আন্দামানের এই অজানা দ্বীপটির নাম হল লং আইল্যান্ড, আশা করি আপনি এই দ্বীপের সৌন্দৰ্য বজায় রাখবেন

Tripoto

আপনার যদি নতুন জায়গা দেখতে ভাল লাগে আর আপনি যদি ভিড় এড়িয়ে শান্ত কোনও জায়গায় ছুটি কাটাতে চান, তাহলে ভারতে এরকম বহু বিচ্ছিন্ন জায়গা আছে। যদিও আমি মাঝে মধ্যেই এইরকম জায়গা সম্বন্ধে সবাইকে জানাতে চাই না, কিন্তু আবার ভাবি যারা এত কষ্ট করে এই বিচ্ছিন্ন জায়গাতে পোঁছবে তারা অবশ্যই জায়গাটার সৌন্দর্য বজায় রাখতে পারবে, নোংরা বা অপরিষ্কার করে যাবে না। তাহলে চলুন আজ যাওয়া যাক লং আইল্যান্ডে।

এই সুন্দর দ্বীপটি আন্দামান নিকোবর দ্বীপসমূহের একটি অংশ আর আমরা কেবল পোর্ট ব্লেয়ার , হ্যাভলক আর নীল আইল্যান্ড -ই জানি। অনেকে হয়তো বেশ কয়েকবার এই দ্বীপগুলোতে গিয়েছি...

লং আইল্যান্ড একটি ছোট্ট দ্বীপ, পোর্ট ব্লেয়ার থেকে মাত্র ৬ ঘণ্টা দূরে অবস্থিত। সাদা বালির সমুদ্র সৈকত আর একটি পর্যটক নেই। বেশ নিরিবিলি এই দ্বীপটি বলতে হবে... কেবল কিছু স্থানীয় লোক দেখতে পাবেন, যারা ২০০০ সালে অন্ধ্রপ্রদেশ থেকে এসে এখানে রয়ে গেছেন।

লং আইল্যান্ড দ্বীপের প্রাকৃতিক পরিবেশ (ছবি সৌজন্যে : আন্দামান নিকোবর ট্যুরিজম)

Photo of Long Island, Andaman and Nicobar Islands by Travel Like We Do

লালাজী বে-তে হাইকিং-এ যান বা নৌকায় ঘুরে আসুন

আপনার যদি হাইকিং পছন্দের হয় তবে আপনার জন্য লালাজী বে খুব সুন্দর জায়গা হবে, একথা নিঃসন্দেহে আমরা বলতে পারি। লং আইল্যান্ডের ছোট এবং একমাত্র গ্রাম ধরে রাস্তা যায় যেটা ধরে ৩ ঘণ্টা হাইকিং করে দ্বীপের উল্টো দিকে পৌঁছে যাবেন। আরেকটি ছোট রাস্তা আছে, জঙ্গলের পথে যা দেড় থেকে দু-ঘণ্টায় পৌঁছে যাবেন এই সাদা মালির সুন্দর সমুদ্র সৈকতে। চাইলে ২৫০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করেও যেতে পারেন।

স্নরকেলিং বা ডাইভিং করতে পারেন লং আইল্যান্ড

সমুদ্রের নিচে বেশ অনায়াসেই আপনি ডাইভিং করতে পারেন (ছবি সৌজন্যে : ফ্লিকার)

Photo of Lalaji Bay by Travel Like We Do

ব্লু প্ল্যানেট

কিছুদিন আগেই পর্যন্ত লং আইল্যান্ডে থাকার এক মাত্র জায়গা ছিল ব্লু প্ল্যানেট যেখানে সাদামাঠা থাকার ঘর পাওয়া যেত। এখন হোটেলের মালিক দ্বীপের দুটো দিকে নতুন থাকার জায়গা খুলেছে। একটি হল ট্রি হাউস যাতে ১০টি রুম আছে যা সমুদ্র থেকে ১০ মিনিটের দূরত্বে অবস্থিত। কমপ্লেক্সের কেন্দ্রস্থলে প্রাচীন একটি গাছ ঘরগুলোতে ছায়া দেয় এবং তাদের ঠান্ডা রাখে।

ব্লু প্ল্যানেটে রয়েছে থাকার সুব্যবস্থা (ছবি: সংগৃহীত)

Photo of Blue Planet, Middle Andaman, Andaman and Nicobar Islands, India by Travel Like We Do

কেন যাবেন লং আইল্যান্ড -এ ?

