
#Mahaldiram
#SalamanderJungleCamp
মিম টি এস্টেট থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল Mahaldiram। কার্সিয়ং এর কাছে মেইন সিটি থেকে একটু দূরে একান্তে কাটানোর জন্য একটি যথেষ্ট ভালো অপশন হলো Mahaldiram।
এখানে আমরা বুক করেছিলাম salamander jungle camp। এখানে ওপর এর নিচ তলায় ২টো করে মোট ৪ টি double bedded room রয়েছে। এছাড়াও রয়েছে একটি প্রাইভেট কটেজ। প্রত্যেকটা রুম থেকে চা বাগানের দারুন ভিউ পাওয়া যায়। আর ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে।
এখান থেকে পায়ে হেঁটেই আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখা যায়। রাত্রিবেলা রিসর্টের ছাদে বসে শিলিগুড়ির দারুন ভিউ পাওয়া যায়। এখানকার বাঙালি caretaker এর আতিথেয়তাও বেশ ভালো।
এখান থেকে সিটং, কার্শিয়ং, বেলতার এর sightseeing করা যাবে। এই জায়গাগুলো আমার আগে ঘোরা ছিল বলে এবার আর যায়নি।
পুরো ট্রিপের একটা ছোট্ট ভিডিও বানিয়েছি ইচ্ছে হলে দেখতে পারেন 😊
https://youtu.be/83BXiiyAxrA


































