উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ

Tripoto

১. যদি কেউ আপনাকে বলে থাকে দক্ষিণ ভারত ছুটি কাটানোর জন্য শ্রেষ্ঠ ঠিকানা; তাহলে বলব কথাটি এক্কেবারেই ভুল।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 1/30 by Deya Das
মনোমুগ্ধকর পরিবেশ নিঃসন্দেহে মুগ্ধ করবেই (ছবি সংগৃহীত)

২. দক্ষিণ ভারতে অসম্ভব সুন্দর কোনও দৃশ্য নেই ।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 2/30 by Deya Das
মুন্নারের সৌন্দর্য (ছবি সংগৃহীত)

৩. আপনি কি এই ধরণের সৌন্দর্য পর্যবেক্ষণ করতে চান?

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 3/30 by Deya Das
পিলার রক, কোদাইকানাল (ছবি সংগৃহীত)

৪.এই ল্যান্ডস্কেপের ছবিটা কিন্তু বেশ মলিন। কি তাই তো?

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 4/30 by Deya Das
কুর্গ, কর্ণাটক (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 5/30 by Deya Das
ভালপাড়াই, তামিলনাড়ু (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 6/30 by Deya Das
সবুজ প্রকল্প, ভালপাড়াই, তামিলনাড়ু (ছবি সংগৃহীত)

৫.দক্ষিণ ভারতের কয়েকটি অত্যন্ত সাধারণ পার্বত্য অঞ্চলের নিদর্শন।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 7/30 by Deya Das
উটি, তামিলনাড়ু (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 8/30 by Deya Das
পোলাচ্চি, তামিলনাড়ু (ছবি সংগৃহীত)

৬. আপনি কি এই দূষিত সমুদ্র সৈকতে সময় কাটাতে চাইবেন?

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 10/30 by Deya Das
চেরাই বিচ (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 11/30 by Deya Das
কোভালাম বিচ (ছবি সংগৃহীত)

৭. আপনার কি এই জলের রংটা দেখে কোনও রকম সন্দেহ হচ্ছে?

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 12/30 by Deya Das
ছেলিয়র নদী (ছবি সংগৃহীত)

৮. বিশ্বের যে কোনও স্থানে এর থেকে সুন্দর দৃশ্য আপনার জন্য অপেক্ষা করে আছে।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 13/30 by Deya Das
কুদ্রেমুখ, কর্ণাটক (ছবি সংগৃহীত)

৯. আপনি যদি ভেবে থাকেন দক্ষিণ ভারতে আপনি আপনার মনের মতো প্রকৃতির একটা সুন্দর দৃশ্য খুঁজে পাবেন এবং সেই দৃশ্যটি আপনি প্রাণভরে উপভোগ করবেন, তাহলে জানিয়ে রাখি, এই ধারণাটা সম্পূর্ণ ভুল।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 15/30 by Deya Das
বেলুম কেভস (ছবি সংগৃহীত)

১০. স্থাপত্য শিল্পের ক্ষেত্রে ও তেমন বিশেষতা লক্ষ করা যায় না।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 16/30 by Deya Das
মাইসোর প্যালেস, কর্ণাটক (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 17/30 by Deya Das
মাইসোর প্যালেস (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 18/30 by Deya Das
মাইসোর প্যালেসের ছবি (সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 19/30 by Deya Das
সানথোমে ব্যাসিলিকা (ছবি সংগৃহীত)

১১. এখানকার জলপ্রপাতগুলো তেমন ভাবে মনের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে না।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 20/30 by Deya Das
বিভিন্ন রকমের জলপ্রপাত (ছবি সংগৃহীত)

১২. সংস্কৃতিগত বৈচিত্র্য তেমনভাবে চোখে পড়বে না।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 21/30 by Deya Das
কথাকলি শিল্পী, কেরল (ছবি সংগৃহীত)

১৩. বিখ্যাত কোনও অভয়ারণ্যও এখানে নেই।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 22/30 by Deya Das
রাজীব গাঁধী টাইগার রিজার্ভ (ছবি সংগৃহীত)

১৪. এখানে চারিদিকে কেবলমাত্র গরুর প্রাচুর্য বেশী।

১৫. দক্ষিণ ভারতে অনেক ধ্বংসস্তূপ রয়েছে।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 24/30 by Deya Das
হাম্পির স্থাপত্য শৈলী (ছবি সংগৃহীত)
Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 25/30 by Deya Das

১৬. স্থানীয় মানুষরা এখানে তেমন মিশুকে নয়।

১৭. পরিশেষে বলতে পারি, দক্ষিণ ভারত ভ্রমণের জন্য একদমই আদর্শ জায়গা নয়।

১৮. এখানে দর্শনীয় স্থান বলতে তেমন কিছুই নেই।

১৯. দক্ষিণ ভারতের পরিবর্তে অন্য যে কোনও জায়গা ঘুরে আসুন।

Photo of উত্তর ভারতীয় মানুষ কেন দক্ষিণ ভারতে ভ্রমণ করবেন না; এই প্রসঙ্গে রইল ২০টি কারণ 29/30 by Deya Das
চিকমাঙ্গালুর (ছবি সংগৃহীত)

২০. দক্ষিণ ভারতে ভ্রমণের প্ল্যানটা আজই পরিবর্তন করে নিন।

আপনিও নিশ্চয় ভেবেছেন কি আবোল তাবোল ব্লগ লিখলাম। কি তাই তো? আমি জানি এই ব্লগ এর অন্তর্নিহিত অর্থটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং দক্ষিণ ভারত ঘুরতে বেড়িয়ে পড়ার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads