ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে

Tripoto

আপনি যদি দার্জিলিংয়ের ভিড় থেকে দূরে, কোনও শান্ত জায়গা খুঁজছেন তাহলে, ঘুম আপনার জন্য দুর্দান্ত বিকল্প হবে। প্রধান শহর এবং আশেপাশের ছোট শহরের সঙ্গে খুব ভালভাবে ঘুম স্টেশনের সংযোগ রয়েছে , ভারতের সর্বোচ্চ রেলস্টেশন হওয়ার পাশাপাশি এই স্থানের প্রাকৃতিক পরিবেশ আপনার জন্য এক অনবদ্য অভিজ্ঞতা এনে দেবে একথা নিঃসন্দেহে বলা যায়।

ভারতের সর্বোচ্চ রেলপথ সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে আছে

কী কী দেখবেন এখানে ?

বাতাসিয়া লুপ

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 1/9 by Travel Like We Do
বাতাসিয়া লুপ (ছবি : সংগৃহীত)

যদি আপনি দার্জিলিং থেকে ঘুম হয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দিয়ে যাচ্ছেন তাহলে বাতাসিয়া লুপ আপনার পথেই পড়বে। বাতাসিয়া লুপটি হল একটি সর্পিল ট্র্যাক, যেটি টয়-ট্রেনের রুট বরাবর খাড়া চড়াইয়ে ওঠার জন্য তৈরি করা হয়েছিল। এটি ইঞ্জিনিয়ারিং স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন হিসেবেও চিহ্নিত এবং ১৯১৯ সালে চালু হয়েছিল। এখানে ভারতীয় সেনাবাহিনির গোর্খা সৈন্যদের স্মৃতিস্তম্ভ রয়েছে, যাঁরা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলন।

ঘুম মনেস্ট্রি

ঘুম মনেস্ট্রি নামে পরিচিত ইগা চিলিং গোম্পা, ঘুম স্টেশন থেকে ৭০০ মিটার উঁচুতে অবস্থিত। এখানে খুব বিশাল এবং সুন্দর একটি বৌদ্ধ মৈত্রী মূর্তি রয়েছে। লামা শেরাব গ্যাটস, ১৮৭৫ সালে এই মঠটি বানান। ঘুম শহরে মোট ৪টি মঠের মধ্যে এটি সবচেয়ে বড়, বাকিগুলো চাইলে দেখতে যেতে পারেন সামতেন চিলিং, সাক্যা চিলিং এবং ফিন এই স্থানগুলোতে।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 2/9 by Travel Like We Do
ঘুম মনেস্ট্রিতে বৌদ্ধ মৈত্রী মূর্তি (ছবি : সংগৃহীত)
Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 3/9 by Travel Like We Do
ঘুম মনেস্ট্রির ভিতরে (ছবি : সংগৃহীত)

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজ়িয়াম

ঘুম স্টেশনের পাশেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজ়িয়াম, যেখানে হিমালয়ান রেলওয়ের প্রায় ২০০ বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে। ১৮৮৩ সালের দার্জিলিং থেকে ঘুমে আসার টিকেট (যার দাম ছিল ৬৬ পয়সা) শুরু করে বাষ্প ইঞ্জিনের বিকাশ এবং বাস্তবায়ন, সবকিছু প্রদর্শনের জন্য প্রস্তুত।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 4/9 by Travel Like We Do

মিউজ়িয়ামের ভিতরে (ছবি : সংগৃহীত)

টাইগার হিল

ঘুম থেকে ১১০০ ফুট উঁচুতে অবস্থিত টাইগার হিল জানা যায় ভ্যালির অতুলনীয় দৃশ্যের জন্য। দার্জিলিং ছাড়া টাইগার হিল থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, আকাশ পরিষ্কার থাকলে কোনও কোনও দিন এভারেস্টও দেখা যায় এখান থেকে। পরিষ্কার নীল আকাশ খুব কম দেখা যায় এখানে, বলা হয় এটি মেঘের দেশ। সাধারণত কুয়াশা এর আশেপাশের অঞ্চলগুলি দখল করে নেয় এবং এখানে আসা হাজার হাজার লোক হতাশ হয়ে পড়ে।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 5/9 by Travel Like We Do
পূর্ব সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম সৌন্দর্য (ছবি : সংগৃহীত)

সেনচাল লেক

সেনচাল হ্রদটি একটি মানুষের তৈরি জলাশয় যা দার্জিলিংয়ের প্রাচীনতম বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। ঘুম থেকে ৩ কিলোমিটার দূরে, এখানে পৌঁছতে গেলে ওল্ড মিলিটারি রোড নিতে হবে, যা ঘুম থেকে জোড়বাংলো যাওয়ার রাস্তায় পড়ে। লেক অফ অভয়ারণ্যে যেতে গালে টিকিট লাগবে। বর্ষাকালে অভয়ারণ্য বন্ধ থাকে , সেপ্টেম্বর ১৫ তারিখের পর খোলে। রামবি ফরেস্ট রেস্ট হাউস জঙ্গলের মধ্যে অবস্থিত চাইলে এখানে থাকতে পারেন খুব ভালো লাগবে। রুম যদি থাকে তাহলে ১০০০ টাকা এক রাত্রির ভাড়া। থাকতে গেলে ওয়াইল্ডলাইফ ডিভিশন অফ দার্জিলিং -এ ফোন করতে হবে রি নাম্বারে (০৩৫৪) ২২৫৭৩১৪।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 6/9 by Travel Like We Do
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে শহরের ছবি (ছবি : সংগৃহীত)

ঘুম

ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলস্টেশন (৭,৪০৭ ফুট) -এর জন্য বেশি জনপ্রিয়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান, সর্বপ্রথম ১৮৭৯ সালে ট্র্যাকগুলি লাগানো হয় এবং ১৮৮১ সালের মধ্যে ঘুমে পৌঁছেছিল। শিলিগুড়ি বা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যাত্রা আপনাকে একটি স্থাপত্যের বিস্ময়ের সাক্ষী হওয়ার সুযোগ দেবে, যেটি এত কাল ধরে নিজের ঐতিহ্য বজায় রেখেছে।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 7/9 by Travel Like We Do
ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশন (ছবি : সংগৃহীত)

মূল শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত ঘুম শহরটি, দার্জিলিংয়ের আধ্যাত্মিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক ইতিহাসকে এক সাথে ধরে রেখেছে। বিখ্যাত হিল কার্ট রোড যা মূল দার্জিলিং থেকে ঘুরে জুড়ে রেখেছে, একটি প্রাচীন রুট যা শিলিগুড়িতে গিয়ে শেষ হয় এবং অন্যান্য অঞ্চলের সাথে দার্জিলিংয়ের যোগাযোগের জন্য ঘুমকে প্রয়োজনীয় করে তোলে।

আপনি যখন ভারতের সর্বোচ্চ রেলস্টেশন পরিদর্শন করতে আসবেন তখন কোথায় থাকবেন?

সিকিম এবং দার্জিলিংয়ে প্রচুর হোমস্টে আছে। স্থানীয় বাসিন্দারা পর্যটকদের খুব ভাল ভাবে স্বাগত জানিয়ে থাকে তাদের বাড়িতে থাকার জন্য, আর বাড়িতে বানানো সুস্বাদু খাবার বানিয়ে পরিবেশনও করে থাকেন এবং আপনার সুযোগ সুবিধার প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টাও করেন। চাইলে আপনি ঘুম মনেস্ট্রিতেও থাকতে পারেন কিন্তু তার জন্য আপনাকে ওখানে গিয়ে খোঁজ নিতে হবে থাকার জায়গা আছে কিনা। ঘুম রেলস্টেশন পরিদর্শন করার সময় আপনি যে কয়েকটি হোমস্টে থাকতে পারেন সেগুলি হল কাঞ্চন কানিয়া হোমস্টে, সামাবিং চা এস্টেট এবং নেসলে হোমস্টে। আপনি যদি অনলাইনে ভাল ডিলগুলি সন্ধান করতে না পারেন তাহলে ঘুম রেলস্টেশন পৌঁছে একবার সস্তায় কোথাও থাকার জায়গা খোঁজ করতে পারেন।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 8/9 by Travel Like We Do
ঘুম মনেস্ট্রির ভিতরে (ছবি : সংগৃহীত)

কোথায় খাবেন ?

ঘুম কিন্তু খাওয়ার জন্যও খুব প্রসিদ্ধ। বেশিরভাগ খাওয়ার জায়গাগুলি স্থানীয় এবং ছোটখাটো। কয়েকটি বিখ্যাত রেস্তোঁরা রয়েছে যেমন ক্যাপিটাল রেস্তোঁরা (ঘুম মঠ থেকে ০.৩ কিমি), ঘালেস রেস্তোঁরা (ঘুম মঠ থেকে ০.৬ কিমি), কাঞ্চনজঙ্ঘা রেস্তোঁরা (ঘুম মঠ থেকে ০.৭ কিমি) এবং ঘরানা (ঘুম মঠ থেকে ০.৭ কিমি)। দার্জিলিংয়ের থেকেও ভাল হোটেল পেয়ে যাবেন, ঘুম থেকে মাত্র ৭ কিমি দূরে। দার্জিলিংয়ে খাওয়ার কয়েকটি বিখ্যাত স্থান হ'ল গ্লেনারি, টম এবং জেরির, ফ্রাঙ্ক রস ক্যাফে, হিমালয়ান জাভা কফি শপ এবং শ্যাংরি-লা।

Photo of ঘুম ,ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের আপনার যথাযথ বিকল্প হতে পারে 9/9 by Travel Like We Do
কুয়াশা ঘেরা প্রাকৃতিক পরিবেশ (ছবি : সংগৃহীত)

দার্জিলিংয়ে যদি ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তবে ঘুমে অবশ্যই থাকার কথা ভাবুন। এটি দার্জিলিংয়ের বিকাশের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। যদি অআপনি আগেই ঘুম স্টেশনে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথেই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।

এখন Covid -19এর জন্য আমরা আপনাদের ঘুরতে যেতে বলছিনা, এখন আপনারা ভবিষ্যতের ঘোরার পরিকল্পনা করতে পারেন। এখন বেড়াতে যাওয়া ঠিক হবে না। সাবধানে থাকবেন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত / অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

More By This Author

Further Reads