বিদেশ ভ্রমণের কথা ভাবছেন? কম-বেশি ৫০,০০০ টাকায় এই দেশগুলো ভ্রমণ করে আসতে পারেন

Tripoto

নতুন বছরে নতুন দেশ ভ্রমণ ব্যাপারটা খুবই এক্সসাইটিং, তাই না? তবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য যে পরিকল্পনাটির প্রয়োজন সেটা কিন্তু দ্রুত শুরু করে দেওয়াই ভাল । কিন্তু এই পরিকল্পনা শুরু করার আগে একবার এই ব্লগটা চোখ বুলিয়ে নিন। আজ এই ব্লগে শুধু মাত্র আপনার মতো ভ্রমণপিপাসু মানুষদের জন্য রয়েছে মাত্র ৫০,০০০ টাকায় বিদেশ ভ্রমণের কয়েকটি অসাধারণ ঠিকানা। প্রত্যেকটা ডেস্টিনেশন কিন্তু ভারতের মাটিতে বসে প্ল্যান করা এবং বেড়িয়ে পড়া- দুটোই খুব সহজসাধ্য কাজ ।

১. ওমান:

Photo of Oman - Dubai - United Arab Emirates by Deya Das

আরবের এই প্রাচীন দেশের রাজধানী শহর মাস্কট কোনো একসময় দ্বিতীয় শ্রেষ্ঠ শহরের আখ্যায় ভূষিত ছিল । ওমান দেশটি পারসিয়ান গুল্ফের ঠিক পাশেই অবস্থিত ।

বিমান টিকিট :

আহমেদাবাদ থেকে বিমানে চেপে সরাসরি পৌঁছে যেতে পারেন ওমান । স্কাইস্ক্যানার থেকে টিকিট বুক করলে বিমানভাড়া মাত্র ৭,০২২ ( একদিকে যাওয়ার ভাড়া ) টাকা শুরু ।

প্রস্তাবিত সময়কাল: ৫ দিন ।

কী কী করবেন:

বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোর রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন, ডলফিন ট্যুর করে আসতে পারেন, পাখি শিকার এবং কচ্ছপ পর্যবেক্ষণ করতে পারেন ।

দর্শনীয় স্থান:

ওমানের দর্শনীয় স্থানগুলি হল - ওয়াদি বাণী, মাস্কট শহর, মিসফাত আল্ আবৃয়ীন, ওয়েস্টার্ন হাজার, নিজবা, মটত্রাহ, আল্ বাটিনঃ ।

প্রস্তাবিত হোটেল:

ওমানে আপনি বাসস্থান হিসেবে কনডমিনিয়ামের প্রাইভেট ঘরগুলোকে বেছে নিতে পারেন।

খরচ:

এই প্রাইভেট ঘরগুলোর রাত্রিবাসের খরচ ২৩৬০ টাকা ।

২. ইন্দোনেশিয়া:

Photo of Indonesia by Deya Das

ইন্দোনেশিয়া ভ্রমণের প্রধান আকর্ষণ হল এখানকার প্রসিদ্ধ দর্শনীয় স্থানগুলো । ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি হোক কিংবা ধর্মীয় স্থান, সমস্ত কিছুই পর্যটকরা প্রাণভরে উপভোগ করেন । এই দেশ ভ্রমণের আরেকটি সুবিধা হল, বিমানবন্দর পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আপনি ভিসা পেয়ে যাবেন ।

বিমান টিকিট:

আপনি যদি কোচি থেকে এই দেশের উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে আপনার খরচের অংশ অনেকটা কম হবে । স্কাইস্ক্যানার থেকে টিকিট বুক করলে একদিকে যাত্রার খরচ ৬,৬৩২ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল: ৪ দিন

কী কী করবেন:

ইন্দোনেশিয়ার মন্দির ভ্রমণ করে এই দেশের প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারেন। এছাড়াও আগ্নেয়গিরি পরিদর্শন করে আসতে পারেন, এই দেশের প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে স্থানীয় দর্শনীয় স্থানগুলোকে ভ্রমণ করতে পারেন । ইচ্ছা করলে ওয়াটার স্পোর্টসগুলো ট্রাই করে দেখতে পারেন।