দ্বীপটি যদিও ছোট তবুও এখানে অনেক কিছু দেখার অবশ্যই রয়েছে।

গভীর ম্যানগ্রোভ ঘুরে দেখুন

ম্যানগ্রোভ অঞ্চলের মনোরম স্নিগ্ধ পরিবেশ ( ছবি সৌজন্যে : শঙ্করা শুভ্রমণিয়ম )

Photo of আন্দামানের এই অজানা দ্বীপটির নাম হল লং আইল্যান্ড, আশা করি আপনি এই দ্বীপের সৌন্দৰ্য বজায় রাখবেন by Travel Like We Do

ভারতের পাঁচ ভাগের এক ভাগ ম্যানগ্রোভের জঙ্গল এখানে আছে, মোটামুটি ৯৬৬ বর্গ কিমি পর্যন্ত বিস্তারিত। এই অদ্বিতীয় জায়গাটি দেখতে গেলে বারাটাংগ দ্বীপের লং আইল্যান্ড-ইয়ার্টা জেটি থেকে নৌকা নিতে হবে। সেই নৌকা আপনাকে আরেকটি নৌকাতে তুলে দেবে যেটি আপনাকে নিয়ে যাবে শুরু নালা দিয়ে বিস্তৃত, সুন্দর এবং ঘন ম্যানগ্রোভের জঙ্গলে। সকাল ৭টার প্রথম ট্রিপটাতে যাবেন তাহলে ম্যানগ্রোভগুলোকে সূর্যের আলোয় চক চক করতে দেখতে পাবেন।

লং আইল্যান্ডের সমুদ্র শান্ত আর পরিষ্কার ঠিক যেমনটি চাই স্নরকেল বা ডাইভিং করার জন্য। আপনি ২০০ টাকায় স্নরকেল গ্লাস পেয়ে যাবেন, যেটা পরে আপনি পুরো দিন স্নরকেল করতে পারবেন। এখানে খুব ভাল ডাইভিং-এর জায়গায় আছে চাইলে আপনি সেখানে অতি সহজে ২৫০০ টাকায় ডাইভিংও করতে পারবেন।

কাছাকাছি অন্য ছোট দ্বীপে রওনা দিন

কাছাকাছি অন্য দ্বীপগুলোতে নৌকা ভাড়া করে ঘুরে আসুন, যেমন মের্কস বে, বাটন দ্বীপপুঞ্জ এবং গিটার দ্বীপ। এর প্রধান আকর্ষণের জায়গা হল আপনি ছাড়া আর কেউ নেই এই সুন্দর সাদা সৈকতে, এমনকি এর হদিশও হয়তো অনেকেই পায়নি। আপনি যদি ভাবছেন গিটার বিচ নাম কেন? এটি বলা হয় কারণ, এটি শীর্ষ থেকে গিটারের মতো দেখায়।

কী খাবেন এখানে?

মূল দ্বীপ থেকে দূরে হওয়ার জন্য এখানে খুব বেশি খাওয়া দেওয়ার ব্যবস্থা নেই , তাহলেও আপনাকে খালি পেটে শুতে হবে না। যদিও এখানকার নির্দিষ্ট কোনও খাবার নেই, তবুও ভারতীয় খাবার পেয়ে যাবে ব্লু প্ল্যানেট -এ সুস্বাদু মাছ, চা, কফি এবং জুস পাওয়া যায়। যদি দক্ষিণ ভারতীয় খাবার খেতে চান তাহলে লক্ষ্মী হোটেলে গিয়ে খেতে পারেন, এরা উত্তর ভারতীয় জলখাবার-ও দেয়। যদিও এই খবরটি পাকা না তবে কর্নার বার 'স্পেশাল মিক্স' সোডা বোতল বিক্রি করে থাকে।

কখন যাবেন ?

