প্রাচ্যের ভেনিস দর্শন করুন আলেপ্পিতে...

Tripoto
Photo of প্রাচ্যের ভেনিস দর্শন করুন আলেপ্পিতে... 1/2 by Surjatapa Adak

কথায় আছে ভারত দর্শন = বিশ্ব দর্শন । কারণ এই ভারতের মাটিতেই রয়েছে আসমুদ্র - হিমাচল থেকে ব্যাকওয়াটারের সৌন্দর্য দর্শন । আর এই ব্যাকওয়াটার বলতেই অজান্তেই মনের মধ্যে উঁকি দেয় কেরালার কথা । হাউসবোটে চেপে প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করার মধ্যে একটা অন্যধরণের রোম্যান্টিসিজিম লুকিয়ে রয়েছে । তাই এমনি স্মৃতিমধুর ছুটি কাটাতে পৌঁছে যেতে পারেন আলাপপুযা বা আল্লেপ্পি ।

প্রাচ্যের ভেনিস -

Photo of প্রাচ্যের ভেনিস দর্শন করুন আলেপ্পিতে... 2/2 by Surjatapa Adak

২১ শতকের গোড়ার দিকে ইন্ডিয়ান এম্পায়ারের ভাইস রয় আল্লেপিতে ভ্রমণ করতে এসেছিলেন । সেই সময় কেরালার প্রাকৃতিক দৃশ্য দেখে অভিভূত হয়ে, ভাইস রয় মনে করেন এই রাজ্যটি সবচেয়ে পরিছন্ন এবং বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য এই স্থানটি একেবারে আদর্শ ।

এছাড়াও এই শহরের দৃশ্যপটের সাথে ইতালির ভেনিস শহরের বেশ অনেকখানি সাদৃশ্য খুঁজে পান এবং সেই সময়ই আলেপ্পিকে ভেনিস অফ দ্য ইস্ট বা প্রাচ্যের ভেনিস হিসেবে অভিহিত করেন । দুই পাড়ে সারি সারি সবুজ গাছের সমাহার এবং চাষের জমির মাঝে ব্যাকওয়াটারে ভ্রমণ নিঃসন্দেহে আপনার ভেনিস ভ্রমণের স্বপ্নকে সার্থক করতে পারে ।

আল্লেপির দর্শনীয় স্থান -

১. আল্লেপি বিচ -

আলেপ্পি বিচের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই (ছবি সংগৃহীত)

Photo of Alleppey Beach, Civil Station Ward, Alappuzha, Kerala, India by Surjatapa Adak

আলেপ্পির দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রধান হল - আল্লেপ্পি সমুদ্রসৈকত। এখান থেকে আরব সাগরের একটা অসাধারণ দৃশ্য এর সান্নিধ্য পেতে পারেন । আপনি যদি প্রকৃতই ভাগ্যশালী হয়ে থাকেন তাহলে ডলফিনেরও দর্শন পেতে পারেন। মূলত সমুদ্রতটে বসে প্রকৃতির সৌন্দর্য রোমন্থন করার জন্য এটি আদর্শ স্থান ।

২. মারারি বিচ -

এই বিচের সৌন্দর্যও চমকপ্রদ (ছবি সংগৃহীত)

Photo of Marari beach, South.P.O, Cherthala, Kerala, India by Surjatapa Adak

আল্লেপি শহর থেকে ১১কিমি অদূরে অবস্থিত মারারি বিচ । এখানে বেশ অনেকগুলি আয়ুর্বেদিক সেন্টার এবং বিচ রিসোর্ট রয়েছে । এই বিচ থেকে সূর্যাস্ত দর্শন কিংবা বিচ তীরবর্তী সারি বাঁধা নারকেল গাছ গুলির অবস্থান একটা রোমাঞ্চকতার সৃষ্টি করে ।

৩. কেরালার ব্যাক ওয়াটার -

কেরালার ব্যাকওয়াটারের নিখাদ সৌন্দর্য (ছবি সংগৃহীত)

Photo of Kerala Backwater, Poovar - Neyyatinkara Road, Poovar, Kerala, India by Surjatapa Adak

কেরালা সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ব্যাকওয়াটারের জন্যই । হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই ব্যাকওয়াটার হাউসবোটে রাত্রিবাস করার জন্য কেরালাকে বেছে নেন। শুধু তাই নয়, এখানে আপনি নানান পরিযায়ী পাখী এবং সামুদ্রিক জীবের খোঁজ পেতে পারেন ।

