কফির কাপে চুমুক আর কলকাতা শহরের বুকে সাতটি গুরুত্বপূর্ণ ক্যাফেটেরিয়া: জমাটি আড্ডার সেরা ঠিকানা...

Tripoto
Photo of কফির কাপে চুমুক আর কলকাতা শহরের বুকে সাতটি গুরুত্বপূর্ণ ক্যাফেটেরিয়া: জমাটি আড্ডার সেরা ঠিকানা... 1/1 by Deya Das
বই, কফি আর বন্ধুদের সঙ্গে জমাটি আড্ডা (ছবি সংগৃহীত)

আপনি কি বই পড়তে ভালোবাসেন? বা কখনও হঠাৎ করে রাস্তায় হাঁটতে গিয়ে মনে হয়, যে এখনি এই বইটা পড়ার দরকার? কিংবা ধরুন বর্ষার এক সন্ধ্যায় হাতে এক কাপ গরম কফি নিয়ে বসে আছেন হঠাৎ মনে হল ফেলুদা সমগ্রটি এখনও শেষ করা হয় নি, কিন্তু বইটা আপনার কাছে নেই তাহলে কী হবে? চিন্তা কীসের! এই সমস্যা সমাধানের জন্য এবার চলে এসেছে কলকাতার বুকে ৭টি ক্যাফে, যেখানে বইপাগল মানুষরা গিয়ে অনায়াসে তাদের ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে আসতে পারবেন।

১. চা বার:-

ছবি সংগৃহীত

Photo of Cha Bar, Taltala, Kolkata, West Bengal, India by Deya Das

অক্সফোর্ড স্টোর বুক ক্যাফেটি বই প্রেমীদের জন্য একদম স্বর্গ। এক কাপ গরম চায়ের স্বাদ, সঙ্গে কিছু নিজের পছন্দের বই। উফফ!!! সারাদিনটা নিভৃতে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে।

অবস্থান- ১৭ পার্ক স্ট্রিট।

সময়- সকাল ৯.৩০টা থেকে রাত ৯.৩০টা।

খরচ- দু’জনের খরচ ৩০০ টাকা।

২. আবার বৈঠক দি কফি শপ:-

সন্ধের জমাটি আড্ডায় (ছবি সংগৃহীত)

Photo of Abar Baithak The Coffee Shop, Jodhpur Park Rd, Selimpur, Jodhpur Park, Kolkata, West Bengal, India by Deya Das

এক রহস্যেমোড়া ফেলুদার থিমের উপর গড়ে ওঠা রবীন্দ্রপ্রেমী বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুরের বই থেকে শুরু করে শার্লক হোমস পর্যন্ত প্রতিটি স্তরের বই দিয়ে সাজানো এই ক্যাফের তাকগুলির দিকে তাকালে আপনি কোনওভাবেই তা উপেক্ষা করে সেখান থেকে বের হতে পারবেন না। শুধু তাই নয়, বইগুলো হাতে নিয়ে পড়তে পড়তে কখন যে আপনি নস্টালজিক হয়ে পড়বেন তা নিজেও বুঝতে পারবেন না। আর বই পড়তে পড়তে যখন একটু আপনার রিফ্রেশমেন্টের প্রয়োজন হবে তখন তো সঙ্গে রয়েছে চা-কফি।

অবস্থান- ২৮২ যোধপুর পার্ক রোড।

সময়- সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।

খরচ- দু'জনের জন্য খরচ পড়বে ৫৫০ টাকা।

৩. ৮থ ডে ক্যাফে এন্ড বেকারি:-

ছবি সংগৃহীত

Photo of 8th Day Café & Bakery, Jatin Bagchi Road, CIT Scheme 47, Hindustan Park, Gariahat, Kolkata, West Bengal, India by Deya Das

কলকাতা শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই ক্যাফে কাম ডেজার্ট পার্লারটিকে দেখলে মনে হয় ইউরোপের কোনও জায়গা। জায়গাটির জাঁকজমকপূর্ণ নান্দনিকতা সঙ্গে রয়েছে গরম গরম কফি, কেক এবং আপনার পছন্দের সব বই। এই ক্যাফেতে ঘুরতে আসা গ্রাহকেরা শুধুমাত্র মাচিতো বা ক্যাপাচিনো অর্ডার করলে তবেই এর সঙ্গে ধারে বই পড়তে পারবেন।

অবস্থান- আর্কেডিয়া, ৬ ওয়েস্ট রেঞ্জ।

সময়- সকাল ৯টা থেকে রাত্রি ৯টা।

খরচ- দু’জনের জন্য খরচ ৬০০ টাকা।

৪. টার্মিনাল ১১:-

ছবি সংগৃহীত

Photo of Terminal_11, 1st Avenue, BF Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal, India by Deya Das

ঘুরতে ঘুরতে যদি হঠাৎ করে আপনার মনে হয় এখনই বই পড়তে ইচ্ছা করছে আর সঙ্গে এক কাপ গরম চায়ের খুবই দরকার। তাহলে আপনি এই ক্যাফেতে অনায়াসে চলে আসতে পারেন। কারণ এটি যাযাবরদের ক্যাফে হিসেবেই পরিচিত। এখানে এসে হট চকলেট কিংবা ম্যাংগো শেক কফির কাপে চুমুক দিয়ে আপনার ইচ্ছামত নতুন বই কিংবা পুরনো বইয়ের ঘ্রাণ অনুভব করতে পারবেন। শুধু এটুকুই নয়, যদি কোনও গ্রাহক নিজের ইচ্ছায় এখানে কমপক্ষে পাঁচটা বই দান করেন, তবে তাহলে তাকে এক কাপ কফি দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

অবস্থান- বিএফ ১১, সল্টলেক।

সময়- সকাল ৮টা থেকে রাত্রি ১১টা।

খরচ- দু’জনের জন্য খরচ পড়বে ১০০০ টাকা।

৫. ক্যাফে কফি ও কবিতা:-

ছবি সংগৃহীত

Photo of Cafe coffee o kobita, Bidhan Sarani, Shyambazar, Bidhan Sarani, Kolkata, West Bengal, India by Deya Das

নামটা শুনেই কেমন অন্যরকম লাগছে না? ঠিক তাই! উত্তর কলকাতার এই কফি হাউজটির পরিবেশও একটু অন্যরকম। সত্যজিৎ রায়, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতার পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই ক্যাফেটির দেওয়ালগুলিকে। শুধু তাই নয়, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুবোধ সরকারের মত গুণী লেখকদের কীর্তি কলাপ এখানে চোখে পড়বে। এখান থেকে গ্রাহকরা চাইলে বই ধার করতে পারবেন। তবে এখানে বসে অবসর সময় আপনার ইচ্ছা মতো চা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বই পড়তে পারবেন।

অবস্থান- ৩২, ভূপেন্দ্র বোস এভিনিউ।

সময়- সকাল ১১টা থেকে রাত্রি ৯টা।

খরচ- দু’জনের খরচ ৫০০ টাকা।

৬. ক্যাফে স্টোরি বাই চাই ব্রেক:-

ছবি সংগৃহীত

Photo of Chai Break - Story, Elgin Road, Sreepally, Bhowanipore, Kolkata, West Bengal, India by Deya Das

দ্বিতলা বিশিষ্ট এই জায়গাটি উপরের তলায় রয়েছে বুক স্টোর এবং তার সঙ্গে রয়েছে চাই ব্রেকের আউটলেট। চা বা কফি পান করতে করতে অবসরে যদি আপনি একটু অন্যরকম বইয়ের সন্ধান করেন, তবে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ। শুধু গল্পের বই নয়, এখানে বিভিন্ন ভ্রমনমূলক বই, ম্যাগাজিন এবং বিভিন্ন বিষয়ের নির্দেশক গ্রন্থও পাওয়া যায়।

অবস্থান- ৮ এলগিন রোড।

সময়- সকাল ১১টা থেকে রাত্রি ৮টা।

খরচ- দু'জনের জন্য ৯০০ টাকা।

৭. ক্যাফে আইক্যানফ্লাই:-

ছবি সংগৃহীত

Photo of Cafe ICanFlyy, Maddox Square Park, Garcha, Ballygunge, Kolkata, West Bengal, India by Deya Das

বাকী পাঁচটা ক্যাফের থেকে এটা সত্যিই অন্যরকম। বিশেষ কিছু মানুষের দ্বারা পরিচালিত এই ক্যাফেটিতে আপনি আসলে সব সময় হাসিমুখে তারা আপনাকে পরিবেশন করবেন। এখানে পাঁচটি বইয়ের সংকলন রয়েছে, যার মধ্যে অন্যতম হল কেন মানুষ মিথ্যে বলে। এছাড়াও এখানে আসলে আপনাকে তারা ওদের পছন্দমত কিছু পড়ার বইয়ের প্রস্তাব দেবে।

অবস্থান- ৪বি ভাল্মীকি স্ট্রিট।

সময়- সকাল সাড়ে ১১টা থেকে রাত্রি ৯টা।

খরচ- দুইজনের জন্য খরচ ৫০০ টাকা।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।