এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে...

Tripoto
Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 1/13 by Deya Das

উৎসব মানেই আনন্দ। আর এই আনন্দ অনুষ্ঠানকে আরও দ্বিগুণ আনন্দদায়ক করে তুলতে গানের প্রয়োজন সবথেকে বেশি। সে যেই ভাষায় গান হোক না কেন। ছন্দ, তাল, কথা, সর্বোপরি মনের ভাব প্রকাশক অভিব্যক্তির প্রকাশ ঘটে এই গানের মাধ্যমেই। তাই বসন্ত উৎসবের মতো রঙিন উৎসবে গান আর সিনেমার কথা হবে না তা কখনও হতে পারে? তাই এই বছর হোলি খেলায় মেতে উঠুন কিছু জনপ্রিয় গান ও সিনেমার উপভোগের মাধ্যমে।

দোলযাত্রা স্পেশাল কিছু বাংলা সিনেমার ঝলক এবং তাদের বিখ্যাত কিছু গান:-

চলচ্চিত্র- বসন্ত বিলাপ (১৯৭২)

গানের নাম- ও শ্যাম যখন তখন

গায়িকা- আরতি মুখোপাধ্যায়, সুজাতা মুখোপাধ্যায়।

চলচ্চিত্র- একান্ত আপন (১৯৮৭)

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 2/13 by Deya Das

গানের নাম- খেলবো হোলি রং দেবো না

গায়িকা- আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তি।

চলচ্চিত্র- প্রতিকার (১৯৮৭)

গানের নাম- দোল দোল দোল

গায়ক/গায়িকা- অভিজিৎ চন্দ্রাণী ও মোহাম্মদ আজিজ।

চলচ্চিত্র- প্রণামী তোমায় (১৯৮৯)

গানের নাম- সকাল হতে না হতে

গায়ক/গায়িকা- কবিতা কৃষ্ণমূর্তি ও মোহাম্মদ আজিজ।

চলচ্চিত্র- দেবতা (১৯৯০)

গানের নাম- হোলি আসে যায়

গায়ক/গায়িকা- আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি।

চলচ্চিত্র- অঙ্গার (১৯৯৩)

গানের নাম- এলো রে এলো রে হোলি

গায়ক/গায়িকা- কুমার শানু ও অনুপমা দেশপান্ডে।

চলচ্চিত্র- জনতার আদালত (২০০৮)

গানের নাম- শ্যাম নাচে রাধা নাচে

গায়ক- অভিজিৎ ভট্টাচার্য, তীর্থ ঠাকুর।

চলচ্চিত্র- লক্ষ্যভেদ (২০০৯)

গানের নাম- হোলি এল

গায়ক- রূপঙ্কর বাগচী।

চলচ্চিত্র- বদলা (২০১০)

গানের নাম- অলিতে গলিতে

গায়ক/গায়িকা- বাবুল সুপ্রিয়, পামেলা জৈন।

চলচ্চিত্র - তোমার রক্তে আমার সোহাগ (২০১৭)

গানের নাম- এসো এসো খেলি হোলি

গায়ক/গায়িকা- সুজাতা এবং সুবীর কুমার।

এই সমস্ত চলচ্চিত্রের গানগুলি ছাড়াও বেশ কিছু বাংলা গান রয়েছে, যেগুলি এই বসন্ত উৎসব উপলক্ষ্যে হয়ে উঠেছে জনপ্রিয়। নাচে গানে ভরিয়ে তুলেছে মানুষের মন।

• নীল দিগন্তে ওই

• বসন্ত এসে গেছে

• ওরে গৃহবাসী

• ওরে ভাই ফাগুন লেগেছে

• রাঙিয়ে দিয়ে যাও

• একটুকু ছোঁয়া লাগে

• ফাগুন হাওয়ায় হাওয়ায়

• আজ খেলা ভাঙার

• রঙ লাগালে বনে

এই বসন্ত উৎসবে আনন্দে মাতোয়ারা করে তুলতে শুধু বাংলা গান নয়, বলিউড সং-ও কিন্তু পিছিয়ে নেই। হিন্দি গানের তাল, গানের লিরিক্স আজ আপামোর জনসাধারণের মধ্যে বেশ আনন্দ সৃষ্টি করছে তা লক্ষণীয়। ঠিক সেই রকমই কিছু হিন্দি ছবি এবং গানের কথা এবার বলব-

