লামাগাঁও

Tripoto
22nd Oct 2020

লামাগাঁও

Photo of লামাগাঁও by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay

আপনি কি পাহাড় বলতে দার্জিলিং, সিকিম, ছাড়া নর্থ বেঙ্গলের অন্য অফ বিট কোন জায়গার কথা ভাবছেন কিন্তু ঠিক করতে পারছেন না কোথায় যাবেন তাহলে আপনি একদম ঠিক পোস্ট দেখছেন। আজ আমি পরিচয় করিয়ে দেবো আপনাদের একটি সুন্দর গ্রামের যেটি দার্জিলিং থেকে মটে ৪০ কিমি দূরে অবস্তিত

লামাগাঁও উচ্চ পর্বতমালার পরিসরের মধ্যে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম যা দার্জিলিং জেলার -বিজনবাড়ি উন্নয়ন ব্লকের অন্তর্গত, দার্জিলিং শহর থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরে এবং প্রায় ১২ বিজনবাড়ি থেকে কিলোমিটার।এই জায়গাটি স্থানীয়ভাবে জন্মানো উদ্ভিদ 'ইস্কুস' এর জন্য বিখ্যাত যা উপত্যকার অন্যতম প্রধান চাষ। ইস্কাস ছাড়াও এলাচ লামাগাঁওয়ের স্থানীয় কৃষকরা চাষাবাদ করেছেন।শান্তি ও শান্ত পরিবেশের জন্য আপনার নিখুঁত গন্তব্য এবং এটি টাঙ্গলু এবং সান্দাকফু কেও সংযুক্ত করে সামসু এবং ধোত্রিয়া গ্রামের এর মাধ্যমে।

লামাগাঁয়ে থাকার সবচেয়ে ভাল জায়গা হ'ল হোমস্টে যা লামাগাঁও গ্রামের মধ্যে অবস্থিত। হোম স্টে টি সিঙ্গালিলা জাতীয় উদ্যানের পাদদেশে। সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্রেকিং, হাইকিং, অফ-রোড ড্রাইভ, ফিশিং, বার্ডিং এবং স্কাইওয়াচিং ইত্যাদির মতো পরিষেবা সরবরাহ করে ..লামাগাঁওয়ের সুন্দর ও শান্তিপূর্ণ হোমস্টে মূল দার্জিলিং শহর থেকে 33 কিলোমিটার দূরে।একটি সুন্দর ঘরোয়া পরিবেশের সাথে তার উদ্দেশ্যটি পরিবেশন করে। আপনি হোমস্টেরের চত্বর থেকে পর্বতমালা উপেক্ষা করে চোখ বন্ধ করতে ভুলে যাবেন।লামগাঁয়ে এই আরামদায়ক অবস্থানটি আপনাকে নিখুঁত মায়াময় প্রশান্তি এবং মন এবং আত্মার শান্তি দেবে। আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ছোঁয়ায় আতিথেয়তার মতো বাড়ির সর্বোত্তম পরিবেশনা প্রদান করা হোমস্টে তার ধরণের বিজনবাড়ু উপত্যকার অন্যতম সেরা। দর্শনার্থীরা আপনার পছন্দ এবং স্বাদ অনুসারে ঘরে রান্না করা traditionalতিহ্যবাহী খাবার উপভোগ করতে পছন্দ করবেন।

দার্জিলিং থেকে লামাগাঁওয়ের জন্য স্থানীয় দৈনিক ট্যাক্সি পরিষেবা পাওয়া যায়। প্রতি ব্যক্তি ১২০ জন বা যেকোন টাটা স্প্যাসিও / টাটা সুমোর মতো গাড়ি রিজার্ভ করতে পারবেন প্রায় ২,০০০ টাকায়। 1800 - 2000. যা দার্জিলিং থেকে সহজেই পাওয়া যায়।

ছবি- হোটেল

✍️✍️ -দেব

Photo of লামাগাঁও 1/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 2/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 3/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 4/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 5/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 6/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 7/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 8/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 9/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 10/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 11/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 12/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 13/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লামাগাঁও 14/14 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay

Further Reads