বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এবং দেখুন এই ৮টি ভিন্নস্বাদের ট্র্যাভেল শো... #stayhomestaysafe

Tripoto
Photo of বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এবং দেখুন এই ৮টি ভিন্নস্বাদের ট্র্যাভেল শো... #stayhomestaysafe 1/1 by Aninda De
ছবি সংগৃহীত

বাড়িতে থাকা, সুস্থ থাকা, এই সামান্য কয়েকটি জিনিস করেই আমরা হয়ে উঠতে পারি নতুন যুগের সুপারহিরো।

মনে রাখবেন, আমরা সবাই এই যুদ্ধে একসঙ্গে।

চারিপাশে এত কিছু ঝামেলার মধ্যে মাঝে মাঝে এক একটা দিন কাটানোই যেন কষ্টকর হয়ে উঠছে। তাই আজ সঙ্গে থাকল ৮টি ভিন্ন স্বাদের ট্র্যাভেল শো, যা আপনি খুঁজে পাবেন বিভিন্ন ও.টি.টি প্ল্যাটফর্মে। আশা করি, এর ফলে আপনার দিনটি আরও একটু ভাল কাটবে।

১. দ্য গ্র্যান্ড ট্যুর, আমাজন প্রাইম

জেরেমি ক্লার্কসন, রিচার্ড হ্যামন্ড আর জেমস মে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ার বিভিন্ন প্রান্তে, তাদের সঙ্গী নানারকম অত্যাধুনিক গাড়ি।

এই তিন মোটোরিং স্পেশালিস্ট ভদ্রলোকের বুদ্ধিদীপ্ত কথা বার্তা আপনাকে মজিয়ে রাখবে। সঙ্গে থাকবে বিভিন্ন দেশে, অসাধারণ হাল ফ্যাশনের কিছু গাড়িতে চড়ে ভ্রমণ।

আপনার পর্যটক হৃদয়ে যদি অটোমোবাইল বা যানবাহন নিয়ে আলাদা ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই এই শো টি আপনার ভাল লাগবে।

২. নাইট অন আর্থ, নেটফ্লিক্স

অরেঞ্জ ইস দ্য নিউ ব্ল্যাক সিরিজের অভিনেত্রী সামিরা ওয়াইলি'র ধারাভাষ্যে এই ৬ এপিসোডের ডকুমেন্টারি সিরিজে দেখানো হয় বন্যপ্রাণীরা কীভাবে রাত্রিযাপন করে। হয়তো ঠিক পর্যটন নিয়ে এই সিরিজটি তৈরি নয়, কিন্তু গভীর ঘন রাত্রিতে পৃথিবীর বিপুল প্রাণী প্রজাতির বিভিন্ন সদস্যরা কীভাবে রাত্রিযাপন করে, সেই নিয়ে অত্যন্ত মনোগ্রাহী একটি প্রোগ্রাম, যা অবশ্যই দেখা উচিত।

৩. ইন্ডিয়াস ফ্রন্টিয়ার রেলওয়েজ, ইউটিউব

ছোটবেলায় ট্রেনে চড়ে বেড়াতে যাওয়ার কথা মনে আছে? এই শো তে ভারতবর্ষের বিভিন্ন বিস্ময়কর রেল রুট, যা মাঝেমধ্যেই পার্শ্ববর্তী বিভিন্ন দেশে যাত্রা করে, সেই রুটের ট্রেনযাত্রার ওপর কেন্দ্র করে দেখানো হয়। শুধু ট্রেনযাত্রা, বা প্রতিবেশী দেশগুলি নয়, দেখানো হয় ভারতবর্ষে ট্রেনের ইতিহাস নিয়েও। দেখানো হয় কীভাবে রেলগাড়ি আর রেলযাত্রা ভারতবাসীদের দৈনন্দিন জীবনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে।

৪. এক্সপিডিশন হ্যাপিনেস, নেটফ্লিক্স

সুদূর আলাস্কায় ঘুরে আসা বোধহয় আমাদের সকলেরই বাকেট লিস্টে রয়েছে ওপরের দিকে। তবে বর্তমান পরিস্থিতিতে আলাস্কা নিজে না গিয়ে একটা ভার্চুয়াল ট্যুর করে নেওয়াই বোধহয় সবথেকে ভাল।

এই শো-তে ফিল্ম পরিচালক ফিলিক্স স্টার্ক, ওনার গায়িকা বান্ধবী এবং তাঁদের পোষা বার্নিস মাউন্টেন কুকুর একসঙ্গে একটি ভেঙে পড়া স্কুল বাসকে রিমডেল করে রোড ট্রিপ করে বেরিয়েছেন আলাস্কাসহ গোটা উত্তর আমেরিকা জুড়ে।