সিনেমা- ওয়ার

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 3/13 by Deya Das

গানের নাম- জয় জয় শিব শংকর

গায়ক- ভিশাল দাদলানি, বেনি দায়াল।

সিনেমা- মহাব্বাতে

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 4/13 by Deya Das

গানের নাম- সোনি সোনি

গায়ক/গায়িকা- উদিত নারায়ান, জস্পিন্দের নারুলা, উদ্ভব, মনোহর শেট্টি, ঈশান, শ্বেতা পন্ডিত, সোনালী প্রমুখ।

সিনেমা- ইয়ে জওয়ানি হে দিওয়ানি

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 5/13 by Deya Das

গানের নাম- বালাম পিচকারি

গায়ক- শালমালি খোলগাদে, ভিশাল দাদলানি।

সিনেমা- বাগবান

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 6/13 by Deya Das

গানের নাম- হলি খেলে রঘুভিরা

গায়ক/গায়িকা- অমিতাভ বচ্চন, উদিত নারায়ন, অলকা ইয়াগ্নিক, সুখেন্দের সিং।

সিনেমা - ওয়াক্ত- দ্যা রেস এগেনস্ট টাইম

গানের নাম- ডু মি অ্যা ফেভার লেটস প্লে হোলি

গায়ক/গায়িকা- সুনিধি চৌহান, অনু মালিক।

সিনেমা- সোলে

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 7/13 by Deya Das

গানের নাম- হোলি কে দিন

গায়ক/গায়িকা- কিশোর কুমার, লতা মঙ্গেশকর।

সিনেমা- অ্যাকশন রিপ্লে

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 8/13 by Deya Das

গানের নাম- ছান কে মহল্লা

গায়িকা- সুনিধি চৌহান, ঋতু পাঠক।

সিনেমা- রামলীলা

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 9/13 by Deya Das

গানের নাম- লাহু মুহঃ লাগ গায়া

গায়ক- শাইল হাদা।

সিনেমা- ডর

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 10/13 by Deya Das

গানের নাম- অঙ্গ সে অঙ্গ লাগনা

গায়ক/গায়িকা- অলকা ইয়াগ্নিক, বিনোদ রাঠৌর, সুদেশ ভোঁসলে, দেবকী পন্ডিত।

সিনেমা- জলি এলএলবি ২

গানের নাম- গোপালা

গায়ক- রাফতার এবং নিন্ডি কাউর।

সিনেমা- পদ্মাবত

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 11/13 by Deya Das

গানের নাম- হোলি

গায়ক গায়িকা- রিচা শর্মা, শাইল হাদা।

সিনেমা- টয়লেট এক প্রেম কথা

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 12/13 by Deya Das

গানের নাম- গোরি তু লাটথ মার

গায়ক/গায়িকা- সোনু নিগাম এবং পালক মুচ্ছাল।

সিনেমা- পটাখা

গানের নাম- গালি গালি

গায়ক- সুখবিন্দার সিং।

সিনেমা- বেগম জান

গানের নাম- হোলি খেলে

গায়ক/গায়িকা- শ্রেয়া ঘোষাল, আনমল মালিক।

সিনেমা- সিলসিলা

Photo of এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে... 13/13 by Deya Das

গানের নাম- রং বরসে

গায়ক- অমিতাভ বচ্চন।

সিনেমা- মশাল

গানের নাম- হোলি আয়ি রে

গায়ক/গায়িকা- লতা মঙ্গেশকর, কিশোর কুমার।

এই সমস্ত সিনেমাগুলির ছাড়াও কবীর সিং, গুলাব গ্যাং, রাঞ্ঝানা, দিওয়ানা, কাটি পাতাং, বদ্রীনাথ কি দুলহানিয়া, মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার, মুম্বাই সে আয়া মেরা দোস্ত, মাদার ইন্ডিয়া, ইলাকা, মিলন টকিজ ইত্যাদি চলচ্চিত্রেও হোলির কিছু পর্ব দেখা গিয়েছে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads