••••• সিরানকোঠি গাঁও -----
শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব ৬৭ কিলোমিটার এবং দার্জিলিং টাউন থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি উওরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ধুপি, পাইন এবং চা বাগানের মাঝে ঘেরা এই হোমস্টেটি। এমনই বহু প্রকৃতি প্রেমীদের আকর্ষণ হয়ে উঠেছে এর মুগ্ধতায়। এই গ্ৰামের সৌন্দর্যের স্বাদ নিতে নিতে আপনি হারিয়ে যাবেন কোন অজানা আস্তানায়। একদম কোলাহল মুক্ত পরিবেশ। তবে যে'সকল ভ্রমণপ্রেমীরা প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা অফবিট ঠিকানা হবে এই গ্ৰাম। সঙ্গে থাকবে হোমস্টের সুস্বাদু খাবার আর উষ্ম আতিথিয়তা। এবং ভোরবেলা বেড়িয়ে পড়ুন প্রিয়'জনের সাথে গ্রামের রাস্তা ধরে মর্নিং ওয়াকে। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে বশে চায়ের কাপে চুমুক দিতে দিতে এইরকম ছবির মতন যদি ভিউ পেয়েজান তাহলে মোন তো টানবেই প্রকৃতির কাছে।
★ হোমস্টের খরচ-খরচা
@১,৬৫০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ।
★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪০০০-৪৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।
Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 7278818206