একটা সময় পর্যন্ত কম খরচে বাজেট হোটেলের বেশ রমরমা ছিল । কিন্তু এই হোটেলের পরিবর্তে পার্বত্য রাজ্যে কোনও হোস্টেলের বাঙ্ক বেড ভাড়া করে রাত্রিবাসের মধ্যে ভিন্ন স্বাদের ভ্রমণের অভিজ্ঞতা লাভ করা যায় ।
আজ থেকে প্রায় ১২ বছর বা তারও আগে যখন অভিভাবকদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করা হত, তখন কি আমরা হোস্টেলের সন্ধান করতাম? সেই সময় কি আমরা ভাবতে পারতাম একটা সিঙ্গেল বেড ভাড়া করে কোনও হোস্টেলে অচেনা মানুষদের সাথে রাত্রিবাস করার কথা?
এই ব্লগে রয়েছে তেমনই কিছু হোস্টেলের সুলুক সন্ধান। আর এই হোস্টেলগুলিতে কম খরচে রাত্রিবাস করে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন এবং ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন।
কোথায় এবং কীভাবে এই ধারণার সূত্রপাত?
যস্টেল বা গো স্টপস-এর মাধ্যমে ভারতে এই হোস্টেলগুলির সন্ধান পেতে পারেন। ভারতে তাঁরা দেবী নামে প্রথম হোস্টেল নির্মিত হয় ১৯৪৫ সালে সিমলায়। এই হোস্টেলের নির্মাতা চিফ স্কাউট এইচ ই স্যার বারট্রেন্ড গ্লান্সি, যিনি পরবর্তীকালে পাঞ্জাবের গভর্নর হিসেবে পরিচিতি পান । এরপর ইয়ুথ হোস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (YHAI) ১৯৭৭ সালের শেষের দিকে দিল্লিতে একটি হোস্টেল নির্মাণ করেন । বর্তমানে দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত এই হোস্টেলটি YHAI এর সদর দপ্তর হিসেবে পরিচিত। ১৯৭৭ সালের YHAI-এর হোস্টেল থেকে বর্তমান যুগে যস্টেল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে ।
আধুনিক যুগের হোস্টেল -
যোধপুর থেকে যস্টেলের প্রথম সূচনা হয়। এর কিছু মাসের মধ্যেই হিমালয়ের পাদদেশে যস্টেলের আবির্ভাব হয় । মূলত তরুণ ভ্রমণকারীদের কাছেই এই হোস্টেলগুলি জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও পার্বত্য অঞ্চলের অফবিট স্থানে হোস্টেলার, গোস্টপস, এবং দ্য মুষ্টাচে হোস্টেলগুলি জনপ্রিয় হয়ে উঠেছে । এই হোস্টেলগুলি পৃথিবীর সর্বোচ্চস্থান যেমন কাজাতে যস্টেল এবং লেহ তে গোস্টপস উপলব্ধ আছে ।
যস্টেল
এই কোম্পানিটি ভ্রমণপিপাসুদের জন্য ২০১৩ সাল থেকে হোস্টেল নির্মাণ শুরু করেন । বর্তমানে ভারত এবং নেপাল সহ মোট ৩৮টি স্থানে ২০০টির বেশি হোস্টেল রয়েছে। এই হোস্টেলগুলি হিমালয়ের পাদদেশের অঞ্চল যেমন বীর, স্পিতি, চিটকুল, গ্যাংটক, ম্যাকলেওডগঞ্জ এবং লেহতে অবস্থিত ।
জিভির দ্য মাডহাউস এক্সপেরিয়েন্সশিয়াল হোস্টেল -
জিভির এই মাটির তৈরি হোস্টেলে রাত্রিবাস করে স্থানীয় মানুষের জীবনযাত্রাকে উপভোগ করতে পারেন । হোস্টেলটি জিভি অর্থাৎ তীর্থন অঞ্চলের বিতস্তা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত ।
দ্য হোস্টেলার -
২০১৪ সালে এই কোম্পানিটির যাত্রা শুরু হয়, বর্তমানে ভারতে প্রায় ১০টি অঞ্চলে হোস্টেল রয়েছে । বীর অঞ্চলে অবস্থিত এই হোস্টেলটি ব্লগার এবং আর্টিস্টদের কাছে বেশ জনপ্রিয় । এই হোস্টেলগুলি পার্বত্য অঞ্চল যেমন বীর, কাসল, মানালি, জিভি এবং ম্যাকলেওডগঞ্জে অবস্থিত ।
গো-স্টপস -
ভারতের আরেকটি প্রাণবন্ত হোস্টেলের সন্ধান পাবেন গোস্টপস-এর মাধ্যমে । এখানে আপনি অনেক অপরিচিত ভ্রমণপ্রিয় মানুষের সঙ্গে আলাপচারিতা ও করে নিতে পারেন। বর্তমানে নাগার, ডালহৌসি, লেহ, পালামপুর, বীর মিলিয়ে মোট ১২টি অঞ্চলে এদের হোস্টেল উপলব্ধ আছে ।
বলাই বাহুল্য, ভ্রমণপ্রিয় মানুষের কাছে এই হোস্টেলগুলি বেশ খ্যাতি লাভ করেছে । কিন্তু প্রশ্ন হল, এখন প্যান্ডেমিকের সময় এবং তার পরবর্তীকালে এই হোস্টেল গুলিতে রাত্রিবাস করা যুক্তিযুক্ত কিনা? বা স্যানিটাইজ পদ্ধতি এক্ষেত্রে যথোপযুক্তভাবে পালন করা হচ্ছে কিনা? বর্তমান দিনে ভ্রমণের ক্ষেত্রে করোনা ভাইরাস আমাদের সকলকে এই ধরণের নানান প্রশ্নের সম্মুখীন করেছে ।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)