১১১ দিনে, ব্যাঙ্গালোর থেকে প্যারিস যাত্রা, তাও আবার গাড়িতে: বৈদ্য পরিবারের অসাধারণ অ্যাডভেঞ্চার...

Tripoto
Photo of ১১১ দিনে, ব্যাঙ্গালোর থেকে প্যারিস যাত্রা, তাও আবার গাড়িতে: বৈদ্য পরিবারের অসাধারণ অ্যাডভেঞ্চার... 1/5 by Surjatapa Adak

একটি গাড়িতে এক ভারতীয় পরিবারের ২২,৭৮০ কিমি যাত্রা এবং মাত্র ১১১ দিনে ১১টি দেশ ভ্রমণের কথা আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য । তাই তো? তেমনি এক অবিশ্বাস্য যাত্রাকে সাফল্যমণ্ডিত করেছেন ব্যাঙ্গালুরুর বৈদ্য পরিবার। ভ্রমণের প্রতি এই পরিবারের অকৃত্রিম ভালোবাসাই হয়তো ব্যাঙ্গালুরু থেকে প্যারিস যাত্রাকে সম্ভবপর করেছে ।

Photo of ১১১ দিনে, ব্যাঙ্গালোর থেকে প্যারিস যাত্রা, তাও আবার গাড়িতে: বৈদ্য পরিবারের অসাধারণ অ্যাডভেঞ্চার... 2/5 by Surjatapa Adak
সপরিবারে চমকপ্রদ এক অভিযাত্রা (ছবি সংগৃহীত)
Photo of ১১১ দিনে, ব্যাঙ্গালোর থেকে প্যারিস যাত্রা, তাও আবার গাড়িতে: বৈদ্য পরিবারের অসাধারণ অ্যাডভেঞ্চার... 3/5 by Surjatapa Adak
প্রত্যেকেই এই রোড ট্রিপ থেকে নতুন কিছু শিখেছে (ছবি সংগৃহীত)

টিম লিটল ইন্ডিয়ান ফ্যামিলি অফ এক্সপ্লরার্স ( L. I. F. E ) এর সদস্যগণ হলেন ৩৮ বছর বয়সী আনন্দ বৈদ্য, পেশায় নেটিভ পাপেটের অ্যানিমেটর / শিক্ষাবিদ, এবং আনন্দের সাথে এই যাত্রায় যোগ দিয়েছিলেন তার স্ত্রী ৩৬ বছর বয়সী পুনিতা বৈদ্য আর তাদের দুই সন্তান ( যাদের বয়স ১২ এবং ৮) ।

আনন্দের মতে, ' কয়েক বছর আগে ব্যাঙ্গালুরু থেকে রাজস্থান রোড ট্রিপে গিয়েছিলাম, সেই সময় থেকেই রোড ট্রিপের সাহায্যেই সমগ্র বিশ্ব ভ্রমণের ইচ্ছা জেগে ছিল ।'ভ্রমণ সম্পর্কে তিনি আরও জানান,এই ধরণের ভ্রমণ পরিকল্পনা করার আগে পরিবারের সম্মতির প্রয়োজন ছিল । প্রথম দিকে আনন্দের স্ত্রী এই যাত্রাকে অবাস্তব পরিকল্পনা হিসেবে মনে করলেও, পরে তিনি এই ট্রিপের জন্য রাজি হন ।

আনন্দ বলেন " আমার মা ও এমন অবিশ্বাস্য পরিকল্পনাকে বিশ্বাস করতে পারেননি । যখন আমি ভিসার জন্য আবেদন করা শুরু করি, তখনই তিনি বিশ্বাস করা শুরু করেন । তবে আমার স্ত্রী যখন জানতে পারলেন আমার সন্তানরা এই যাত্রার ফলে অনেক অজানা বিষয়ের সঙ্গে পরিচিত হতে পারবে তখন সে রাজি হয় । এক্ষেত্রে আমাদের দুজনের সঞ্চয়ের সাহায্যেই এই সম্পূর্ণ ট্রিপের আয়োজন করি । "

"পরিবারের সদস্যদের অভিমতের থেকেও কঠিন ছিল সন্তানদের

স্কুলের ছুটির আবেদন মঞ্জুরের বিষয়টি নিয়ে । তবে কথায় আছে, আমি যে জিনিসটা মন থেকে চান, সেটা কোনো না কোনো ভাবে সম্ভবপর হবেই । সন্তানদের স্কুলে ছুটির আবেদন মঞ্জুর হয়ে গেল , আর আমরাও বেরিয়ে পড়লাম বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে । "

Photo of ১১১ দিনে, ব্যাঙ্গালোর থেকে প্যারিস যাত্রা, তাও আবার গাড়িতে: বৈদ্য পরিবারের অসাধারণ অ্যাডভেঞ্চার... 4/5 by Surjatapa Adak
পারিবারিক ফ্রেমবন্দি (ছবি সংগৃহীত)
Photo of ১১১ দিনে, ব্যাঙ্গালোর থেকে প্যারিস যাত্রা, তাও আবার গাড়িতে: বৈদ্য পরিবারের অসাধারণ অ্যাডভেঞ্চার... 5/5 by Surjatapa Adak
এই গাড়িটিই ছিল তাঁদের অন্যতম সঙ্গী (ছবি সংগৃহীত)

এই পরিবার নেপাল, তিব্বত, তুর্কমেনিস্তান, কিজিকিস্থান, উজবেকিস্থান, গ্রীস, তুর্কি, ইরান হয়ে ফ্রান্সে তাদের যাত্রাটি সম্পন্ন করেন ।

বাহ্যিকভাবে এই যাত্রাটি সহজ মনে হলেও যাত্রাটি কিন্তু একেবারেই শান্তিপূর্ণ ঘটেনি । প্রথমেই তারা নেপালের দুর্ভাগ্যজনিত সমস্যার সম্মুখীন হন । পাসপোর্ট অফিসে যখন পাসপোর্টের কাজে ব্যস্ত ছিলেন সেই সময়ই তিনি ভূমিকম্প অনুভব করেন । এই ভূমিকম্পের ফলে নেপাল- চিন সীমান্তে প্রায় ৫দিন আটকে ছিলেন । " সেই সময় আমরা প্রতিদিন আফটারশক অনুভব করতে পারতাম । শুধু ধৈয্য ধরে সব কিছু ঠিক হয়ে যাওয়ার আশায় অপেক্ষায় থাকতাম । " এই ধরণের দুর্যোগের দিনে এই পরিবার গাড়িতে থাকতেন, শুধুমাত্র ওয়াশরুম যাওয়ার জন্যই বাইরে বেরোতেন।

পরিশেষে বলবো L. I. F. E এর শিক্ষনীয় বিষয়বস্তু হল - আত্ম উপলব্ধি এবং আত্ম বিশ্বাস। প্রকৃতপক্ষে কোনও কিছুই অসম্ভব নয়, সেটাই আবারও প্রমান করে দিয়েছেন বৈদ্য পরিবার ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)