সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড

Tripoto

পুরো পৃথিবী ঘুরে দেখা প্রায় প্রত্যেক ভারতীয়র স্বপ্ন। বিশ্বের বিভিন্ন স্থান পরিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতিকে কাছ থেকে দেখার মধ্যে যে আনন্দ তা হয়তো আর কিছুতেই নেই। এইসমস্ত অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে। তাই আপনার পরবর্তী বিদেশ ভ্রমণের জন্য ঘুরে আসতে পারেন সৌদি। সারা বিশ্বের বেশ কিছু বিখ্যাত মসজিদ, সমুদ্র এবং আরও অনেক সুন্দর জায়গা রয়েছে এই বিলাসবহুল দেশটিতে। সৌদিতে কী দেখবেন, কোথায় থাকবেন এবং কীভাবে যাবেন? আপনার কাছে যদি এই সমস্ত তথ্য থাকে তবে আপনার সৌদি ভ্রমণ আরো অনেক সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে।

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

সৌদি তার সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সারা বিশ্বে পরিচিত। বর্তমানে সৌদি অবসর পর্যটনের প্রচারের জন্য অনেক নতুন প্রকল্প চালু করেছে। সাথে পর্যটকদের জন্য অনেক শিথিলতাও দিয়েছে। যে কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে সৌদি ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে।

ভিসা প্রক্রিয়া

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

পর্যটকরা সৌদি আরবের ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। ই-ভিসা সৌদি আরবে এক বছরের জন্য বৈধ। বৈধ ভিসার মেয়াদের মধ্যে আপনি একাধিকবার সৌদি যেতে পারেন কিন্তু প্রতিবার সর্বাধিক নব্বই দিন পর্যন্ত আপনি সৌদিতে থাকতে পারবেন। অনলাইন আবেদনের জন্য, প্রথমে আবেদনটি পূরণ করুন এবং জমা দিন। এরপর ভিসা ফি জমা দিন। ভিসা ফি জমা দেওয়ার পর, আপনি আপনার ভিসা পেতে পারেন।

আগে থেকে টিকিট বুক করলে অনেক কম খরচেই সৌদি ভ্রমণ সম্ভব। সৌদিতে পৌঁছনোর আগে, আপনাকে ভ্রমণের জায়গাগুলি পরিকল্পনা করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন জায়গা সৌদি গেলে ঘুরে দেখতেই হবে।

কী দেখতে পারেন

1. আলউলা

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

আপনি আলউলা থেকে সৌদি আরবে আপনার যাত্রা শুরু করতে পারেন। আলউলা সৌদি আরবের ইতিহাসের সাক্ষী। এখানে আপনি আধুনিক স্থাপত্য, হেগরা এবং প্রাকৃতিক শিলা পাবেন। এখানকার পাথরে প্রাচীন শিলালিপিও দেখা যায়। এর সঙ্গে আপনি এখানে সুন্দর আয়না দিয়ে সাজানো কনসার্ট হল দেখতে পারেন।

2. লোহিত সাগর

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

লোহিত সাগর সৌদি আরবের অন্যতম বিখ্যাত স্থান। লোহিত সাগর না দেখলে সৌদি আরব সফর অসম্পূর্ণ। এখানে আপনি ডলফিন, ডুগং এবং সামুদ্রিক কচ্ছপের মতো প্রাণী দেখতে পাবেন। সারা বিশ্বের পর্যটকরা এখানে লোহিত সাগরের অপূর্ব দৃশ্য দেখতে আসেন। সৈকতে বসে সূর্যাস্ত দেখা সত্যিই অসাধারণ। লোহিত সাগর সৌদি আরবের সমুদ্র প্রেমীদের জন্য একটি দুর্দান্ত জায়গা।

3. দিরিয়াহ

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

দিরিয়াহ রিয়াদের উপকণ্ঠে অবস্থিত একটি চমৎকার জায়গা। দিরিয়াহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। দেশ-বিদেশের মানুষ এই স্থানটি দেখতে আসেন। এখানে আপনি সৌদি মিউজিয়ামও পাবেন যেখানে সৌদির ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় । দিরিয়াহ সালওয়া প্রাসাদটিও দেখার মতো একটি জায়গা। সৌদি ভ্রমণে এই জায়গাটি কিন্তু কিছুতেই মিস করলে চলবেনা।

