#অনেক_হোলো_ভয়_এবার_করবো_জয়
বাঙালি মানেই ভ্রমণ, আর ভ্রমণ মানেই পাহাড় পাহাড় আর আর পাহাড় মানেই কিন্তু সব সময় দার্জিলিং নয় আজ একটু অন্য খবর দিতে আমি #যাযাবর_দেব চলে এসেছি আপনাদের কাছে যদি ভালো লাগে নিশ্চয় বলতে ভুলবেন না তাহলে আগামী দিনে আরো নতুন জায়গার তথ্য দিতে পারবো। বাঙালি হয়ে বাংলা তে করছি আশা রাখবো আপনাদের ভালো লাগবে........
আজ আবারো একটু ভিন্ন স্বাদের আস্বাদ পেতে ছুটে গিয়েছিলাম সকলের পরিচিত পথ লাটাগুড়ি ,মূর্তি , খুনিয়া , চাপড়ামারি, ঝালং, প্যারেন পেরিয়ে #উইন্ড_ভ্যালি_গোদক
এখানে দুদিকের দুই পাহাড়জুড়ে উঁকি দিচ্ছে ভুটানের টেন্ডু, বারে ও সামচির মতো তিনটি এলাকা। অন্য পাহাড়ে সিকিমের নাথু লা। অদূরে দৃশ্যমান না হলেও চিন সীমান্তের শুরু। ভারতের শেষ গ্রাম গোদকজুড়ে সবুজের পাশাপাশি রোমাঞ্চে শিহরিত হওয়ার এমন হাজারো আখ্যানের ছড়াছড়ি। এখনও পর্যটন মানচিত্রে উঠে না আসা ওই ভার্জিন স্পটকে পাদপ্রদীপের তলায় নিয়ে আসার প্রচেষ্টায় অবশ্য ত্রুটি নেই স্থানীয়দের। নিজেদের উদ্যোগেই সেখানে এলাকাবাসী ধীরে ধীরে হোমস্টে গড়ে তুলতে শুরু করেছেন।
কালিম্পং জেলার গরুবাথান ব্লকের জলঢাকা থানার অন্তর্গত গোদকে পৌঁছাতে গেলে আর পাঁচটা পাহাড়ি গ্রামের আঁকাবাঁকা রাস্তা বেয়ে উঠতে হবে। নাগরাকাটার উপকণ্ঠে ৩১সি জাতীয় সড়কের খুনিয়া মোড় থেকে চাপড়ামারির জঙ্গলচেরা যে রাস্তাটি ঝালংয়ের দিকে চলে গিয়েছে সেটাই গোদক পৌঁছানোর একমাত্র পথ। সময় লাগে ঘণ্টাদুয়েক। ঝালংয়ে পৌঁছানোর পর ওই রাস্তা আবার দুদিকে বাঁক নিয়েছে। বামদিকের রাস্তাটি দিয়ে সোজা গেলেই ডাকবাংলো, প্যারেনটার, গৈরিগাঁও, টুনসুন, সুরুকের পর চারদিকই পাহাড় দিয়ে ঘেরা গোদক। সেখানে পৌঁছানোর রাস্তাজুড়েও অপার সৌন্দর্যের হাতছানি।
দাবাইখোলার ওপারে তিনদিক জুড়ে ভুটান। অন্য পাহাড়ে নাথুয়া সীমান্ত। নদী থেকে বয়ে আসা হিমেল বাতাস সারাবছরই এখানে সশব্দে বইতে থাকে। যে কারণে গোদকের আরেক নাম উইন্ড ভ্যালি। এখানে দুচোখের পাতা এক হয় অসীম নিঃস্তব্ধতায় ঘুম ভাঙে হাজারো পাখপাখালির কিচিরমিচির শব্দে। গোদকে এখনও পর্যন্ত দুটি হোমস্টে গড়ে উঠেছে।
নিরিবিলিতে প্রকৃতির মাঝে কাটাতে গোদকের জুড়ি মেলা ভার। পাহাড়, নদী, সীমান্তের এই স্থানে এলে যে কেউ যে গোদকের প্রেমে পড়ে যাবেন তা হলফ করে বলতে পারি। এখনও অনেকেই পাহাড়ি গ্রামটির কথা জানেন না। এটাই সব থেকে বড় পাওনা যারা সত্যি কারের অফ বিট পছন্দ করেন তাদের এক কথায় সর্গ রাজ্য এটি।
Njp থেকে আসতে ওই ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে ভাড়া ৩৫০০ থেকে ৪০০০ মধ্যে
মাল বাজার থেকে আসতে ২ ঘণ্টার মতো সময় লাগবে ভাড়া ২২০০ থেকে ২৫০০ মতো
এছাড়া আপনি লাটাগুরি থেকেও আসতে পারেন।
থাকার জন্য হোম স্টে আছে এই হোম স্টে তে মোট ৪ টি ঘর আছে ৩ টি ২ কামরার যেখান ৩ জন থাকতে পারবেন
১ টি ৪ কামরার যেখানে ৪ জন থাকতে পারেন
থাকা খা ওয়া দিন প্রতি ১৫০০/-
Note: ব্যাবসায়ী বন্ধুরাও যোগাযোগ করতে পারেন
বুকিং এর জন্য আছেই তো আপনাদের #যাযাবর_দেব
8777741676 / 9831159401
ফটো ও তথ্য হোম স্টে ও নিউজ
কলমে দেব