হলিউডের লোকেশনগুলিকে রীতিমতো লজ্জায় ফেলে দেওয়ার মতো ভারতবর্ষের কিছু সেরা গন্তব্যস্থল...

Tripoto
Photo of হলিউডের লোকেশনগুলিকে রীতিমতো লজ্জায় ফেলে দেওয়ার মতো ভারতবর্ষের কিছু সেরা গন্তব্যস্থল... 1/19 by Aninda De

কখনও মনে হয়েছে, হলিউড সিনেমা কেন এতটা আকর্ষণীয় হয়ে ওঠে? মিডনাইট ইন প্যারিস সিনেমায় যে কোনও হলিউডের অভিনেতার থেকে কি প্যারিসের সেপিয়া রঙের রাস্তাঘাটের সৌন্দর্য অনেক বেশি কার্যকরী ছিল না? কিছু কিছু গন্তব্যস্থল ক্যামেরার এপার থেকে দেখে এতই মনোরম মনে হয়, যে পর্যটকদের মনে হয় এর বাইরে এর থেকে ভাল কোনও ভ্রমণস্থল হতেই পারে না। কিন্তু একটু দাঁড়ান! নাহয় আমরা একটু অন্যভাবে ভেবে দেখি! যদি ভারতবর্ষেরই বিভিন্ন জায়গায় আমরা ট্র্যাভেল করি, তাহলে বহু এমন জায়গা আছে যা আমাদের প্রিয় হলিউড সিনেমাগুলির প্রিয় লোকেশনগুলি কে মনে করিয়ে দেবে চোখের নিমেষে। তাই আপনাদের জন্যে রইল ভারতবর্ষের এমন কিছু জায়গা, যা মনে করিয়ে দেবে আপনার প্রিয়তম হলিউড সিনেমার লোকেশনকে।

১. মিডনাইট ইন প্যারিস - উত্তর কলকাতা

মিডনাইট ইন প্যারিস সিনেমার জন্যে পরিচালক উডি এলেন বেছে নিয়েছিলেন প্যারিস শহরকে। আলোআঁধারির মধ্যে রাতের মায়াবী প্যারিস হয়ে উঠেছিল রোমান্টিক জাদুনগরী।

কিন্তু ভাবুন, শেষ সন্ধের সেপিয়া রঙের কলকাতা শহরের রাস্তায় দেখা পেলেন ওয়েন উইলসনের। যদি উডি এলেন এই শহরের স্বপ্নময়তার কথা জানতেন, তাহলে হয়তো রবীন্দ্রসঙ্গীত গুন গুন করতে করতে রিকশা চেপে সারারাত ঘুরে বেড়াতেন উত্তরের গলি আর তস্য গলিতে।

২. বার্সেলোনা থেকে মেরিন ড্রাইভ

ভিকি ক্রিস্টিনা বার্সেলোনার গল্প মনে আছে? প্রশান্ত মহাসাগরের পাশে বসে আছে স্কারলেট জোহানসন, আর ভেসে আসছে উদাত্ত কণ্ঠে ক্যাটালোনিয়ান ফোকসঙ্গীত।

কিন্তু সত্যি বলুন, এই সিনটা দেখে কি মনে পড়ে যায় না মুম্বইয়ের মেরিন ড্রাইভের কথা। যেখানে সারাদিনের ধকল ক্লান্তি ভুলিয়ে আপনাকে শান্তি দেয় মন উদাস করা সমুদ্রের মাতাল হওয়া। আর ভাবুন, স্কারলেট নিজেই হেঁটে আসছে চৌপাটটি হয়ে, একটু কল্পনা করে নিতে ক্ষতি কি!

৩. হবিটন গ্রাসল্যান্ডস থেকে মুন্নার

শায়ার এর গ্রাসল্যান্ড গ্রামের হবিট দের ছিমছাম সবুজে ঘেরা ছোট্ট বাড়িগুলি ছিল যেন অপার শান্তির আলয়, ফ্যান্টাসির চূড়ান্ত।

কিন্তু ভাবুন টোলকেইন সাহেব লর্ড অফ দ্য রিংস্-এর গল্প ভাবছেন কেরালার দিগন্তবিস্তৃত পাহাড়ি সবুজ সতেজ পরিবেশে। মুন্নারের ঢেউখেলানো পাহাড় হয়ে উঠবে ভারতীয় হবিটনের শ্রেষ্ঠ নিদর্শন।

৪. কোডাইকানাল হয়ে উঠুক আসল ফ্যান্টাসিল্যান্ড

আর টোলকেইন সাহেবের কথাই যখন উঠল, তাহলে দ্য ফেলোশিপ অফ দ্য রিংস এর অর্গোনাথ স্ট্যাচু গুলির কথা মনে পড়ে? হ্যাঁ, ব্যাপারটি কাল্পনিক ছিল ঠিক।