৪. ভেম্বনদ লেক -

Photo of Vembanad Lake, Kerala by Surjatapa Adak

ভারতের দীর্ঘতম লেক হলো কেরালার ভেম্বনদ লেক। যা প্রায় ২০৩৩.০২ বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত ।এই লেকটি লুপ্তপ্রায় সামুদ্রিক জীব, পাখীদের প্রধান বাসস্থান হিসেবে পরিচিত । প্রসঙ্গত জানিয়ে রাখি, কেরালায় অনুষ্ঠিত বিখ্যাত বার্ষিক স্নেক বোট রেসিং উৎসব এই লেককে কেন্দ্র করেই সম্পন্ন হয় । তবে স্থানীয় ভাষায় এটি পুন্নামাদা লেক নামে পরিচিত ।

৫. কারুমাদিক্কুত্তান -

Photo of Karumadikuttan (Buddha Statue), Karumadi, Kerala, India by Surjatapa Adak

কারুমাদিক্কুত্তান হলো নবম শতকের কালো গ্রানাইট পাথর দ্বারা নির্মিত একটি বৌদ্ধ মূর্তি । তবে দুর্ভাগ্যবশত, একসময় সেই প্রাচীন বৌদ্ধ মূর্তির বাঁদিকের অংশটি হারিয়ে গিয়েছিল , এই ঘটনার পর কেরালা সরকার কর্তৃপক্ষ এটির সংরক্ষণের দায়ভার নিয়েছেন ।

৬. মান্নারাসলা মন্দির -

Photo of Mannarasala Temple Pond - മണ്ണാറശാല ക്ഷേത്രകുളം, Danapady Road, Haripad, Kerala, India by Surjatapa Adak

হিন্দুদের প্রচলিত কিংবদন্তীকে কেন্দ্র করেই এই মন্দির নির্মাণ করা হয় । এই মন্দিরে স্থাপিত আছেন হিন্দুদের অন্যতম প্রধান দেবতা নাগরাজ । সেই কারণেই এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় । অসাধারণ স্থাপত্য শিল্পের একটি উৎকৃষ্ট নিদর্শন হলো এই মন্দিরটি ।এখানে পুরানে বর্ণিত নাগরাজের প্রায় ৩০০০ টি চিত্র এর দর্শন পেতে পারেন ।

৭. সেন্ট মেরি ফরেন চার্চ -

Photo of St. Mary's Forane Church, Kannur Dt, Kerala, India by Surjatapa Adak

ভারতের অন্যতম চার্চ সেন্ট মেরি ফরেন চার্চটি এই কেরালাতেই অবস্থিত । ১৮৭০ সালে নির্মিত এই চার্চটি তৎকালীন স্থাপত্য এর অনন্য নিদর্শন তা বলার অপেক্ষা রাখে না ।

কোথায় থাকবেন?

Photo of St. Mary's Forane Church, Bharananganam, Kottayam, Kerala, India by Surjatapa Adak

গুগল সার্চ করে বা হোটেল বুকিং অ্যাপের সাহায্যে আল্লেপিতে রাত্রিবাস করার হোটেলের সন্ধান পেয়ে যাবেন । এছাড়াও হাউসবোটে থেকে রোমান্টিক সময় কাটানোর জন্য হ্যাপি হাউসবোট ( ফোন নং - ৯৫২৬২০০৪০০), এক্সেটিকা ক্রুসেস কেরালা, কেরালা হাউসবোট ( ফোন নং - ৯৫২৬২৩২২২১) সাথে যোগাযোগ করতে পারেন ।

খরচ -

হাউসবোটে রাত্রিবাসের খরচ - ১০,০০০ টাকা থেকে শুরু ।

হোটেলে রাত্রিবাসের খরচ - ১৫০০ টাকা থেকে শুরু ।

কিভাবে যাবেন?

বিমানে - কলকাতা বিমানবন্দর থেকে আল্লেপ্পি পৌঁছানোর বিমান উপলব্ধ রয়েছে । বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন গন্তব্যে ।

ট্রেনে - হাওড়া বা শালিমার স্টেশন থেকে এর্ণাকুলাম এক্সপ্রেস ধরে পৌঁছে যান এর্ণাকুলাম বা কোচিন । স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ৫৩কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান আলাপপুযা ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads