থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে...

Tripoto
Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 1/9 by Surjatapa Adak

ইনস্টাগ্রাম বা ইউটিউবে প্যাঙগং লেকের স্বচ্ছ নীলাভ আভা আমাদের সকলকেই মুগ্ধ করে, কী তাই না? সেই জন্য বর্তমান দিনে লাদাখ ভ্রমণ পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

প্যাঙগং লেকের মন ছুঁয়ে যাওয়া দৃশ্য - প্যাঙগং লেক তীরবর্তী এই অঞ্চলটি আমাদের সকলের পরিচিত। এই স্থানটির প্রথম দর্শনেই 3 ইডিয়ট সিনেমার দৃশ্যগুলি মনে পড়ে যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই লেক তীরবর্তী স্থানটি কিন্তু ফোটোগ্রাফি করার জন্য এক্কেবারে আদৰ্শ।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 2/9 by Surjatapa Adak

লেক থেকে একটু এগিয়ে গেলেই আপনি রেস্টুরেন্টের সন্ধান পাবেন।এই রেস্টুরেন্টগুলির নাম ও বলিউড সিনেমার নাম দ্বারাই অনুপ্রাণিত।নানা অবাক হবেন না, এখানে বেশ অনেকগুলি রেস্টুরেন্টের বোর্ডে রয়েছে একটাই নাম 3 ইডিয়ট।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 3/9 by Surjatapa Adak

প্রচন্ড ঠান্ডা লাগলে এই রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার প্ল্যান করতে পারেন।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 4/9 by Surjatapa Adak

এই অসাধারণ প্রকৃতির হদিশ দেওয়ার জন্য বলিউডের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 5/9 by Surjatapa Adak

যেহেতু এই স্থানটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে তাই লেহ বা মানালি থেকে প্যাঙগং লেক দর্শনের জন্য বাইক ভাড়া পাওয়া যায়। তবে স্থানীয় লোকাল ট্যাক্সি সার্ভিস কর্তৃপক্ষ রোজগারের আশায় এখানে জুম্ কার সার্ভিসটি বন্ধ করে দিয়েছেন।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 6/9 by Surjatapa Adak

কিন্তু এখন প্রশ্ন হল ভরসাযোগ্য পর্যটনস্থানের ধারণাটি আমাদের কাছে কবে পরিষ্কার হবে ? লাদাখের মতো একটা মনোমুগ্ধকর ভ্রমণস্থান বহু বছর লোকচক্ষুর আড়ালে ছিল কিন্তু হঠাৎ করেই এই স্থানটি পর্যটনের উদ্দেশ্যে জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলল।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 7/9 by Surjatapa Adak

না না, আমি এই বিষয়টি নেতিবাচক ইঙ্গিতে বলছি না। এই স্থানটি অনেকটা গুপ্তধনের মতো। তাই এই স্থানটিকে সঠিক ভাবে পরিচর্যা এবং রক্ষা করা উচিত। আসলে পর্যটকরাই সঠিকভাবে প্রকৃতির সৌন্দর্যের প্রতি যত্নশীল হন না। লেক তীরবর্তী স্থানে 'রাঞ্চো ক্যাফে' নামক ১০ টির ও বেশি রেস্টুরেন্টের অবস্থান সত্যিই কী প্রয়োজনীয় ছিল?

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 8/9 by Surjatapa Adak

আমি আগেও লক্ষ্য করেছি শান্ত হিমালয়ান শহর কাসল আজ ড্রাগ মাফিয়াদের মুখ্য স্থানে পরিণত হয়েছে। পর্যটনের কারণে রোটাং পাসের মতো অঞ্চলে আজ ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়। এমনকি নৈনিতালে ও যে স্থানটি একসময় টেনিস কোর্ট হিসেবে পরিচিত ছিল, সেটি এখন পার্কিংয়ে পরিণত হয়েছে।

Photo of থ্রি ইডিয়ট সিনেমার দৃশ্যকে উপভোগ করুন প্যাঙগং লেকে গিয়ে... 9/9 by Surjatapa Adak

আসলে এই পরিণতিগুলির জন্যই ভ্রমণস্থানগুলির প্রকৃত সৌন্দর্য হ্রাস পাচ্ছে।

প্যাঙগং লেকের সৌন্দর্যটাও সেই একই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখন বাণিজ্যিকীকরণই পর্যটনের ক্ষেত্রে মুখ্য হয়ে উঠছে।

পরিশেষে একটা কথা না বললেই নয়, বলিউড সিনেমাগুলিই কিন্তু বাণিজ্যিকীকরণের প্রধান বীজ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

More By This Author

Further Reads

Tagged:
#video