কিন্তু কোডাইকানালের পিল্লার রক কিন্তু সেই কল্পনাকে মুহূর্তের মধ্যেই বাস্তবে নিয়ে আসে।

৫. হগসমিড উঠে আসুক কালকা-শিমলা এক্সপ্রেসে

হ্যারি পটার সিনেমার ম্যাজিকের সূত্রপাত হগওয়ার্টস এক্সপ্রেসের কু ঝিক ঝিক পথ চলা থেকেই কিন্তু আমাদের জন্যে রয়েছে হিমালয়ের রানি। কালকা শিমলা এক্সপ্রেসে একবার চড়ে বসতে পারলেই বুঝতে পারবেন কীভাবে মাগলদের দুনিয়া ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি নতুন কল্পনার রাজ্যে।

হ্যাঁ প্ল্যাটফর্ম ৯ ৩/৪ হয়তো নেই, কিন্তু ধরমপুর এবং সোলানের অসংখ্য টানেলের মধ্যে দিয়ে এই যাত্রা কোন অংশে কম রোমাঞ্চকর নয়।

৬. মানালি থেকে লেহ এর পথে পথে মোটরসাইকেল ডায়রিজ়

মোটরসাইকেল ডায়রিজ় এর গল্পে পেরু থেকে ব্রাজিল বাইকে চড়ে রোডট্রিপ করেছিল আরনেস্ত আর আলবার্তো। যাত্রাপথের প্রতিটি দৃশ্য দেখে আমাদের সকলের মনের মধ্যেই উঁকি দিয়েছিল নিরুদ্দেশের উদ্দেশ্যে হারিয়ে যাওয়ার বাসনা...

তবে একই ভাবে নিজেকে চিনতে চাইলে ভারতবর্ষেও আছে এরকম রুট। লেহ থেকে মানালির দিকে চলে যাওয়া অতুলনীয় রুটটি যেন একটি বাইকার্স প্যারাডাইস। সুউচ্চ মাউন্টেন পাসের মধ্যে দিয়ে একলা এগিয়ে যাওয়ার আকর্ষণ একেবারেই অন্য মাত্রার।

৭. নার্নিয়া থেকে নৈনিতাল

হোয়াইট হুইচ এর অভিশাপের কবলে নার্নিয়া বরফের কবলে জমে ছিল ১০০ বছর। তবে নার্নিয়ার বরফাবৃত যাদুরূপ মুগ্ধ করেছিল আমাদের প্রত্যেককেই।

হিমালয়ের কোলে লুকিয়ে আছে আমাদের নিজস্ব নার্নিয়া। জানুয়ারির বরফপাতের সময় নৈনিতাল যেন সত্যি হয়ে ওঠে রূপকথার ফ্যান্টাসিল্যান্ড। পপকর্ন চাই না, পাসপোর্টও না। মাত্র কয়েক ঘণ্টা দূরেই এই উইকেন্ডে গেটওয়ে।

৮. মামা মিয়ার বিচস্নান হোক ভারকালার পাপনাসমে

মেরিল স্ট্রিপ আর আমান্ডা সেইফ্রিড, দুই নায়িকার অভিনয়, আভিজাত্য আর ক্যারিশমা গ্রিসের দ্বীপপুঞ্জের এই বীচটাউনকে করে তুলেছিল সিনেম্যাটিক রোমান্সের শ্রেষ্ঠ ডেস্টিনেশন।

কিন্তু দেখুন, কেরালার এই সুন্দর বিচের পাশেই এই পাহাড়ি টিলাটি। ভারকালা বিচে সারাদিন অলস আনন্দে সময় কাটানোর থেকে ভাল আর কি হতে পারে!

৯. অফুরান শান্তির সন্ধান মোরজিম বিচে

ট্র্যাজেডির আধারেও যদি বিষাদমধুর সৌন্দর্য খুঁজে পেতে হয়, তাহলে খ্রিস্টফার ম্যাকক্যান্ডলস'এর আলাস্কা যাত্রার তুলনা নেই। পর্যটকের মনের গভীরের অবস্থা আর তার পারিপার্শ্বিক সৌন্দর্যের বাস্তব অভিজ্ঞতা আমরা খুঁজে পাই ইনটু দ্য ওয়াইল্ড-এর পর্দায়।

ভারতবর্ষ প্রতি পর্যটককে দেয় বিশেষ কিছু, যা একেবারেই স্বতন্ত্র। হয়তো অপার শান্তির সেই আশ্বাস আর শান্তি আলাস্কার বদলে খুঁজে পাওয়া যাবে গোয়ার মোরজিম বিচে। আসুন, দেখুন, আর খুঁজে পান শান্তি। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বেড়ানোর জায়গা এখানেই।

আপনার মতে ভারতবর্ষের শ্রেষ্ঠ গন্তব্যস্থল কোনগুলি? আমাদেরকে জানান কমেন্টে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)