আজকের দিনে দাঁড়িয়ে ব্যাংকক ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম উল্লেখযোগ্য ভ্রমণস্থান হিসেবে পরিচিত। ভারত থেকে এই দেশ পৌঁছনোর জন্য আমরা সকলেই একমাত্র পথ হিসেবে বিমানকেই বেছে নিই। কিন্তু নাবিকের মতো জলপথে দেশভ্রমণের অভিজ্ঞতাটি কিন্তু বেশ থ্রিলিং।হ্যাঁ ঠিক ধরেছেন। এখন জলপথে বিলাসবহুল ক্রুজ চেপে আপনিও পৌঁছে যেতে পারেন ব্যাংককে। জলপথে মুম্বই থেকে ব্যাংকক যাত্রার জন্য ভাইকিং ওসান ক্রুজ নামক বিখ্যাত সুইস সংস্থা একটি বিলাসবহুল জাহাজ সহযোগে এই যাত্রার আয়োজন করেছেন। প্রায় ১৬ দিনের এই যাত্রায় বিলাস বহুল জাহাজে রাত্রিবাস করা, পার্টির আনন্দে মাতোয়ারা হওয়া ছাড়াও রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুকে ভেসে চলা এবং একান্তে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার এক সুবন্দোবস্ত।
উল্লেখযোগ্য কেন?
বন্ধুদের সঙ্গে ভ্রমণের অনাবিল আনন্দে খুশি হওয়ার জন্য কিংবা প্রিয় মানুষের সঙ্গে রোমান্টিক মূহুর্ত কাটানোর জন্য এই ক্রুজ যাত্রার অভিজ্ঞতাটি বেশ আকর্ষণীয়। এই যাত্রাটির মধ্যে আপনি কলোম্বাস অথবা ভাস্কো- দা- গামা কিংবা কোনও নাবিকের মতো নতুন দেশ খুঁজে পাওয়ার আনন্দটাকে খুব কাছ থেকে উপভোগ করতে পারেন। এই যাত্রায় দক্ষিণপূর্ব এশিয়ার বিখ্যাত দেশ কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, এবং কোহ সামুইও অন্তর্ভূক্ত।
ক্রুজ সম্পর্কে কয়েকটি কথা
ভাইকিং অরিয়ন ক্রুজটি মুম্বই থেকে যাত্রা শুরু করে এবং ১৬দিনের এই যাত্রাটির সমাপ্তি ঘটে ব্যাংকক শহরে। এই ক্রুজের আট জন দক্ষ গাইড সহযোগে আপনি মোট ৫টি দেশ ভ্রমণ করে আসতে পারেন। ব্যাংককে পৌঁছনোর আগে আপনার জন্য রয়েছে - গোয়ার সমুদ্রের জলোচ্ছ্বাস। প্রকৃতির সিন্গ্ধতার নরম স্পর্শে মোহিত হয়ে পৌঁছে যান কলম্বো শহরের অজানা সংস্কৃতিকে উপভোগ করতে। এরপর আপনার পরবর্তী গন্তব্য হল সিঙ্গাপুর শহর পরিদর্শন। শহরের ঝাঁ চকচকে জীবনযাপনকে প্রত্যক্ষ করার পরে আপনি কোহ সামুইয়ের খেজুর গাছ পরিবেষ্ঠিত সমুদ্রতীরে বসে নীল জলরাশির উদ্দামতাকে একাকী অনুভব করতে পারেন কিংবা সমুদ্রতীরের পাগল হাওয়া গায়ে মেখে প্রিয় মানুষের হাত ধরে অনেকদূর হেঁটে যাওয়ার প্ল্যানটাও কিন্তু বেশ রোমান্টিক হবে।
এই ক্রুজে সুইট থেকে পেন্ট হাউস, সব মিলিয়ে মোট ১৪টি বিভিন্ন ধরণের রুম উপলব্ধ আছে। এখানে সমস্ত অতিথিদের আপ্যায়নের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা - স্ক্যান্ডিনাভিয়ান স্পা থেকে সুসজ্জিত থার্মাল স্যুইট পরিদর্শন। আল -ফ্রেস্কো ডাইনিং কিংবা সিনেমা দেখার জন্য ইন হাউস থিয়েটার, জিম এমনকি সুইমিং পুলের ও যথেষ্ট ব্যবস্থা আছে। তাছাড়াও, অতিথিদের বিনোদনের জন্য ক্রুজে রয়েছে এন্টারটেইনমেন্ট সেন্টার, ভাইকিং বার, এবং রেস্তোরাঁ। আপনি যদি প্রিয়মানুষের সঙ্গে সমুদ্রের বুকে একান্তে নৈশ্য ভোজন করতে চান, ক্রুজের তরফ থেকে আপনার জন্য সুন্দর নৈশ্য ভোজনের আয়োজন করে দেওয়া হবে।
যাতায়াতের পথ
এই ক্রুজটির যাত্রাপথ হল - মুম্বই থেকে গোয়া হয়ে লাক্ষাদ্বীপ সমুদ্র পেড়িয়ে পৌঁছায় কলম্বো। কলম্বোর পর বঙ্গোপসাগর, স্টেট অফ মালাক্কা, জর্জ টাউন হয়ে পৌঁছবে কুয়ালালামপুর। কুয়ালালামপুরের পরে এই ক্রুজের পরবর্তী গন্তব্য সিঙ্গাপুর; এখান থেকে গুল্ফ অফ থাইল্যান্ড পেড়িয়ে কোহ সামুই হয়ে ক্রুজটি পৌঁছবে ব্যাংককে।
খরচ
ক্রুজে রাত্রিবাস, খাওয়া দাওয়া, ক্রুজের সমস্ত এক্টিভিটি উপভোগ, বন্দরগুলোর ট্যাক্স সব কিছু মিলিয়ে মাথাপিছু খরচ ৪,৯৯৯ ডলার এবং ভারতীয় মুদ্রা অনুযায়ী আপনার খরচ পড়বে ৩,২৪,৫৫৫ টাকা ।
এই ক্রুজের শুভ সূচনা হয় ২০১৮ সালের ৮ ই সেপ্টেম্বর এবং মুম্বই থেকেই এর প্রথম যাত্রাটি শুরু হয় ।
কীভাবে যাবেন
বিমানে - ভারতের যে কোনও ছোট বড় শহর থেকে পৌঁছে যান মুম্বইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল বিমানবন্দর।
ট্রেনে - ভারতের যে কোনও স্টেশনে থেকে পৌঁছে যান মুম্বাইয়ের যে কোনও স্টেশনে। মুম্বইয়ের ব্যস্ততম রেল স্টেশন গুলি হল ভিক্টোরিয়া টার্মিনাস এবং কল্যাণ জংশন। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান মুম্বই পোর্টে।
বিলাসবহুল ক্রুজে চেপে এই রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতাকে প্রাণভরে আস্বাদন করতে আপনি তৈরি তো?
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)