আপনি যদি ফ্লাইটে যেতে চান কলকাতা টু বাগডোগরা, কিছুদিন আগে বুক করলে একটু সেভ হতে পারে। আর শিয়ালদা থেকে দার্জিলিং মেল ছাড়ছে AC class দার্জিলিং মেল তিস্তা-তোর্সা যে কোন গাড়ি এসি ক্লাসে 920 টাকা আর স্লিপারে আছে 350 টাকা। আপনি চাইলে হাওড়া থেকেও গাড়ি ধরতে পারেন শতাব্দীর আছে 1436 টাকার মত নিতে পারে। গিয়ে নামবেন NJP JN . স্টেশন থেকে বেরিয়ে আপনি যদি শিলিগুড়ির দিকে রওনা দিতে চান তাহলে শিলিগুড়ির দিকে রওনা দিতে পারেন ওখান থেকে যেকোন গাড়ি ( যদি গ্রুপ করে থাকেন নিজেরা যদি গাড়ি হায়ার করেন তাহলে মাথা পিছু পড়ে যেতে পারে 700 থেকে 800 টাকা এটা শুধু যেতে। আর যদি আপনি টানা গাড়িতে যান তাহলে পড়তে পারে 500 টাকা পর্যন্ত ) নিয়ে আপনি উপরের দিকে যেতে পারেন । তবে একটা ভালো উপায় হবে আপনি যদি এনজিপি স্টেশন থেকে ওখানে একবার জিজ্ঞেস করে নেবেন, কিংবা আগে থেকে ট্রেনের টিকিট বুক করে রাখলে ভালো হয়, এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত 800 টাকা নেবে । সময় নেবে 4 থেকে 6 ঘন্টা একটু সময় বেশি নিল সাইটসিন আপনি অতি মনোরম ভাবে দেখতে পারবে আর এটাতেই আপনার সাইট সিন টা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি। আর উপরে উঠে আপনি যদি ওখানকার যে সফটওয়ারটা আছে সেটা যদি আপনি করেন তাহলে আপনার ম্যাক্সিমাম জায়গাটা কভার হয়ে যাবে। এক্সট্রা করে আপনাকে আর কোন গাড়ি হায়ার করতে হবে না খুব নমিনাল। তবে হোটেল খরচা টা একটু দেখে নেবেন আগে তাকে ভোগ করে গেলে বেটার হয় কারণ ওটা প্রত্যেক দিন অন্তর ফ্লাকচুয়েট করে। আশা করি আপনাকে খুব ভালো করে সাহায্য করতে পেরেছি খুব ভালো জানি করুন আর খুব আর খুব ভালো করে লাইফটাকে এনজয় করুন।
Hi Suraj 1. Travel via train upto NJP, take a share cab upto Darjeeling. 2. There are ample of rooms ranging from 600-3000 and above too. Choose one and stay.
3. Go for shared sightseeing.
4. Restrict shopping.
5. Food is quite cheap. Have a very happy journey.
Reach NJP or Siliguri station
Reach Tenzing Norgay Bus Terminus, board a bus to Darjeeling; it will cost 110 INR
Stay in a hostel or dormitory room, Diocesan Guest House for example (200 INR per night per person). Try staying near Mall road.
Use shared cab and buses for local sightseeing
If you are fit enough, you can visit some places on foot
Return by bus to Siliguri Ping for more details