দর্শনীয় স্থান

ইন্দোনেশিয়ার দর্শনীয় স্থানগুলো হল - বালি, পাঙ্গান্দারণ বিচ, টোবা, জাকর্তা,পাঙ্গান্দারণ শহর, ডেরায়ান দ্বীপপুঞ্জ, ওয়াকাটোবি, ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

ইন্দোনেশিয়াতে আপনি চার্মিং ভিলাতে থাকতে পারেন ।

খরচ

এই ভিলার রাত্রিবাসের খরচ ২,২৯১টাকা ।

৩. সিঙ্গাপুর

Photo of Singapore by Deya Das

সকল ভ্রমণপ্রিয় মানুষের জীবনে একবার এই চোখধাঁধানো শহরটির রূপ উপভোগ করা কিন্তু অবশ্যক। এই সুসজ্জিত দেশটি বিশ্বের পরিচ্ছন্নতম দেশ হিসেবেও পরিচিত ।

বিমান টিকিট

আপনি যদি চেন্নাই থেকে যাত্রা শুরু করেন তাহলে বিমানে একদিকে যাওয়ার খরচ ৫,২৬৬ টাকা থেকে শুরু । সিঙ্গাপুর থেকে ফেরার খরচ পড়বে ৭,৭৯২ টাকা । কম খরচে বিমানযাত্রা করতে চাইলে স্কাইস্ক্যানার এর সাহায্য নিতে পারেন ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন:

সিঙ্গাপুরে প্রকৃতি দর্শনের সঙ্গে সঙ্গেই কাছাকাছি দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে আসতে পারেন। এখানকার প্রসিদ্ধ গার্ডেন ফেস্টিভ্যাল পরিদর্শন করতে পারেন। তাছাড়াও, আর্ট এন্ড কালচারাল ট্যুর , ফুড ট্যুর এবং ওয়াইল্ডলাইফ ট্যুর করে পরিশেষে এখান থেকে স্মৃতিচিহ্ন এবং উপহার স্বরূপ অনেক কিছু জিনিস ক্রয় করতে পারেন।

দর্শনীয় স্থান:

এখানকার দর্শনীয় স্থানগুলি হল - ১০০০ আলোকের মন্দির, সিঙ্গাপুর ফ্লায়ার, মেরিলন পার্ক, ইস্তানা, হেলিক্স ব্রিজ, সিভিলিয়ান ওয়ার মেমোরিয়াল ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

সিঙ্গাপুরে আপনি ক্যাপসুল হোটেলে থাকতে পারেন ।

খরচ

হোটেলে রাত্রিবাসের খরচ ১৭১৮ টাকা ।

৪. ভুটান

Photo of Bhutan by Deya Das

হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অভূতপূর্ব নিদর্শন । এই ড্রাগন রাজার দেশটি রহস্য, ম্যাজিক, সৌন্দর্য সব কিছু মিলিয়ে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

সড়কপথে যাত্রা

শিলিগুড়ি থেকে প্রিপেইড ট্যাক্সি ভাড়া করে পৌঁছে যেতে পারেন ভুটান। ট্যাক্সির ভাড়া পরবে ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে। তবে শেয়ার গাড়ি বা বাসে চেপে এই দেশ ভ্রমণে গেলে আপনার খরচ অনেকটাই কম হবে ।

প্রস্তাবিত সময়কাল - ৬ দিন

কী কী করবেন

এখানে আপনি ট্রেক করে হিমালয়ের উদ্দেশ্যে বেড়িয়ে পড়তে পারেন । স্থানীয় দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে এই দেশের সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কিত অজানা তথ্য জেনে নিতে পারেন। আপনার যদি জীবজন্তু ভাল লাগে তাহলে তাহলে একটা ওয়াইল্ডলাইফ ট্যুরের প্ল্যান করতে পারেন।

