ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা

Tripoto
Photo of ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা 1/6 by Surjatapa Adak
সুন্দর একটা অভিজ্ঞতার কথা (ছবি সংগৃহীত)

ট্রেন যাত্রা নিয়ে আমাদের সকলেরই নানান অভিজ্ঞতা রয়েছে। বিশেষত ছেলেবেলায় ট্রেনে জানলার ধারে বসে মনে হতো আমি যেন বাস্তবতাকে পিছনে ফেলে দ্রুত এগিয়ে চলেছি । তাই এই সময় শিশু মনের মধ্যে একটা আনন্দ এবং উন্মাদনা মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতির উদ্রেক হত। আমার মনে হয় এই অনুভূতিটা ছেলেবেলায় কম বেশি সকলেই অনুভব করেছেন ।

এবার আসি যৌবনে ট্রেন যাত্রার কথায় । আবার ও ট্রেনের জানালার ধারের প্রসঙ্গ না আনলেই নয় । জানলার পাশে বসে একাকী ট্রেন যাত্রায় একটা মজা রয়েছে । জানলার ধারের সিটে বসে মনোরম হাওয়া গায়ে মেখে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গন্তব্যে পৌঁছনোর মধ্যে যে রোমান্টিসিজম লুকিয়ে রয়েছে, সেটা একমাত্র ট্রেন যাত্রীরাই বোঝেন ।

তবে ট্রেন যাত্রার এই সুহানা সফরের মধ্যেও বেশ কিছু বিষয়বস্তুর অনুপস্থিতি আমরা অনুভব করি ।

১. খাদ্য

Photo of ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা 2/6 by Surjatapa Adak
রকমারি খাবারের আয়োজন (ছবি সংগৃহীত)

মানুষ মাত্রই খাদ্যপ্রেমিক। বিরিয়ানি থেকে চাইনিস ভালো খাবার সহযোগে ভুঁড়িভোজ না করা পর্যন্ত মানুষের মনে তৃপ্তি হয় না । কিন্তু ট্রেন যাত্রায় লোভনীয় খাবারগুলি সব সময় হাতের কাছে পাওয়া সম্ভবপর হয় না । তাই বেশিরভাগ সময়েই ট্রেন যাত্রার সময় স্টেশনের খাবার বা প্যান্টিকারের খাবারের অপেক্ষায় থাকতে হয় ।

২. পানীয়

Photo of ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা 3/6 by Surjatapa Adak
জংশনের চা-এর টেস্টই যেন আলাদা (ছবি সংগৃহীত)

ট্রেন জার্নির সময় বিভিন্ন ধরণের পানীয় স্বল্পতা আমরা অনুভব করি । কোল্ডড্রিঙ্কস বা লস্যি পাওয়া গেলেও সেগুলি নির্দিষ্ট সংখ্যকই পাওয়া যায় । তাই অনেক সময় জংশন স্টেশনের অপেক্ষায় থাকতে হয় । শুধু তাই নয়, ট্রেন যাত্রার সময় পানীয় জলের ঘাটতি ও আমরা সকলেই অনুভব করি ।

৩. সময়

Photo of ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা 4/6 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

ট্রেন যাত্রায় বেশ অনেকখানি সময় অতিবাহিত হয় । বিশেষত দূরের যাত্রায় বেশ কয়েকগুলি দিন ট্রেনেই কাটাতে হয় । তাই এই সময়ের কাজ গুলি পরিপূর্ণ না হওয়ায় মনের মধ্যে একটা আক্ষেপ রয়েই যায় ।

৪. বিনোদন

Photo of ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা 5/6 by Surjatapa Adak
বিনোদনের এক খণ্ড অবসর

আমরা সকলেই অবসর সময়ে বিনোদনের মুখাপেক্ষী হয়ে থাকি । ট্রেন জার্নির সময়টা একপ্রকারের অবসর সময় হিসেবেই পরিগণিত হয় । কিন্ত হাতের কাছে ফোন থাকা সত্ত্বেও নেটওয়ার্ক এর অপ্রতুলতার কারণে বিনোদন থেকে বঞ্চিত হতে হয় ।

৫. ট্রেনের বাঙ্ক সিট

Photo of ফেলে আসা দিনগুলি... ট্রেন জার্নির সুহানা সফরনামা 6/6 by Surjatapa Adak
বাঙ্ক সিটের আনন্দ

ট্রেনের সিটগুলি রাতকাটানোর জন্য যথেষ্ট হলেও আমরা কোথাও যেন বাড়ির শোয়ার বিছানাকে মিস করি । সেটা ট্রেনের সিটের কারণেই হোক কিংবা নিরাপত্তাহীনতার কারণেই হোক বাড়িতে থেকে রাতের শান্তির ঘুমটা ট্রেনে একেবারেই সম্ভব হয় না ।

ট্রেনে বসে আপনি কোন জিনিসটিকে ভীষণ মিস করেন? আমাদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

More By This Author

Further Reads