4. গোলাপের শহর

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

সৌদি আরবের এই স্থানটি সুগন্ধ ও সুগন্ধির জন্য পরিচিত। এখানে অনেক ধরনের গোলাপ পাওয়া যায় । এছাড়াও এই শহরটি গোলাপ তেলের জন্যও বিখ্যাত। এখানে আপনি এমন অনেক খাবার পাবেন যাতে স্থানীয় গোলাপ জল ব্যবহার করা হয় যা খাবারের স্বাদকে আরো অতুলনীয় করে তোলে।

5. শখ এল আলবি

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

কোনো নতুন জায়গা বেড়াতে গিয়ে বেশিরভাগ পর্যটকই সেখানকার বাজার ঘুরে দেখতে পছন্দ করেন। বাজার সেই জায়গা সম্পর্কে অনেক কিছু বলে। সৌদি আরবের সবচেয়ে বড় বাজার শওক এল আলভি। এই বাজার সব সময় পর্যটকে ভরপুর থাকে। এই বাজারে আপনি সৌদি আরবের গহনা এবং ঐতিহ্যবাহী পোশাক কিনতে পারেন। সৌদি আরবের এই বাজারটি কেনাকাটার জন্য একটি আদর্শ জায়গা।

6. তাবুক দুর্গ

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

সৌদি আরবে বহু প্রাচীন স্থাপনা রয়েছে। তার মধ্যে তাবুক ক্যাসেল অন্যতম। এই প্রাচীন ভবনটি 1599 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এরপর তা সম্প্রসারিতও হয়। এখন এই জায়গাটি মানচিত্র, স্ক্রিপ্ট এবং ছবির সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র। আপনি সৌদি আরব ভ্রমণে এই জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন।

7. দক্ষিণ পর্বত

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

আপনি যদি সৌদি আরবের একটু অন্যরকম জায়গা ঘুরে দেখতে চান তবে আপনাকে দক্ষিণ পর্বত যেতেই হবে। দক্ষিণের পর্বত রাজধানী রিয়াদ থেকে অনেকটাই দূরে, কিন্তু একদম ভিন্ন অভিজ্ঞতার জন্য এই জায়গাটি অবশ্যই যাওয়া উচিত। এখানে আপনি হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চারও করতে পারেন। সৌদি আরবের এই জায়গাটি আপনাকে বিস্ময়ে ভরিয়ে দেবে।

8. টি গ্রেট মস্কোয় অফ মক্কা

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

মক্কার গ্রেট মসজিদ, আরবি আল-মসজিদ আল-হারাম, যাকে পবিত্র মসজিদ বা হারাম মসজিদও বলা হয়, সৌদি আরবের মক্কার মসজিদ, ইসলামের পবিত্রতম উপাসনালয় কাবাকে ঘিরে রাখার জন্য নির্মিত। হজ এবং ওমরাহ তীর্থযাত্রার অন্যতম গন্তব্য হিসাবে, এটি প্রতি বছর লক্ষ লক্ষ উপাসক গ্রহণ করে।

কীভাবে ঘুরতে হয়

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

সৌদি আরবে ভ্রমণ অন্যান্য দেশের তুলনায় একটু ভিন্ন। এখানে এক শহর থেকে অন্য শহরের দূরত্ব অনেক। রিয়াদ থেকে জেদ্দা ৯৫৪ কিমি। জেদ্দা থেকে জিজান ৭১৪ কিমি দূরে। এবং জিজান এবং আল উলহা ১৩৮২ কিমি। আপনি দুইভাবে সৌদি আরব ঘুরে আসতে পারেন। আপনি গাড়ি বুক করে এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন। অথবা আপনি ফ্লাইটে সৌদি আরবের এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন। গাড়িতে ভ্রমণ অবশ্যই খরচসাপেক্ষ। আগে থেকে প্ল্যান করে ফ্লাইটের টিকিট কাটলে সেই খরচ অনেকটাই কমানো যেতে পারে।

কোথায় থাকবেন :