দর্শনীয় স্থান

ভুটানের দর্শনীয় স্থানগুলো হল - ট্রোসা, ফুয়েন্টশোলিং, পুনাখা, ট্রাশীগাং, হা ভ্যালি, থিম্পু ইত্যাদি।

প্রস্তাবিত হোটেল

ভুটানে আপনি পেনরব বেড এন্ড ব্রেকফাস্টে রাত্রিবাস করতে পারেন।

খরচ

এই হোটেলটি তে রাত্রিবাসের খরচ ১৩৬০ টাকা।

৫. শ্রীলঙ্কা

Photo of Sri Lanka by Deya Das

আপনি কি জানেন ভারতের সাথে শ্রীলঙ্কার সংস্কৃতি, আবহাওয়া এবং ল্যান্ডস্কেপের কিন্তু গভীর সাদৃশ্য রয়েছে। বিদেশের মাটিতে দেশীয় স্বাদ পাওয়ার আনন্দটা কিন্তু বেশ সুন্দর একটা অনুভূতি ।

বিমান টিকিট

স্কাই স্ক্যানার-এর সাহায্যে চেন্নাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলে বিমান ভাড়া ৪,৪৭১ টাকা (একদিকে যাওয়ার খরচ ) থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৬ দিন

কী কী করবেন

শ্রীলঙ্কায় গিয়ে আপনি এখানকার প্রাচীন ঐতিহ্যগুলো পরিদর্শন করতে পারেন। তাছাড়াও, এখানকার ওয়াইল্ডলাইফ ট্যুর, আর্ট এন্ড কালচার ট্যুর এর স্বাদ নিতে পারেন। স্থানীয় মন্দিরগুলো ভ্রমণ করে শ্রীলঙ্কার ধর্ম এবং সংস্কৃতিকে উপভোগ করতে পারেন। উপকূলীয় অঞ্চলের অচেনা গাছগুলোর সঙ্গে সাক্ষাৎ পরিচয় করে আসতে পারেন।

দর্শনীয় স্থান

শ্রীলঙ্কার দর্শনীয় স্থানগুলো হল - কলম্বো, কিরিন্দা, সাবারাগামুয়া, গ্যালে, ক্যান্ডি, টিশ্যামহারাম, পাণ্ডুশ্বাসনুয়ারা, মাতারা, কাতারাগামা, ডাম্বডেনিয়া, যাপাহুয়া কুরুনেগালা ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

শ্রীলঙ্কায় ভ্রমণ কালীন বাসস্থান হিসেবে ভিলা নাইন ক্যান্ডিকে বেছে নিতে পারেন ।

খরচ

এই হোটেলের রাত্রিবাসের খরচ ১৫১৭ টাকা ।

৬. থাইল্যান্ড

Photo of Thailand by Deya Das

দক্ষিণ -পূর্ব এশিয়ার সমুদ্র বেষ্ঠিত এই দেশটি বর্তমানে পর্যটকদের প্রধান গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির উদ্দামতায় ভাসতে চাইলে কিংবা নাইট লাইফকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য থাইল্যান্ড আদর্শ।

বিমান টিকিট

জয়পুর থেকে থাইল্যান্ড এর উদ্দেশ্যে যাত্রা করলে আপনার যাওয়ার খরচ মাত্র ৬,০৩২ টাকা থেকে শুরু । বিমান ভাড়ায় অবিশ্বাস্য রকমের অফার পেতে স্কাই স্ক্যানার চেক করতে কিন্তু একদম ভুলবেন না ।

প্রস্তাবিত সময়কাল - ৬ দিন

কী কী করবেন

থাইল্যান্ড ভ্রমণে গিয়ে এলিফ্যান্ট ট্যুরিজম, ভাসমান মার্কেট ভ্রমণ এবং পরিশেষে স্মৃতিচিহ্ন হিসেবে স্থানীয় জিনিস ক্রয় করতে কিন্তু একদম মিস করবেন না।

দর্শনীয় স্থান

এখানে আপনি লুম্পিনী পার্ক, ফুকেট, বাট ফিরা কাও, শান্তিখিরি, তারুটাও ইত্যাদি পরিদর্শন করতে পারেন ।

প্রস্তাবিত হোটেল

ভ্রমণ কালীন বাসস্থান হিসেবে রুম উইথ টপ ভিউ হোটেলটিকে বেছে নিতে পারেন ।

খরচ

হোটেলে রাত্রিবাসের খরচ ১৭৭৪ টাকা ।

৭. ভিয়েতনাম

Photo of Vietnam by Deya Das

ভিয়েতনাম ভ্রমণের প্রধান বিষয়বস্তু কিন্তু রাজধানী শহর হানোই-এর ব্যাস্ততায় পরিপূর্ণ রাস্তায় ভ্রমণ কিংবা সাপা গ্রামের সিন্গ্ধতায় মুগ্ধ হওয়া ।

বিমান টিকিট

স্কাই স্ক্যানার এর সাহায্যে বিমান টিকিট করলে ব্যাঙ্গালুরু থেকে ভিয়েতনাম যাওয়ার খরচ ৮,০২৪ টাকা (একদিকের যাওয়ার খরচ ) থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৬ দিন

কী কী করবেন

এখানে আপনি প্রমোদতরী সহযোগে ভ্রমণ করতে পারেন, স্থানীয় মার্কেটগুলো পরিদর্শন করতে পারেন। তাছাড়াও রোমাঞ্চকর ভ্রমণের জন্য নৌকোবিহার করে দ্বীপপুঞ্জ গুলি ঘুরে আসতে পারেন অথবা ওয়াইল্ড লাইফ ট্যুর করতে যেতে পারেন। আর তার সাথে দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে আসতে পারেন ।

দর্শনীয় স্থান

ভিয়েতনামের দর্শনীয় স্থানগুলো হল - রাজধানী শহর হানোই, হা-লং বে, নাহ টাঙ্গ, হো চি মিন শহর, সাপা, মেকং এর ব-দ্বীপ অঞ্চল প্রভৃতি ।

প্রস্তাবিত হোটেল

হানোই-এ ইকো ফ্রেন্ডলি হোমস্টেতে রাত্রিবাস করতে পারেন ।

খরচ

এই হোটেলটির প্রতি রাতের ভাড়া ১৫৭৫ টাকা

৮. তুর্কি

Photo of Turkey by Deya Das

প্রাচীন ঐতিহাসিক দেশে ভ্রমণ করতে চাইলে আপনাকে তুর্কিতে স্বাগত। এখানে আপনি বাইজাইটাইন এবং ওতোমান সাম্রাজ্যের রাজধানী ইস্টানবুল শহরটি পরিদর্শন করতে পারেন । তাছাড়াও অঙ্করা, মারদিন, কোনয়া - তুর্কির বিখ্যাত শহরের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে আসতে পারেন ।

বিমান টিকিট

দিল্লি থেকে তুর্কি পৌঁছানোর ভাড়া ১১,৮৬৫ (শুধুমাত্র একদিকে যাওয়ার খরচ) টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৪ দিন

কী কী করবেন

তুর্কির সমুদ্রতীরে বসে প্রকৃতির রূপে মুগ্ধ হতে পারেন, বিলাসবহুল নৌকায় বসে অগণিত জলরাশির বুকে হারিয়ে যেতে পারেন, এছাড়াও ধর্মীয় এবং সাংস্কৃতিক ভ্রমণের অংশীদার হতে পারেন ।

দর্শনীয় স্থান

ইস্টানবুল, ট্রয়, এফেসুস, পামুক্কালে, ট্রাবজন ইত্যাদি স্থানগুলো ভ্রমণ করে আসতে পারেন ।

প্রস্তাবিত হোটেল

Airbnb থেকে আপনি এই দেশের যে কোনও স্থানে হোটেলে ভাড়া করে রাত্রিবাস করতে পারেন ।

খরচ

এখানে আপনি মাত্র ১২৮৯ টাকায় অনেক ভাল হোটেল পেয়ে যাবেন ।

৯. চিন

Photo of China by Deya Das

পূর্ব এশিয়াতে অবস্থিত বিশ্বের সবচেয়ে জনসংখ্যাবহুল দেশটিও কিন্তু ভ্রমণের জন্য প্রসিদ্ধ। চিনের প্রাচীন ইতিহাস এবং অজানা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আপনাকে এখানে অবশ্যই আসতে হবে ।

বিমান টিকিট

বিমান সহযোগে চেন্নাই থেকে চিন যাওয়ার খরচ ৮,৩০১টাকা (একদিকের খরচ) থেকে শুরু। বিমানের টিকিট সম্পর্কিত যাবতীয় তথ্য বিশদে জানতে চাইলে স্কাই স্ক্যানারের সাহায্যে নিতে পারেন ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

চিনের দর্শনীয় স্থান গুলি ভ্রমণ করার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানগুলো ভ্রমণ করতে কিন্তু একদম ভুলবেন না ।

দর্শনীয় স্থান

এখানে আপনি বেজিং, চ্যাং , যহেংজও, চোঙকিউগ, উহান, লুজহী, মেকাউ ইত্যাদি ঘুরে আসতে পারেন।

প্রস্তাবিত হোটেল

চিনের যে কোনও স্থানে আপনি ৫দিনে ৫০০০ টাকার ও কমে হোটেল পেয়ে যাবেন ।

১০. মালদ্বীপ

Photo of Maldives by Deya Das

বর্তমান সময়ে সমস্ত পর্যটকের কাছে মালদ্বীপ দেশ চিত্তাকর্ষক হয়ে উঠেছে। তবে এখানে নীল সাগরের জলে ভেসে যাওয়া ছাড়াও ভাসমান হোটেলে রাত্রিবাস করাটাও কিন্তু বেশ রোমান্টিক।

বিমান টিকিট

তিরুবান্তপুরম থেকে বিমান সহযোগে যাত্রা করলে টিকিট ভাড়া ৪,৫১৩ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৬ দিন

দর্শনীয় স্থান

মালদ্বীপের প্রসিদ্ধ ভ্রমণ স্থান গুলি হলো - উঠেমু গান্ডুভারু, বিয়াধও দ্বীপের রিসোর্ট, হুকুরু মিসকিয় (এটি এই দেশের প্রাচীন মসজিদ), বানানা রীফ, ব্লু -ট্রাইব মুফুশী ।

প্রস্তাবিত হোটেল

মালদ্বীপে অনেক ধরণের হোটেলে উপলব্ধ আছে। হোটেলে গুলির ভাড়া ২৫০০ টাকা থেকে শুরু ।

১১. আরব

Photo of Saudi Arabia by Deya Das

বর্তমানে সবচেয়ে বিলাসবহুল দেশ আরব (UAE) সমগ্র বিশ্বের পর্যটকদের নজর কেড়েছে । আর এই দেশ ভ্রমণে গিয়ে দুবাই পরিদর্শন করতে কিন্তু একদম ভুলবেন না।

বিমান টিকিট

স্কাই স্ক্যানার সহযোগে কোচি থেকে বিমানের টিকিট কাটলে আপনার খরচ পড়বে ৬,৮৯২ টাকা ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

UAE তে লাক্সরি ট্যুর এবং বিসনেস ট্যুর এর সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং ওয়াটার স্পোর্টসগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এই দেশে মরুভূমি সাফারি করে এখানকার মরু অঞ্চল কে উপভোগ করতে পারেন। আর ফেরার সময় এখান থেকে অনেক শপিং করে ফিরতে পারেন।

দর্শনীয় স্থান

আরবের বিখ্যাত দর্শনীয় স্থান গুলি হলো - দুবাই, আবু ধাবি, শারজাহ ।

প্রস্তাবিত হোটেল

UAE ভ্রমণে গিয়ে বাসস্থান হিসেবে রুম-অন-দ্য-বিচ হোটেলটিকে বেছে নিতে পারেন ।

খরচ

এই হোটেলে প্রতি রাতে থাকার খরচ ১৪৩২ টাকা ।

১২. মালয়েশিয়া

Photo of Malaysia by Deya Das

দক্ষিণপূর্ব এশিয়ার এই সুসজ্জিত দেশটিতে পর্যটকদের আকর্ষনের মুখ্য উদ্দেশ্য হলো সমুদ্র সৈকত, এবং রেইন ফরেস্টে ।

বিমান টিকিট

কোচি থেকে কুয়ালা লামপুর যেতে আপনার খরচ পড়বে ৩,৫৭৮ টাকা। বিশদে জানতে স্কাই স্ক্যানার চেক করতে পারন ।

প্রস্তাবিত সময়কাল - ৬ দিন

কী কী করবেন

এখানে আপনি প্রকৃতিকে উপভোগ করা ছাড়াও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে এই দেশের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন। নতুন জীবের সঙ্গে পরিচয় করতে চাইলে ওয়াইল্ডলাইফ ট্যুর করতে পারেন। পরিশেষে স্মৃতিচিহ্ন হিসেবে স্থানীয় জিনিস ক্রয় করতে পারেন।

দর্শনীয় স্থান

মালয়েশিয়ার দর্শনীয় স্থান গুলি হলো - মিরি, কাঙার, কুয়ালা লামপুর, লাবুয়ান, পাংঙ্কর, রেড্যাং দ্বীপপুঞ্জ, সারাওয়াক, রানটাও আবাং দ্বীপপুঞ্জ, কাপাস দ্বীপপুঞ্জ ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরের এপার্টমেন্ট ইন কুয়ালালামপুর কে ভ্রমণকালীন বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন ।

খরচ

এই এপার্টমেন্ট এ রাত্রিবাসের খরচ ১,০০২ টাকা ।

১৩. নেপাল

Photo of Nepal by Deya Das

বিমান টিকিট

স্কাই স্ক্যানার সহযোগে দিল্লি থেকে বিমান যাত্রার খরচ ৫,০২৬ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কূী করবেন

নেপালের দর্শনীয় স্থান ভ্রমণ করে এই দেশের ধর্ম এবং সংস্কৃতির অজানা তথ্য জেনে নিতে পারেন। এই দেশের প্রকৃতিকে উপভোগ করতে পারেন । অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোতে অংশগ্রহণ করতে পারেন।

প্রস্তাবিত হোটেল

নেপালে আপনি পিপল-ট্রি বেড এন্ড ব্রেকফাস্ট নামক হোটেলে থাকতে পারেন ।

খরচ

এই হোটেলে রাত্রিবাসের খরচ ৮৫৯ টাকা ।

১৪. কেনিয়া

Photo of Kenya by Deya Das

বিমান টিকিট

স্কাই স্ক্যানার এর সাহায্যে টিকিট কেটে মুম্বাই থেকে যাত্রা করলে বিমান ভাড়া ৯,৪৭৫ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

কেনিয়ার বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্রমণ করে প্রকৃতির এবং বন্যপ্রাণের সাথে আলাপ করে আসতে পারেন। স্থানীয় বিপণী থেকে কেনাকাটা করতে পারেন। দর্শনীয় স্থান ভ্রমণ করে এই দেশের সংস্কৃতিকে জেনে নিতে পারেন। ওয়াটার স্পোর্টস গুলিতে অংশগ্রহণ করতে পারেন।

দর্শনীয় স্থান

কেনিয়ার দর্শনীয় স্থানগুলো হল - মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ, মাউন্ট কেনিয়া, লামু দ্বীপপুঞ্জ, নাইরোবি ন্যাশনাল পার্ক, নকরু লেক, সম্বরু ন্যাশনাল রিজার্ভ, মালিন্দী ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

কেনিয়াতে ভ্রমণকালীন বাসস্থান হিসেবে সেফ এস্টেট কে বেছে নিতে পারেন ।

খরচ

এই হোটেলে প্রতি রাতে থাকার খরচ ৭৮৭ টাকা ।

১৫. কম্বোডিয়া

Photo of Cambodia by Deya Das

বিমান টিকিট

স্কাই স্ক্যানার সহযোগে কলকাতা থেকে যাত্রা করলে খরচ শুধু মাত্র যাওয়ার খরচ পড়বে ৭,৩৩৩ টাকা ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