৫. সল্ট ফ্যাট অ্যাসিড হিট, নেটফ্লিক্স

অনেক ধরণের শো আমরা তো হামেশাই দেখে থাকি, কিন্তু এমন একটা ফুড শো যা শুধু খাওয়ার দেখায় না, সঙ্গে আমাদের নিয়ে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে? মন, পেট, দুটোই ভার্চুয়ালি ভরাতে হলে কিন্তু দরকার এরকম একটা শো।

সামিন নসরাতের বিখ্যাত বেস্টসেলার "সল্ট, ফ্যাট, অ্যাসিড, হিট : মাস্টারিং দ্য এলিমেন্টস অফ গুড কুকিং" বইটির ওপর ভিত্তি করে এই ৪ পর্বের প্রোগ্রামটি আমাদের নিয়ে চলে বিশ্বের নানান প্রান্তের বিস্ময়কর কিন্তু একেবারেই ঘরোয়া কিছু রান্নাঘরে। সামিন, যিনি নিজেই এই ধারাবাহিকটির হোস্ট, দর্শকদের বুঝিয়ে দেন কীভাবে নানান পদকে আরো সুস্বাদু করে তুলতে সল্ট, ফ্যাট, অ্যাসিড বা উত্তাপের ব্যবহারকে আরও গভীরভাবে বুঝতে হবে। সত্যিই পর্যটন আর খাবারের মেলবন্ধনে তৈরি এ এক অনন্য সিরিজ

৬. দ্য ওয়ার্ল্ড একর্ডিং টু জেফ গোল্ডব্লম, হটস্টার

তথাকথিত ট্র্যাভেল শো ঠিক নয়, কিন্তু বিখ্যাত চলচিত্র অভিনেতা জেফ তাঁর বিভিন্ন পছন্দের জিনিসের সন্ধানে ছুটে চলেন আমেরিকার এক প্রান্ত হতে অন্য প্রান্তে। স্নিকার জুতো হোক বা ট্যাটু, আইস ক্রিম বা আর.ভি গাড়ি, ডেনিম বা জুয়েলারি; প্যান্ডেমিকের সময়ে সময় কাটানোর জন্যে কিন্তু এই শো একেবারেই আদর্শ। এমনকি নাসার প্লবতা পরীক্ষাকেন্দ্রেও তিনি নিয়ে গেছেন দর্শকদের, সবার কৌতূহল মেটাতে। শুনে ইন্টারেস্টিং লাগছে? তাহলে অবশ্যই দেখুন!

৭. কানেক্টেড, নেটফ্লিক্স

নেটফ্লিক্স এর কানেক্টেড, লাতিফ নাসিরের দ্বারা সঞ্চালিত একটি বিজ্ঞান ভিত্তিক প্রোগ্রাম, যা দর্শকদের নিয়ে চলে আমেরিকার নানান রাজ্যে আর জেলায়। কীভাবে বিজ্ঞান সবকিছুর উন্নতিসাধন করছে, আর কীভাবে বিজ্ঞানের মাধ্যমেই সবকিছু যুক্ত সেই নিয়েই এই শো। কানেক্টেড এর মাধ্যমে নানা রকম প্রাকৃতিক এবং সায়েন্টিফিক আশ্চর্যের মুখোমুখি হতে পারি আমরা। অনুসন্ধিৎসু দর্শকদের কাছে অচিরেই প্রিয় হয়ে উঠবে এই শো।

৮. টেলস বাই লাইট, নেটফ্লিক্স

বলা হয়, একটি ছবি হাজারটা শব্দের সমান। আর টেলস বাই লাইট এই সত্যিটাকেই তুলে ধরেছে। শুধুমাত্র ফটোগ্রাফির নেশায় ভর করে যদি কোনওদিন সারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই সিরিজটি আপনার জন্যে। এই সিরিজ আর পাঁচটা গড়পড়তা ট্র্যাভেল অনুষ্ঠানের মতো নয়। বিশ্বের তাবড় তাবড় কিছু চিত্রশিল্পী নতুন যুগান্তকারী কিছু ফটো তোলার আশায় ঘুরে বেরিয়েছেন পৃথিবীর নানা দেশে, মিশেছেন সেখানকার মানুষজনের সাথে, দেখেছেন সেখানকার খাবার, বন্যপ্রাণী, সংস্কৃতি, সবকিছু। ফটো তোলার শখ যদি আপনার মনেও থাকে, তাহলে এই সিরিজটি দেখতে কিন্তু দেরি করবেন না।

বাড়িতে থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন এবং আশা করব অবসর সময়ে এই অনুষ্ঠানগুলি আপনাদের এনে দেবে একটুখানি স্বস্তি আর আনন্দ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)