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

1. শাজা রিয়াদ

সৌদি আরবে থাকার জন্য রাজধানী রিয়াদের উপযুক্ত হোটেল হল শাজা রিয়াদ। । হোটেলটিতে রয়েছে বিলাসবহুল কক্ষ, বারান্দা, পুল এবং স্পা যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে।

2. আসসিলা

জেদ্দা বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিমি দূরে অবস্থিত আসসিলা হোটেলে থাকতে পারেন। এই হোটেলে ১৪৭টি কক্ষ রয়েছে। এছাড়াও এখানে একটি পুল, স্পা, জিম এবং বার রয়েছে। আপনি এখানে একটি বিলাসবহুল হোটেলের সমস্ত সুযোগ সুবিধা পাবেন।

3. দালাহ তালিবাহ হোটেল

দালাহ তালিবাহ হোটেল সৌদি আরবের মদিনায় অবস্থিত। এই হোটেলটি মসজিদ আল নববী থেকে মাত্র ৫০ মিটার দূরে। প্রতিটি অতিথির থাকার আরও সুন্দর করতে, এই হোটেলটি রেস্তোরাঁ এবং ওয়াই-ফাই অফার করে।

কী খেতে পারেন

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

যেকোনো জায়গার খাদ্যাভ্যাস সেই জায়গা সম্পর্কে অনেক কিছু বলে। তাই কোনো নতুন জায়গা বেড়াতে গেলে সেখানে স্থানীয় খাবার অবশ্য খেয়ে দেখা উচিত। এবারে দেখে নেওয়া যাক সৌদির কিছু জনপ্রিয় খাবার -

1. এরিখ

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্বাদ পাওয়া যায়। এরিখ হল এক ধরনের ব্রেকফাস্ট যা পেট ভরানোর জন্য যথেষ্ট। আপনি দক্ষিণ সৌদিতে এরিখ খেতে পারেন।

2. কাবসা

কাবসা সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত খাবার। স্থানীয় লোকজনদের মধ্যে কাবসা খুবই জনপ্রিয়। কাবসা সবজি, মাংস এবং চাল দিয়ে তৈরি হয়। আপনি যদি আমিষভোজী হন তবে আপনি এটি খেতে পারেন।

3. জেরিস

আপনার যদি পোরিজ খেতে ভালো লাগে তবে আপনি জেরিশ অবশ্যই পছন্দ করবেন। জেরিশ হল এক প্রকার দই। পেঁয়াজ, চিকেন, লাল মরিচ ও টমেটো দিয়ে বানাতে পারেন।

এছাড়া সৌদিতে গুরসান, মান্ডি, মাথলোথা, মার্গুগ এবং হানিনাইয়ের স্বাদ নিতে পারেন।

Photo of সমুদ্র, স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন - সৌদি আরব ভ্রমণের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড by Tripoto

1. বাঁশের রান্নাঘর

আপনি যদি এশিয়ান হন তাহলে সৌদি আরবের এই রেস্তোরাঁটি অবশ্যই আপনার পছন্দ হবে। ধহরানে অবস্থিত বাম্বু কিচেনে আপনি সুস্বাদু খাবার পাবেন। এখানকার পরিবেশও বেশ সুন্দর যা আপনার ভালো লাগবে।

2. মানুসা আল রিফ

মানুসা আল রিফ সৌদি আরবের দাম্মামে অবস্থিত একটি দুর্দান্ত রেস্তোরাঁ। আপনি এখানে সব ধরনের আধুনিক খাবার পাবেন। এছাড়া এখানে স্থানীয় খাবারও খেতে পারেন।

3. দ্য গ্লোব

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনেক দুর্দান্ত রেস্তোরাঁ রয়েছে। তাদের মধ্যে একটি হল দ্য গ্লোব। আপনি সুন্দর দৃশ্যের সাথে সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন। এই সুস্বাদু খাবারগুলি আপনার সৌদি আরব ভ্রমণকে আরও মজাদার করে তুলবে।

সৌদি সত্যিই একটি খুব সুন্দর দেশ। এখানে আপনি এমন অভিজ্ঞতা পাবেন যা বিশ্বের অন্য কোথাও খুব কমই পাওয়া যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সৌদি বেড়ানোর প্ল্যান করে ফেলুন।

Further Reads