৪. লেক গার্ডেন ওয়ারহাউস

Photo of কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি... 4/6 by Surjatapa Adak

গ্র্যাফিটি দেখতে চাইলে পৌঁছে যেতে পারেন লেক গার্ডেন ওয়ারহাউস। লেক গার্ডেন ফ্লাইওভারের খুব কাছেই এই ওয়ারহাউসটি অবস্থিত। এখানে সম্পূর্ণ ওয়ারহাউজ জুড়েই গ্র্যাফিটি শিল্পের নজির রয়েছে। এই স্থানটি ৱ্যাপ শিল্পী এবং স্ট্যান্ট অনুশীলনের জন্য ও আদৰ্শ স্থান।

ঠিকানা - লেক গার্ডেন, কলকাতা

৫. সেন্ট লরেন্স হাই স্কুল

Photo of কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি... 5/6 by Surjatapa Adak

সেন্ট লরেন্স হাই স্কুলের দেওয়াল জুড়ে ও গ্র্যাফিটি শিল্পকীর্তির খোঁজ পাবেন। এখানে গ্র্যাফিটিগুলি এই স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারাই অঙ্কিত। এখানে চারটি ভিন্ন জায়গায় চার ধরণের পেইন্টিং দেখতে পাবেন এবং সবগুলি ছবির বিষয়বস্তু বেশ আকর্ষণীয়।

ঠিকানা - পঙ্কজ মল্লিক সরনী ,বালিগঞ্জ, কলকাতা

৬. যাদবপুর ইউনিভার্সিটি

Photo of কলকাতার রাস্তা জুড়ে রয়েছে বিদেশের এই জনপ্রিয় আর্ট ফর্মটি... 6/6 by Surjatapa Adak

যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের সমগ্র অংশেই রয়েছে গ্র্যাফিটির নজির । এই গ্র্যাফিটি গুলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নির্মাণ করেন। এখানে রাজনৈতিক বিষয়বস্তু ছাড়াও, কমিক চরিত্র, কিংবা কোনো ব্যক্তিত্ব -এর ছবিও চোখে পড়বে।

ঠিকানা - যাদবপুর, কলকাতা

এগুলি ছাড়াও কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্র সদন মেট্রো ইত্যাদি স্থানে দেওয়াল ছবি বা গ্র্যাফিটির সন্ধান পাওয়া যায়।

আপনার শহরেও কী দেওয়াল জুড়ে রঙিন ছবির সমাহার রয়েছে? তাহলে ছবি সহ আমাদের লিখে জানান।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।