করোনার যাবতীয় বিধি উড়িয়ে মাঝ আকাশেই সাড়ম্বরে বিবাহ অনুষ্ঠান পালন...

Tripoto
Photo of করোনার যাবতীয় বিধি উড়িয়ে মাঝ আকাশেই সাড়ম্বরে বিবাহ অনুষ্ঠান পালন... 1/3 by Surjatapa Adak

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বহুল চর্চিত বিষয়বস্তু হল - মাদুরাই দম্পতির মধ্য আকাশে বিবাহ অনুষ্ঠান সম্পাদন । বর্তমান সময়ে সমগ্র ভারত জুড়ে যেখানে করোনা ভাইরাসের হানায় সমস্ত মানুষ আতঙ্কিত, সেখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে করোনার সব রকম বিধি নসাৎ করে মাঝ আকাশে বিমানে লোকজন সহ ঘটা করে বিবাহ অনুষ্ঠান পালিত হচ্ছে । সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে DGCA স্পাইসজেট বিমান কর্তৃপক্ষকে এই বিষয়ে তথ্যমূলক একটি রিপোর্ট দায়ের করতে বলেছেন ।

এই ভাইরাল ভিডিও সম্পর্কে যে তথ্যগুলি উঠে এসেছে তা হল, এই দম্পতি আড়ম্বর সহকারে বিবাহের জন্যই মধ্য আকাশে বিবাহের পরিকল্পনা করেছিলেন । এই বিবাহের সাক্ষী হিসেবে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ১৬১ জন মানুষ উপস্থিত ছিলেন। সেই কারণেই মাদুরাই থেকে ব্যাঙ্গালুরুগামী স্পাইসজেট বিমান ভাড়া করা হয়। ৭ সেকেন্ডের এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে দম্পতিসহ আমন্ত্রিত মানুষদের কারওর মুখে মাস্ক নেই এবং সোশ্যাল ডিসটেন্সসিংও পালন করা হয়নি ।

তামিলনাড়ুর মাদুরাই অঞ্চলের ট্রাভেল এজেন্টের থেকে জানা গিয়েছে,২৩শে মে ২০২১ মাদুরাই থেকে স্পাইসজেট ৭৩৭ চ্যাটার্ড বিমানে বিবাহ সংক্রান্ত একটি আনন্দ যাত্রার জন্য বেশ কিছু সংখ্যক প্যাসেঞ্জারের টিকিট কাটা হয় । সেই সময় ট্রাভেল এজেন্টের মতে তিনি গ্রাহককে করোনা বিধি এবং বিমানের নিয়মাবলী সংক্রান্ত তথ্য সম্পর্কে অবহিত করেন । এক্ষেত্রে শুধুমাত্র আনন্দ যাত্রারই অনুমতি দেওয়া হয় ।

Photo of করোনার যাবতীয় বিধি উড়িয়ে মাঝ আকাশেই সাড়ম্বরে বিবাহ অনুষ্ঠান পালন... 2/3 by Surjatapa Adak

এছাড়াও জানা গিয়েছে, প্যান্ডেমিকের সময়ে কোনও রকম বিধি এবং বিমানের নিয়মাবলী লঙ্ঘন করা হবে না বলে লিখিত কাগজও জমা করেছিলেন গ্রাহক কর্তৃপক্ষ।

স্পাইসজেটের কেবিন ক্রিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি এই দম্পতিদের সুরক্ষা সম্পর্কে অবহিত করেন এবং DCGA এর নির্দেশ যেমন বিমানে ফটো তোলা, ভিডিও করা সীমাবদ্ধতা সম্পর্কেও বিশদে জানান ।

এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া জানিয়েছেন, গত ২৩শে মে মাদুরাই থেকে চ্যাটার্ড বিমান ভাড়া করা হয় । কিন্তু মধ্য আকাশে বিবাহের জন্যই যে বিমানের টিকিট কাটা হয়, সেই বিষয়ে এয়ারপোর্ট অথরিটির জানা ছিল না। ঠিক যে সময়ে মাদুরাইয়ের মিনাক্ষী আম্মান মন্দিরের উপরে আকাশে বিমান গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময়েই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয় বলে জানা গিয়েছে ।

Photo of করোনার যাবতীয় বিধি উড়িয়ে মাঝ আকাশেই সাড়ম্বরে বিবাহ অনুষ্ঠান পালন... 3/3 by Surjatapa Adak

এছাড়াও কেবিন ক্রিউ তরফে জানা গিয়েছে, প্যাসেঞ্জারদের বারংবার অনুরোধ এবং সতর্ক করা সত্ত্বেও, তারা করোনা গাইডলাইন অমান্য করেছেন । খুব শীঘ্রই এয়ারলাইন কর্তৃপক্ষ এই ঘটনার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেবে ।

প্রসঙ্গত জানিয়ে রাখি ,মহামারী রোধে ৩১মে পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,৪৮৩ ।

এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট বাক্সে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।