পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে...

Tripoto
Photo of পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে... 1/6 by Deya Das

পুজো আসতে আর মাত্র কিছুদিন বাকি। কেউ কেউ হয়তো কেনাকাটা এখন থেকেই শুরু করে দিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকেই ভাবছেন যদি সঠিক দামে এক জায়গায় সব কিছু কেনা যায় তাহলে মন্দ হয় না। তাই আপনাদের কথা মাথায় রেখে কলকাতার জনপ্রিয় পাঁচটি বাজারের নাম ও ঠিকানা তুলে ধরা হল। এই জায়গাগুলিতে ঘুরে ঘুরে আপনি অনায়াসে আপনার পুজোর বাজার সেরে ফেলতে পারবেন। শুধু জামা কাপড় নয়, এই বাজারগুলোতে বাড়ি সাজানোর বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে বাড়ির সামনে বাগান তৈরির জন্য গাছও পেয়ে যাবেন।

১. নিউ মার্কেট

Photo of পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে... 2/6 by Deya Das

মোটামুটি সঠিক দামে বা সস্তায় যারা জিনিসপত্র কিনতে চায় তাদের জন্য নিউমার্কেট একদম আদর্শ জায়গা। এখানে প্রায় দুই হাজারেরও বেশি দোকান রয়েছে, যেখানে পাওয়া যায় না এমন কোনও দ্রব্য সামগ্রী নেই।

ঠিকানা- লিন্ডন্সেস স্ট্রিট, কলকাতা।

সময়- সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে রাত্রি ৮টা।

২. বড় বাজার

Photo of পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে... 3/6 by Deya Das

দিল্লীর চাঁদনী চৌকের মতোই কলকাতার বড় বাজার এক বিখ্যাত জায়গা। বিশেষ করে বিভিন্ন রকমের সাজার দ্রব্যসামগ্রী, খেলনা, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপত্র, আর্টিফিশিয়াল জুয়েলারির জন্য এই জায়গাটি মহিলাদের কাছে বেশ জনপ্রিয়।

ঠিকানা- মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছে।

সময়- সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত।

৩. চৌরঙ্গী রোড

Photo of পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে... 4/6 by Deya Das

পোড়া মাটির জিনিসপত্রে যদি ঘর সাজাতে চান, তাহলে চৌরঙ্গী রোড আপনার জন্য একেবারে আদর্শ একটি জায়গা। তবে বেশিরভাগ মানুষজন এই চৌরঙ্গী রোডে জিনিসপত্র কিনতে আসেন শুধুমাত্র দামাদামি করবেন বলে। কারণ দরাদরি করে অনেক সস্তায় এখান থেকে জিনিসপত্র কেনা যায়।

ঠিকানা- ওবেরয় গ্র্যান্ড হোটেলের ঠিক পাশে।

সময়- মোটামুটি সন্ধ্যায় এই বাজারটি বসে। তবে কখনও কখনও সকালেও বসে দেখা যায়।

৪. হাতিবাগান মার্কেট

Photo of পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে... 5/6 by Deya Das

বিভিন্ন রকমের সুতি এবং সিল্কের শাড়ি, এছাড়াও চটি জুতো এবং নানা রকমের ব্যাগের সম্ভার দেখতে পাওয়া যায় এই হাতিবাগান মার্কেটে।

ঠিকানা- শ্রী অরবিন্দ সরণি রোড।

সময়- সকাল ১০টা থেকে রাত্রি ১০টা।

৫. গড়িয়াহাট মার্কেট

Photo of পুজোর আগে চলে আসুন এইসব মার্কেটগুলোতে মনের মতো জিনিস কিনতে... 6/6 by Deya Das

কলকাতার গড়িয়াহাট মার্কেট একদিকে যেমন জামাকাপড়, বিভিন্ন রকমের অলংকার, ব্যাগ, জুতো ইত্যাদি সামগ্রীর জন্য বিখ্যাত ঠিক অন্যদিকে এখানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স দ্রব্যসামগ্রীও খুব সস্তায় খুঁজে পাওয়া যায়।

ঠিকানা - গড়িয়াহাট, কলকাতা।

সময়- সোমবার থেকে শনিবার সকাল ১১টা থেকে রাত্রি ৮টা।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads