এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে

Tripoto

ভ্রমণের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, ইদানিং কালে ব-দ্বীপ অঞ্চল এবং সমুদ্র অঞ্চল পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে | এই দুই বিষয়ে, বিশেষত সমুদ্র নিয়ে আলাদা রকম আগ্রহ থাকে | আর সেই আগ্রহ নিয়েই দেশ -বিদেশের পর্যটকদের কাছে বালি বা ব্যাংকক ছুটি কাটানোর একমাত্র গন্তব্যস্থল হয়ে উঠেছে |

আসুন, সমুদ্র আর দ্বীপ পরিবেষ্টিত নতুন পর্যটনের ঠিকানা মেরুগুই আর্চিপেলাগোতে আপনার সাদর আমন্ত্রণ রইল | এই অচেনা পর্যটন স্থলটি এখনও তেমনভাবে খ্যাতি না পেলেও ভবিষ্যতে এই দেশটি পর্যটনের একমাত্র ঠিকানা হয়ে উঠবে তা বলাই বাহুল্য | এখনও পর্যন্ত কেবলমাত্র কিছু সুচারু ভ্রমণ পিপাসুরাই এই দেশটির অবর্ণনীয় সৌন্দর্য কে উপলব্ধি করতে পেরেছেন |

দ্বীপের মনোরম প্রাকৃতিক পরিবেশ (ভিডিয়ো সংগৃহীত)
Photo of এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে 1/6 by Deya Das
জনশূন্য প্রকৃতিতে নিরালা-নিভৃত আশ্রয় (ছবি সৌজন্যে: অ্যালেক্স উইলকিনসন্স)
Photo of এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে 2/6 by Deya Das
নীলচে সবুজে সমুদ্র (ছবি সৌজন্যে: টেলর উইডম্যান)
Photo of এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে 3/6 by Deya Das
মনোরম প্রাকৃতিক পরিবেশ (ছবি সৌজন্যে: প্রো নীতি ট্রাভেল)
Photo of এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে 4/6 by Deya Das

মেরুগুই-এর অবস্থান সম্পর্কিত তথ্য

মেরুগুই দেশটি আন্দামান ও নিকোবর দ্বীপের বিপরীতে এবং আন্দামান সাগরের পূর্ববর্তী অংশে অবস্থিত | অন্যদিকে মায়ানমার-এর এক্কেবারে দক্ষিণ কোণে আর্চিপেলাগোর অবস্থান | তবে এই দেশটির প্রাণকেন্দ্র হলো ময়েইক শহর |

Photo of এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে 5/6 by Deya Das
Photo of এই সমুদ্র বেষ্টিত এবং অচেনা দেশটি আপনাকে বালির সৌন্দর্য্যও ভুলিয়ে দিতে পারে 6/6 by Deya Das

কীভাবে পৌঁছবেন মেরুগুই ?

এই নতুন দেশটিতে ভ্রমণ করতে চাইলে অনলাইনে ই-ভিসার আবেদন করতে পারেন | এই ই- ভিসা অতি সহজলভ্য | তাই বিমান টিকিট কেটে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এবং পৌঁছে যান মায়ানমার বিমানবন্দর ইয়াঙ্গুনে | ইয়াঙ্গুন থেকে মেরুগুই এর দূরত্ব প্রায় ১০০০ কিমি | এছাড়াও বিকল্প পথ হিসেবে থাইল্যান্ডের বিমানবন্দর থেকে সহজেই রানোং-এও পৌঁছে যেতে পারেন | ভ্রমণকারীরা রানোংকেই এই দেশের প্রধান প্রবেশদ্বার হিসাবে বেছে নিয়েছেন; কারণ রানোং থেকে মেরুগুই এবং আর্চিপেলাগো সংযোগকারী রাস্তা ধরে করে অতি সহজে আপনি গন্তব্যে পৌঁছে যাবেন |

ভারতের প্রধান শহরগুলি থেকে রানোং বিমানবন্দরে পৌঁছনোর অনেক বিমান উপলব্ধ আছে | এছাড়া ব্যাংকক বেড়াতে গেলেও বিমান টিকিট কেটে বা বিলাসবহুল বাসে চেপে সোজা পৌঁছে যেতেই পারেন মেরাগুই |

কেন মেরুগুইকে বেছে নেবেন?

প্রকৃতির সৌন্দর্যকে সাক্ষাৎ উপলদ্ধি করতে আর নিজেকে প্রকৃতির কোলে হারিয়ে ফেলতে হলে মেরাগুই আপনার জন্য আদর্শ গন্তব্যস্থল | প্রকৃতি প্রেমীদেরকে এই দ্বীপাঞ্চলটি স্বর্গীয় অপ্সরাদের মতো মন্ত্রমুগ্ধ করে নিজের দিকে বারবার আকর্ষণ করে | বিলাসিত প্রমোদতরীতে প্রিয়জনের সাথে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্যকে প্রত্যক্ষ করতে বা রোমান্টিক মুহূর্ত কাটাতে অবশ্যই ভুলবেন না |

খরচ

একজনের জন্য ভারত থেকে মেরুগুই পৌঁছনো, প্রত্যেকটি ট্রিপ নিয়ে, একসপ্তাহ বেড়ানোর খরচ পড়বে প্রায় ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকার মধ্যে | সমস্ত খরচ নির্ভর করছে আপনার ব্যয়ের উপরে | তাহলে আর দেরি না করেই চটপট প্ল্যান করেই ফেলুন আর বেরিয়ে পড়ুন নতুন এক রোমাঞ্চকর যাত্রার উদ্দেশ্যে |

কোথায় থাকবেন?

AWEI পিলা

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)