কাশী সমাদ্দার নামটা শুনলেই সোনার কেল্লার মন্দার বোসের কথা মনে পড়ে! যদিও বোসবাবুর সঙ্গে সমাদ্দার মশাইয়ের মিলের চেয়ে অমিল বেশি। কিন্তু মন্দার বোস ছিলেন মিথ্যে ভূপর্যটক কিন্তু কাশী সত্যিই ঘুরে বেড়িয়েছেন ১৯৪ টিরও বেশি দেশ!
কাজকর্ম শিকেয় তুলে এমন কাজ কেউ করে? উনি করেছেন। কারণটি বেশ চমৎকার। কাশী দেখলেন পৃথিবীতে অনেক দেশ আছে যারা ভারতীয়দের ভিসা দেওয়া নিয়ে খুব সমস্যা তৈরি করে। অমনি রোখ চেপে গেল! সারা বিশ্বে ভিসা নিয়ে যে সামঞ্জস্যের অভাব আছে সেটা দূর করবেন।
এতগুলো দেশের মধ্যে পছন্দের জায়গা বেছে নেওয়া কঠিন। কিন্তু কাশী বলেছেন যে তাঁর সবচেয়ে ভালো লেগেছে ভেনেজুয়েলার ইসলা মারগারিটা বলে একটি জায়গা। ভালো লেগেছে ফিজির মালামালা দ্বীপ, জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপ্রপাত ইত্যাদি। তবে সব জায়গারই আলাদা আলাদা সৌন্দর্য আছে।
তবে এরকম দুমদাম এখানে সেখানে ঘুরে বেরানোর জন্য অনেক মাশুলও চোকাতে হয়েছে তাঁকে। এই যেমন সোমালিয়ায় একটুর জন্য কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে বুলেট। সমস্যায় পড়েছেন পূর্ব টিমোর, সেনেগাল আর কঙ্গোতেও। এইভাবে মাত্র ছয় বছরে এতগুলো দেশে ঘুরেছেন তিনি।
তবে শুধুই জেদের বশে সব দেশে ঘুরে বেড়ান না। বিভিন্ন দেশে পরিবেশ বাঁচানোর বার্তা দেন তিনি। চেষ্টা করেন সচেতনতা বাড়িয়ে তোলার। তৈরি করেছেন ট্র্যাভেল, টুরিজম অ্যান্ড পিস ইনিসিয়েটিভ। কমপক্ষে একশটি দেশ যারা ঘুরেছেন তাঁদেরকে নিয়ে এই সংস্থা মানুষকে ঘুরে বেড়াতে উতসাহ দেয়। ভিসা নিয়ে কিছু দেশে যে সমস্যা আছে সেই নিয়েও কাজ করে এই সংস্থা।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন