হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক...

Tripoto
Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 1/7 by Surjatapa Adak

আমাদের প্রত্যেকের কাছেই হিল স্টেশন মানেই মানেই রূপকথার রাজ্য । শীতল মনোরম পরিবেশে আচ্ছাদিত হিল স্টেশনের মূল আকর্ষণ হল পাহাড় এবং পাইনের ঘন অরণ্য কিংবা রঙিন অর্কিডের মনভোলানো রূপদর্শন। পাহাড়ি অঞ্চলগুলি রুক্ষ প্রকৃতির হলেও পাহাড়ের কোমলতা, সিন্গ্ধতা, মায়াময়তা একমাত্র পাহাড়-প্রেমিক মানুষই বোঝেন । এমনই পাহাড়ের নানান বর্ণময় অভিজ্ঞতার সাক্ষী থাকতে পৌঁছে যান মিরিকে ।

অবস্থান

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৬৭ মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি শহর হল মিরিক । মিরিক শব্দটি লেপচা ভাষার মির-ইয়ক ( যে স্থানটি একদা আগুনে ভস্মীভূত হয়ে নতুনভাবে নির্মিত হয়েছে ) থেকে উৎপত্তি হয়েছে ।

দর্শনীয় স্থান -

মিরিকের প্রধান দর্শনীয় স্থানগুলি হল -

১. সামেন্দু লেক-

Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 2/7 by Surjatapa Adak

মিরিকের প্রসিদ্ধ ভ্রমণস্থানগুলির মধ্যে অন্যতম প্রধান ভ্রমণস্থান হল সামেন্দু লেক। লেকের অদূরে কাঞ্চনজঙ্ঘার অবস্থান এবং ওক, পাইন ইত্যাদি গাছের অবস্থান মিলিয়ে অঞ্চলটিতে দৈবিকতার সৃষ্টি করেছে । প্রসঙ্গত জানিয়ে রাখি, এই কৃত্রিম লেকটি ১৯৭০ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ পর্যটনের উদ্দেশ্যে নির্মাণ করেন । এই বিশাল লেকে বোটিং করে আপনি পার্বত্য অঞ্চলের প্রকৃতিকে উপভোগ করতে পারেন ।

২. বুঙ্কুলুং

Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 3/7 by Surjatapa Adak

আপনি যদি অফবিট ট্যুর করতে ভালোবাসেন তাহলে গাড়ি ভাড়া করে মিনিট খানেক দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন বুঙ্কুলুং। এটি মূলত মিরিকের একটি প্রধান চাষক্ষেত্র । এই গ্রামটিতে ভ্রমণ করে পাহাড়ি গ্রামবাসীদের সঙ্গে আলাপ করে নিতে পারেন । এছাড়াও প্রকৃতির অসাধারণ রূপদর্শনের জন্যও এই স্থানটিকে অনায়াসেই বেছে নিতে পারেন ।

৩. বোকার মনেস্ট্রি

Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 4/7 by Surjatapa Adak

মিরিক লেক থেকে কয়েক কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন বোকার মনেস্ট্রি। চৈনিক স্থাপত্য শিল্পের অনুকরণে গঠিত এই মনেস্ট্রিটির প্রধান দেবতা হলেন ভেঙেরবল কাবজে বোকার রিপনছে ।

৪. মিরিক চা বাগান

Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 5/7 by Surjatapa Adak

দার্জিলিং মানেই চা বাগান । তাই মিরিক ভ্রমণে গিয়ে চা বাগান ভ্রমণ না করলে পাহাড় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় । এই চা বাগান গুলি ভ্রমণ করে চা নির্মাণের প্রক্রিয়াগুলি জেনে নিতে পারেন । তবে অযথা চা পাতা তোলার চেষ্টা করবেন না। ইচ্ছা করলে ভ্রমণের স্মৃতি হিসেবে বিস্তীর্ণ চা বাগানকে ক্যামেরাবন্দি করে নিতে পারেন ।

৫. রামেটায় ধারা

Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 6/7 by Surjatapa Adak

অন্যান্য হিল স্টেশনগুলির মতো মিরিকেও একটা ভিউ পয়েন্ট রয়েছে ; যা রামেটায় ধারা নামে পরিচিত । এখান থেকে আপনি তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করে নিতে পারেন ।

Photo of হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক... 7/7 by Surjatapa Adak

এছাড়াও মিরিক থেকে আপনি অরেঞ্জ অর্কিড, মিরিক চার্চ, পশুপতি মার্কেট দর্শন করে নিতে পারেন ।

কোথায় থাকবেন?

মিরিকে প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে । অনলাইনে সার্চ করে আপনার পছন্দ মতো হোটেল ভাড়া করে রাত্রিবাস করতে পারেন ।

ভ্রমণের শ্রেষ্ঠ সময় -

মিরিক শহরটি বছরের যে কোনও সময় ভ্রমণের উপযোগী । তবে বর্ষাকালীন সময়টা এখানে ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো ।

কীভাবে যাবেন?

বিমানে - কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে পৌঁছে যান বাগডোগরা বিমানবন্দর । সেখান থেকে গাড়ি ভাড়া করে ৪৮ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন গন্তব্যে ।

ট্রেনে - শিয়ালদহ স্টেশন/ হাওড়া/ কলকাতা স্টেশন ট্রেনে ধরে প্রথমে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন । এরপর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ৫৭ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান বাঙালির অন্যতম প্ৰিয় হিল স্টেশন মিরিকে ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads