কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা

Tripoto
Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা by Deya Das

প্রত্যেক পর্যটকদের নতুন পর্যটন স্থান অন্বেষণ করার এক সুপ্ত ইচ্ছা থাকে | কিন্তু নিভৃত দ্বীপে একান্তে ছুটি কাটানোর ইচ্ছা সমস্ত ভ্রমণ পিপাসুদের কাছে অন্য রকমের আনন্দ এনে দেয় | অনেক সময় নতুন কিছু পর্যটনের ঠিকানা পেলেই ব্যাগ-পত্র গুছিয়ে বেড়িয়ে পড়তে ইচ্ছা করলেও খরচের কথা মাথায় রেখে পিছিয়ে পড়তে হয় | কিন্তু অবিশ্বাস্য হলেও, অল্প খরচে কর্ণাটকের নদী বেষ্টিত এই অপ্রকাশিত দ্বীপটিতে ঘোরার সুযোগ হাতছাড়া করবেন না | নদী তীরবর্তী এই অঞ্চলে একটিই বিলাসবহুল হোমস্টে রয়েছে | এই স্থানটি এখনও তেমনভাবে পর্যটকদের নজরবন্দি হয়ে ওঠেনি, তাই এটি হোটেল বুকিং বা টিকিট বুকিং-এর সমস্ত ঝঞ্ঝাটমুক্ত | কম খরচে, বিলাসবহুল হোমস্টেতে থেকে পরিবেশের সাথে একাত্ম হয়ে যেতে চাইলে চলে আসুন কর্ণাটকের শ্রেষ্ঠ এই গোপন পর্যটন ঠিকানা সুবর্ণ সঙ্গম |

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 1/8 by Deya Das
প্রকৃতির সান্নিধ্যে নিরালা-নিভৃত অবসর (ছবি সংগৃহীত)

উপযুক্ত সময়:

সপ্তাহান্তে সমস্ত কাজের শেষে বা সপ্তাহের যে কোনও দিনে কাজের ফাঁকে বেড়ানোর জন্য মন আনচান করলেই ব্যাগ গুছিয়ে টিকিট কেটে বেড়িয়ে পড়ুন এই অচেনা দ্বীপের উদ্দেশ্যে | একান্তে নিরিবিলিতে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য সুবর্ণ সঙ্গম পর্যটকদের কাছে আদর্শ জায়গা | এছাড়াও রোমান্টিক সময় কাটানোর জন্যও সুবর্ণ সঙ্গমকে অনায়াসেই বেছে নেওয়া যায়|

এই হোমস্টে সম্পর্কিত তথ্য:

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 2/8 by Deya Das
হোমস্টের পরিবেশ এবং থাকার বন্দোবস্ত (ছবি সংগৃহীত)

কর্ণাটক রাজ্যের দক্ষিণে ম্যাঙ্গালোর এবং উদুপি মধ্যবর্তী টন্স নামক গ্রামে অবস্থিত সুবর্ণ সঙ্গম | সুবর্ণ নদীর তটে গড়ে উঠেছে এই বিলাসবহুল হোমস্টে সুবর্ণ সঙ্গম | সুবর্ণ নদীর আঁকাবাঁকা পথ, কখনো বিচ্ছিন্নতা, কখনও বা একত্রতা, সমস্ত কিছু জ্বলন্ত ক্যানভাস হয়ে ওঠে এই সুবর্ণ সঙ্গম | শান্ত, কোলাহলবিহীন পরিবেশে সময় কাটানোর জন্য আপনার সঙ্গে আপনার প্রিয় পোষ্যটির জন্যও বিশেষ আমন্ত্রণ রইল|

সুবর্ণ সঙ্গম ভিলাটি চিরাচরিত এবং সাধারণ স্থাপত্যের আঙ্গিকে নির্মিত | একতলায় ২টি প্রধান শয়নকক্ষ এবং উপরের তলায় ১টি কক্ষ উপলদ্ধ আছে | ভিলাটিতে সমস্ত সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রাকৃতিক সরলতা এবং আধুনিকতার এক অসামান্য মেলবন্ধন লক্ষ্য করা যায় | অন্যান্য হোমস্টে-র মতো এখানেও এয়ার কন্ডিশনার, টিভি, ওয়াই -ফাই সমস্ত আধুনিকতাও উপলব্ধ |

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 3/8 by Deya Das
ব্যালকনির মনোরম পরিবেশ (ছবি সংগৃহীত)

প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ভিলার রুমগুলোতে পর্যটকদের জন্য নিজস্ব ডেকের ব্যবস্থা করা রয়েছে | এবার ভিলাটির বাহ্যিক দৃশ্য সম্পর্কে আসা যাক| বাইরের দৃশ্যটা অনেকটা ছবির মতো | এই শুদ্ধ বাতাস, মনোরম আবহাওয়া, রকমারি পাখির অনাবিল যাতায়াত এবং তাদের কল-কাকলির মাঝে বারংবার নিজেকে একাত্ম করতে আসতেই হবে সুবর্ণ সঙ্গমে |

আহার:

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 4/8 by Deya Das
আহারে-বাহারে (ছবি সৌজন্যে : মাইকেল পিটারস জোন্স)

যেহেতু সুবর্ণ সঙ্গম দ্বীপটি লোকালয়-এর বাইরে, তাই খাদ্য বিকল্পের সুবিধা নেই | কিন্তু ভিলায় কর্মরত রাঁধুনির হাতের মঙ্গোলিয়ান খাবার এবং তার পরিবেশন যে কোনও নামি দামি রেস্তোরাঁর খাবারের তুলনায় যথেষ্ট সুস্বাদু| খাদ্যের মধ্য দিয়ে সুবর্ণ সঙ্গম আমাদের আবারও মনে করিয়ে দেয় মঙ্গোলিয়ানদের রোমহর্ষক জীবনযাত্রার কথা | মঙ্গোলিয়ান খাদ্যকে অভূতপূর্বভাবে এবং নিপুণ দক্ষতার সঙ্গে পরিবেশন করার জন্য সুবর্ণ সঙ্গম এর কাছে আমরা কৃতজ্ঞ |

খরচ:

দু'জন মানুষের সুবর্ণ সঙ্গমে রাত্রিবাসের খরচ শুরু মাত্র ৫৯৯৫ টাকায় | আপনার সমস্ত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইলে আপনি সম্পূর্ণ ভিলাটি নিজেদের জন্য পেয়ে যাবেন যার রাত্রিবাসের খরচ ৯০০০ টাকা |

ঘুরতে যাওয়ার আদর্শ সময়:

ঠান্ডার সময়টা সুবর্ণ সঙ্গম এবং এই দ্বীপে ঘোরার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় | অর্থাৎ সেপ্টেম্বর থেকে এপ্রিলের আগে পর্যন্ত যেকোনও সময় আপনি যেতে পারেন | গ্রীষ্মের সময় এখানে প্রচুর গরম থাকে | অন্যদিকে বর্ষার সময়ও প্রচুর বৃষ্টির কারণে জলমগ্ন থাকে | তাই গ্রীষ্ম ও বর্ষা, বছরের এই দুই সময় এখানে বেড়ানোর প্ল্যান এড়িয়ে যাওয়াই ভালো |

কী কী করবেন :

১. নির্জন দ্বীপে ভ্রমণ

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 5/8 by Deya Das
নির্জন দ্বীপে ভ্রমণের অভিজ্ঞতা (ছবি সৌজন্যে: আরটেম বেলিয়াকিন)

সুবর্ণ সঙ্গমের প্রধান আকর্ষণ হল নদীবেষ্টিত এই দ্বীপ | সকালে ঘুম থেকে উঠে স্নিকার্স পড়ে চাইলেই বেড়িয়ে পড়তে পারেন প্রাতঃভ্রমণ উদ্দেশ্যে | শীতের সকালের প্রথম সূর্যকিরণ গায়ে মেখে আদ্যপান্ত দ্বীপটা ঘুরে দেখার সুযোগটা একদম মিস করবেন না | সূর্যের সোনালী কিরণ নদীর জলের উপর পড়ে একটা অদ্ভুত বিচ্ছুরণে পরিণত হয়| প্রকৃতির নানান শোভা, নানান ধরনের গাছ পালা, বন্য জীবনযাপনের সাক্ষী হতে চাইলে এখানে একবার আসতেই হবে |

২. পড়ন্ত বিকালে নৌকো বিহার

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 6/8 by Deya Das
পড়ন্ত বিকেলে মোহময় প্রাকৃতিক পরিবেশ (ছবি সংগৃহীত)

সুবর্ণ সঙ্গম থেকে নৌকো করে ভালবাসার সঙ্গীকে সঙ্গে নিয়ে নদীর স্রোতের সঙ্গে ভেসে যেতে পারেন | কোনও পড়ন্ত বিকেলের সূর্যাস্ত বা পাখিদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার সময়টাকে ক্যামেরা বন্দি করতে ভুলবেন না| প্রকৃতির এই নিখাদ সৌন্দর্যের অভিজ্ঞতার কিন্তু কোনও ভাগ হবে না |

৩. মালপে বিচে সূর্য স্নান

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 7/8 by Deya Das
সমুদ্রতটের নিখাদ সৌন্দর্য (ছবি সংগৃহীত)

টন্স অঞ্চলের অন্যতম সুন্দর পর্যটন স্থান বন্দর নগরী মালপে | উপকূলবর্তী এই মালপে বিচ ও এখনও তেমনভাবে প্রকাশ্যে আসতে পারেনি | সেই কারণে স্থানীয় মানুষ ছাড়া পর্যটকদের আনাগোনা তেমন নেই | মনের মানুষের সাথে সমুদ্র সৈকতে বসে ঢেউয়ের গর্জন শোনার সাক্ষী থাকতে পারেন | অথবা একাকী বিচে বসে নিরিবিলিতে কাটিয়ে নিতে পারেন অনেকটা সময় | অথবা জেলেদের থেকে শিখে নিতে পারেন মাছ ধরার নতুন কৌশল | আবার কখনো এডভেঞ্চার এর জন্য জেট-স্কি ও করতে পারেন | সুবর্ণ সঙ্গম থেকে ১ দিনের ট্রিপে মালপে বিচের ভ্রমণ কখনোই মিস করবেন না |

৪. উদুপি ভ্রমণ

Photo of কর্ণাটকের নিভৃত দ্বীপে মাত্র ৬০০০ টাকাতেই পেতে পারেন পর্যটনের নতুন ঠিকানা 8/8 by Deya Das
লোকসংস্কৃতির আঙিনায় (ছবি সৌজন্যে: অলিভার অ্যান্ড পাস্কাল)

সুবর্ণ সঙ্গম থেকে মাত্র ১০কিমি মধ্যেই প্রাচীন ধর্মীয় নগরী উদুপি | উদুপিতে প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে পর্যটকদের সমাগম হয় | উদুপি-প্রসিদ্ধ কৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণ মঠ পরিদর্শন করতে কিন্তু অবশই ভুলবেন না | পরিশেষে, ইচ্ছা করলে ঐতিহ্যবাহী কাঞ্জিভরম সিল্ক শাড়ী পরখ করে দেখতে পারেন| উদুপি থেকে সেন্ট-মেরি দ্বীপও ঘুরে আসতে পারেন|

পথ নির্দেশ:

দিল্লি থেকে সুবর্ণ সঙ্গম

বিমানে: সুবর্ণ সঙ্গম পৌঁছনোর নিকটতম বিমান বন্দরটি হল ম্যাঙ্গালুরু বিমানবন্দর | মাত্র ৪০০০ টাকায় প্রত্যেকদিন দিল্লি ম্যাঙ্গালুরুতে বিমান পরিষেবার সুযোগ রয়েছে| বিমানবন্দর থেকে থেকে ৬৫ কিমি দূরেই অবস্থিত সুবর্ণ সঙ্গম | ম্যাঙ্গালুরুতে পৌঁছে ছোট গাড়ি ভাড়া করে ঘণ্টা দেড়েকের মধ্যে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে |

ট্রেনে : ট্রেনে নিউ দিল্লি থেকে ম্যাঙ্গালোরে পৌঁছতে সময় লাগবে প্রায় ৩৫ থেকে ৪০ ঘণ্টার মতো | ম্যাঙ্গালুরু স্টেশন থেকে ভিলার দূরত্ব প্রায় ৭০ কিমি | স্টেশন থেকে ছোট গাড়ি ভাড়া করে ভিলায় যেতে পারেন ঘণ্টা দেড়েকের মধ্যে |

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)