বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা...

Tripoto
Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 1/11 by Deya Das
ছবি সংগৃহীত

ঘুরতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি; তা সেটা জলপথ, স্থলপথ বা আকাশপথেই হোক। তবে আকাশপথে ঘুরতে যাওয়ার মজা কিন্তু একদম আলাদা। প্রথমবার এরোপ্লেনে উঠে জালনা দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখার অনুভূতি শরীরে শিহরণ জাগায়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ব্যক্তির কাছে এই অভিজ্ঞতাগুলি একটু অন্যরকম হয়। তবে বিমানবন্দর মানেই যে খুব ছোটাছুটি করে কোথাও পৌঁছে যাওয়া তা কিন্তু একদম নয়। ঘুরতে যাওয়া মানে মনের শান্তি, আর এই শান্তি সবথেকে বেশি প্রদান করে আমাদের পোশাক। এমন কিছু পোশাক রয়েছে, যা পরে খুব সহজে আমরা আমাদের বেশ কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে যাত্রা করতে পারি। তবে আজ আমরা নিজেদের কথা বলব না; বলব সেই সমস্ত স্বনামধন্য ব্যক্তিবর্গদের কথা যাদের দেখে আমরা কিছুটা হলেও ঘুরতে যাওয়ার আরামদায়ক পোশাক-পরিচ্ছদ সম্বন্ধে ধারণা করতে পারি।

১. আলিয়া ভাট

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 2/11 by Deya Das

জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট কিছুদিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। লন্ডন থেকে ফিরে এসে মুম্বাই বিমানবন্দরে পৌঁছোলে তার পোশাকের উপর সবার দৃষ্টি আকর্ষিত হয়। খুব সাধারন ভালোবাসা লেখা হাফ-প্রিন্ট সোয়েটশার্ট, ডেনিম জিন্স, বুট ও কমলা রঙের একটি ব্যাগ কাঁধে নিয়ে তিনি বিমানবন্দর থেকে গাড়িতে ওঠেন।

২. টাইগার শ্রফ ও কৃষ্ণা শ্রফ

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 3/11 by Deya Das

সেলিব্রিটি এই দুই ভাইবোন সম্প্রতি বিমানবন্দরে কালো পোশাকে ধরা দেন। টাইগার শ্রফের পরনে ছিল নীল জিন্স, কালো টি-শার্ট সঙ্গে কালো সানগ্লাস আর বোন কৃষ্ণা শ্রফ পরেছিলেন কালো রঙের ক্রপটপ, কোমরে বাঁধা ছিল নীল রঙের একটি সোয়েটার আর চোখে সানগ্লাস।

৩. বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 4/11 by Deya Das

ভারতবর্ষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল বিরাট- অনুষ্কা। তবে সেলিব্রিটি দম্পতি হলও তাদের পোশাক কিন্তু একদম সাদামাটা। সম্প্রতি বিমানবন্দরে দু’জনকে কালো জামা এবং সাদা জুতোতে দেখা যায়।

৪. দীপিকা পাড়ুকোন

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 5/11 by Deya Das

অভিনয় ছাড়াও দীপিকার ফ্যাশন পারফরমেন্সের উপর কিন্তু অনেকেই ফিদা। বিমানবন্দরের পোশাকও তার ব্যতিক্রম নয়। সাদা পশমের সোয়েটার, অফ হোয়াইট প্যান্ট সাথে খয়েরি হ্যান্ড ব্যাগ নিয়ে তাকে বিমান বন্দরে দেখতে পাওয়া যায়।

৫. কৃতি সানন

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 6/11 by Deya Das

বলিউডের আরেকটি জনপ্রিয় মুখ হল কৃতি সানন। তার অভিনয় দক্ষতা সবসময় মুগ্ধ করেছে দর্শকদের। ঠিক সেইভাবেই খোলা চুল এবং ঐতিহ্যময় পোশাকে কৃতিকে বিমানবন্দর দেখতে পাওয়া গেল।

৬. হৃত্বিক রোশন

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 7/11 by Deya Das

বলিউড ডান্স কিং হৃত্বিক রোশনও কিন্তু তার পোশাকের ব্যাপারে যথেষ্ট সংরক্ষণশীল। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাকে কালো বোম্বের জ্যাকেট, ছাই রঙের ডেনিম জিন্স আর খুব সাধারন একটি টি-শার্টের দেখা যায়।

৭. তাপসী পান্নু

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 8/11 by Deya Das

বেশ কিছুদিন আগেই মিশন মঙ্গল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নুকে মুম্বাই বিমানবন্দরে কালো ক্রপটপ আর কমলা রঙের বাঁধনি প্রিন্টের পালাজও এবং শ্রাগে দেখা যায়।

৮. করিনা কাপুর

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 9/11 by Deya Das

চলচ্চিত্র জগতের স্টাইলিশ করিনা আর বিমানবন্দরের যাত্রাকালীন করিনার পোশাকের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। খুব সাধারন একটি সালোয়ার কামিজের সঙ্গে ওড়না নিয়ে তিনি পাড়ি দিলেন অন্য দেশে।

৯. সোনাক্ষী সিনহা

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 10/11 by Deya Das

দাবাং ৩ নায়িকা সোনাক্ষী সিনহা লখনৌ চিকনের কাজ করা কুর্তি এবং সাদা প্যান্ট সঙ্গে ওড়না গায়ে এগিয়ে চললেন তার নিজের লক্ষ্যে।

১০. অনন্যা পান্ডে

Photo of বলিউড সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা... 11/11 by Deya Das

সাধারণ জীবনে অনন্যা পান্ডের পোশাক-পরিচ্ছদ বেশ জমকালো হলেও বিদেশ যাত্রার সময় তার পরনে ছিল কালো রংয়ের ক্রপটপ এবং কালো রিপাড জিন্স।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads