খারদুংলা (১৮৩২০ ফুট)- Day 1Khardungla Passখারদুংলা লেহ থেকে মোটামুটি ৪০ কিমি. দূরে অবস্থিত আর বিশ্বের সর্বোচ্চ গিরিপথ যেখানে সাধারন নাগরিকরা গাড়ি নিয়ে যেতে পারে। আমরা ধীরে ধীরে লেহ ছাড়িয়ে উপরে উঠতে শুরু করলাম। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি অন্য অনেক পাস (গিরিপথ) এ ওঠার সময় যে অসুবিধা অনেকে অনুভব করেন উচ্চতাজনিত কারনে আমরা কিন্তু এখানে সেরকম কিছু অনুভব করি নি, রাস্তা এতটাই মসৃণ ছিল। অক্টোবর এ সাধারনত রাস্তার অবস্থা ভাল থাকে কারন প্রাথমিক সারাই এর কাজ এই সময় হয়ে যায়। অল্টিটূড ও ধীরে ধীরে বাড়ছিল তাই বোঝা যাচ্ছিলনা যে আমরা অনেক উঁচুতে উঠে গেছি।লেহ ছাড়ার কিছু পর থেকেই রাস্তার দুই ধারে বরফের উপস্থিতি ছাড়া উচ্চতা বোঝার কোনও উপায় ছিল না। লেহ থেকে ২৫ কিমি. দূরে সাউথ পলু তে আমাদের পারমিট চেক করা হল। আমরা গাড়ি থেকে নেমে বরফের সাথে কিছু ছবি তুললাম । আমার ছেলে সারাক্ষণ বলে যাচ্ছে “ কখন আমরা খারদুংলা পৌঁছব ?”To read the complete travel blog please click here To watch you tube video please click hereSHADE OF CLOUDKHARDUNGLA TOP SNOWKHARDUNGLA TOPSNOWY ROADMAITREYA BUDDHA