আন্দামানের আবহাওয়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত সব থেকে ভাল থাকে, স্বাভাবিকভাবেই তখন পর্যটকের ভিড়-ও খুব হয়। লং আইল্যান্ডের আবহাওয়া ঠিক হয় অক্টোবরের মাঝামাঝি তার আগে জুন থেকে ভীষণ বৃষ্টি হয়।

পৌঁছাবেন কীভাবে?

আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে লং আইল্যান্ড পৌঁছাতে পারবেন।

বিমান দ্বারা: সমস্ত বড় বড় শহর থেকে পোর্ট ব্লেয়ারে বেশ কয়েকটি বিমান রয়েছে, সবচেয়ে সস্তা চেন্নাই থেকে প্রায় ১১০০০ টাকার মতো।

ফেরি দ্বারা: চেন্নাই এবং কলকাতা থেকে, আপনি পোর্ট ব্লেয়ারেও ফেরি নিতে পারেন। টিকিট এবং সময়সূচিতে সমস্ত তথ্য সন্ধান করুন।

পোর্ট ব্লেয়ার থেকে লং আইল্যান্ড:

ফেরি দ্বারা: একটি ফেরি আপনাকে সোমবার, বুধবার, শুক্র ও শনিবার সকাল ৬.১৫ টায় লং আইল্যান্ডে নিয়ে যাবে, প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। টিকিট খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কাজেই একদিন আগে থেকে টিকিট কেটে রাখুন, একটি টিকিটের দাম ১৯০ টাকা।

রাস্তা দিয়ে: পোর্ট ব্লেয়ারে, স্টেট ট্রান্সপোর্ট বাসস্ট্যান্ডের থেকে রাঙাতে যাওয়ার একটি বসে উঠুন যাতে আপনার ২০০টাকা মতো লাগবে। বাসটি ৬ থেকে ৮ ঘণ্টা সময় নেয় গন্তব্যে পৌঁছতে। রাঙাত থেকে ১০ টাকায় আরও ৩০ মিনিটের বাসে যাত্রা করুন এরাত্তা জেটির কাছে। জেটিতে মাথা পিছু ৯ টাকায় লং আইল্যান্ডে একটি ফেরি ধরুন (একটি সকাল ৯ টায়, অন্যটি সন্ধে ৪ টায়), যেটা এক ঘণ্টা সময় নেবে।

আশে পাশে কীভাবে ঘুরবেন?

লং আইল্যান্ডের একটি ছোট দ্বীপ তাই এখানে স্কুটার পাওয়া যায় না, তাই পায়ে হেঁটেই ঘুরতে হবে।

থাকবেন কোথায় ?

লং আইল্যান্ডে দুটো থাকার জায়গা আছে।

দাম :

সংযুক্ত বাথরুম এবং স্নানের বাথটাব সহ বড় ঘর: ২০০০ টাকা (লিটল আন্দামান); তিনটি বিছানা এবং সংযুক্ত বাথরুম সহ পারিবারিক ঘর: ২৫০০ টাকা (গিটার); সংযুক্ত বাথরুম সহ ছোট ছোট ডবল রুম: ১৫০০ টাকা (স্ট্রেইট, রস, এবং স্মিথ); সস্তায় ঘর: ৫০০ টাকার।

বাঁশের কটেজগুলোর সঙ্গে রয়েছে ব্লু প্ল্যানেট রিসর্ট। ২ বেডরুমের কটেজের জন্য প্রতি রাতে মূল্য ৩০০০ টাকা এবং ১ বেডরুমের কটেজের জন্য মূল্য ২০০০ টাকা।

ফরেস্ট রেস্ট হাউস

প্রতি রাতে প্রায় ৫০০ টাকা তিনটি ঘর এবং কিছু প্রাথমিক সুবিধাসহ একটি নতুন ফরেস্ট রেস্টহাউস রয়েছে। এখানে বুকিং করতে ফোন করুন: ০৩১৯২-২৭৪২১০

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

More By This Author

Further Reads