১. যদি কেউ আপনাকে বলে থাকে দক্ষিণ ভারত ছুটি কাটানোর জন্য শ্রেষ্ঠ ঠিকানা; তাহলে বলব কথাটি এক্কেবারেই ভুল।

২. দক্ষিণ ভারতে অসম্ভব সুন্দর কোনও দৃশ্য নেই ।

৩. আপনি কি এই ধরণের সৌন্দর্য পর্যবেক্ষণ করতে চান?

৪.এই ল্যান্ডস্কেপের ছবিটা কিন্তু বেশ মলিন। কি তাই তো?



৫.দক্ষিণ ভারতের কয়েকটি অত্যন্ত সাধারণ পার্বত্য অঞ্চলের নিদর্শন।


৬. আপনি কি এই দূষিত সমুদ্র সৈকতে সময় কাটাতে চাইবেন?


৭. আপনার কি এই জলের রংটা দেখে কোনও রকম সন্দেহ হচ্ছে?

৮. বিশ্বের যে কোনও স্থানে এর থেকে সুন্দর দৃশ্য আপনার জন্য অপেক্ষা করে আছে।

৯. আপনি যদি ভেবে থাকেন দক্ষিণ ভারতে আপনি আপনার মনের মতো প্রকৃতির একটা সুন্দর দৃশ্য খুঁজে পাবেন এবং সেই দৃশ্যটি আপনি প্রাণভরে উপভোগ করবেন, তাহলে জানিয়ে রাখি, এই ধারণাটা সম্পূর্ণ ভুল।

১০. স্থাপত্য শিল্পের ক্ষেত্রে ও তেমন বিশেষতা লক্ষ করা যায় না।




১১. এখানকার জলপ্রপাতগুলো তেমন ভাবে মনের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে না।

১২. সংস্কৃতিগত বৈচিত্র্য তেমনভাবে চোখে পড়বে না।

১৩. বিখ্যাত কোনও অভয়ারণ্যও এখানে নেই।

১৪. এখানে চারিদিকে কেবলমাত্র গরুর প্রাচুর্য বেশী।
১৫. দক্ষিণ ভারতে অনেক ধ্বংসস্তূপ রয়েছে।


১৬. স্থানীয় মানুষরা এখানে তেমন মিশুকে নয়।
১৭. পরিশেষে বলতে পারি, দক্ষিণ ভারত ভ্রমণের জন্য একদমই আদর্শ জায়গা নয়।
১৮. এখানে দর্শনীয় স্থান বলতে তেমন কিছুই নেই।
১৯. দক্ষিণ ভারতের পরিবর্তে অন্য যে কোনও জায়গা ঘুরে আসুন।

২০. দক্ষিণ ভারতে ভ্রমণের প্ল্যানটা আজই পরিবর্তন করে নিন।
আপনিও নিশ্চয় ভেবেছেন কি আবোল তাবোল ব্লগ লিখলাম। কি তাই তো? আমি জানি এই ব্লগ এর অন্তর্নিহিত অর্থটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং দক্ষিণ ভারত ঘুরতে বেড়িয়ে পড়ার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)