বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম...

Tripoto
Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 1/17 by Surjatapa Adak

সত্যি কথা বলতে পাশ্চাত্য দেশগুলি ভারতের প্রতি একটা গভীর আত্মীয়তা বোধ করতেন। সেই কারণেই বিদেশের মাটিতে ও ভারতীয় শহরের নামে এক নতুন শহরের খোঁজ পাওয়া যায়।

নানা আমি একেবারেই মজা করছি না। সত্যি ভারতের বাইরে ও একই নামের ভারতীয় শহর রয়েছে।

ভারতের দিল্লি শহরটির নামে যেমন ইউনাইটেড স্টেটসে ও একটি শহর রয়েছে, ঠিক তেমনি ভারতীয় শহরের নামে পাকিস্তানে ও একই নামের শহর রয়েছে।

তাহলে একবার চট করে ভারতীয় শহরের নাম গ্রহণ করে বিশ্বের আর কোথায় একই নামের শহরের অবস্থান রয়েছে জেনে নেওয়া যাক।

• আমাদের প্রিয় শহর দিল্লি

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 2/17 by Surjatapa Adak

দিল্লি, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 3/17 by Surjatapa Adak

দিল্লি, লৌসিয়ানা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 4/17 by Surjatapa Adak

নিউ দিল্লি, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 5/17 by Surjatapa Adak

নিউ দিল্লি, ওন্টরিও, কানাডা

• মাদ্রাজ মানেই রেলস্টেশন, ট্রেন যাত্রা

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 6/17 by Surjatapa Adak

মাদ্রাজ, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 7/17 by Surjatapa Adak

মাদ্রাজ, ওরেগন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

• এই ঘটনার জন্য দেশভাগকে দায়ী করা যায়।

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 8/17 by Surjatapa Adak

পাঞ্জাব, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 9/17 by Surjatapa Adak

পাঞ্জাব পাকিস্তান

• হায়দ্রাবাদের ক্ষেত্রে সেই একই ব্যাপার।

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 10/17 by Surjatapa Adak

হায়দ্রাবাদ, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 11/17 by Surjatapa Adak

হায়দ্রাবাদ, পাকিস্তান

• বিদেশে ও বাংলার অনুকরণ লক্ষ করা যায়।

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 12/17 by Surjatapa Adak

ক্যালকাটা, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 13/17 by Surjatapa Adak

ক্যালকাটা, ইন্ডিয়ানা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

• ভারত এবং আমেরিকার সালেম শহরের ইতিহাসটা বেশ সমৃদ্ধ।

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 14/17 by Surjatapa Adak

সালেম, তামিলনাড়ু, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 15/17 by Surjatapa Adak

সালেম, ওরেগন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

• ভারতের লখনৌ শহরের ঐতিহাসিক স্তম্ভগুলি অনেক সুসজ্জিত।

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 16/17 by Surjatapa Adak

লখনৌ, ভারত

Photo of বিদেশের মাটিতে এবার ভারতের রাস্তার নাম... 17/17 by Surjatapa Adak

লখনৌ, নিউ হ্যাম্পসরে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

তবে যদি আমরা ভারত এবং পাশ্চাত্য দেশগুলির মধ্যে এই একই নামকরণের পিছনে প্রধান কারণের অনুসন্ধানী হই, তাহলে অবশ্যই ঔপনিবেশিকতাকে দায়ী করতেই হয়।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।