দর্শনীয় স্থান ভ্রমণ করে এই দেশের ধর্ম এবং সংস্কৃতিকে উপভোগ করতে পারেন ।

দর্শনীয় স্থান

এখানে ভ্রমণে গিয়ে আপনি আঙ্কর ভাট, সিলভার পাগোদা, কোহ কের, বয়ন ট্রি, টোনলে সপ্, প্রেহা বিহেয়ার ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

ভ্রমণকালীন বাসস্থান হিসেবে মডার্ন ষ্টুডিয়োকে বেছে নিতে পারেন ।

খরচ

এই হোটেলে রাত্রি বাসের খরচ - ১৭৬৫ টাকা ।

১৬. মায়ানমার (বর্মা )

Photo of Myanmar (Burma) by Deya Das

বিমান টিকিট

কলকাতা থেকে বিমানে যাত্রা করলে যাওয়ার খরচ ৫,৬০৮ টাকা থেকে শুরু। টিকিট সম্পর্কিত তথ্য জানার জন্য স্কাই স্ক্যানারের সাহায্যে নিতে পারেন।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

এয়ার বেলুন সহযোগে আকাশে ভ্রমণ করতে পারেন, প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করতে পারেন, দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে এই দেশের ইতিহাস এবং সংস্কৃতির অনেক তথ্য জেনে নিতে পারেন । স্থানীয় বিপণী থেকে শপিং করতে পারেন ।

দর্শনীয় স্থান

মায়ানমারে ইয়াঙ্গন, বাগান, মণ্ডলয়, গোল্ডেন রক পাগোদা, ক্যাইং টং, মনেইওয়া, পুটাও, ন্যাগউই সৌঙ্গ বিচ পরিদর্শন করে আসতে পারেন ।

প্রস্তাবিত হোটেল

এখানে আপনি স্টে উইথ আ লোকাল হোটেলে থাকতে পারেন ।

খরচ

হোটেলে প্রতি রাতের খরচ ১,১৪৫ টাকা ।

১৭. জাপান

Photo of Japan by Deya Das

বিমান টিকিট - স্কাই স্ক্যানারের সাহায্যে ৪-৫ মাস আগে থেকে টিকিট কাটলে এবং চেন্নাই থেকে যাত্রা করলে বিমান ভাড়া ৯,৩৯৪ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

জাপানের দ্বীপপুঞ্জগুলো ঘোরার প্ল্যান করতে পারেন, স্থানীয় মন্দির ভ্রমণ করতে পারেন, জাপানের প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতিকে উপভোগ করতে পারেন ।

দর্শনীয় স্থান

জাপানের বিখ্যাত ভ্রমণ স্থানগুলো হল - টোকিও, কয়তো, নিসেকো, স্কি, নিক্ক, মাগমে, তাকায়ামা ইত্যাদি ।

প্রস্তাবিত হোটেল

জাপানে স্টে ইন জাপানে আপনি ৫ দিনে ৭,০০০টাকার মধ্যে রাত্রি বাস করতে পারেন। হোটেল সম্পর্কিত আরও তথ্য জানতে Airbnb র সাহায্যে নিতে পারেন ।

১৮. রাশিয়া

Photo of Russia by Deya Das

বিমান টিকিট

স্কাই স্ক্যানারের সাহায্যে ৩- ৪ মাস আগে থেকে টিকিট কাটলে এবং নিউ দিল্লি থেকে যাত্রা করলে বিমান ভাড়া ১০,৭০১ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

প্রকৃতি উপভোগ করার সাথে সাথে দর্শনীয় স্থান ভ্রমণ করে এখানকার সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে নিতে পারেন ।

দর্শনীয় স্থান

এখানে আপনি সেন্ট পিটার্সবুর্গ, মস্কো, কাজান, সমরা, নোভোসিবির্শক, কালিনিঙ্গার্ড ভ্রমণ করে আসতে পারেন ।

প্রস্তাবিত হোটেল

রাশিয়াতে আপনি রুম ইন সেন্ট্রাল মস্কো নামক হোটেলে রাত্রিবাস করতে পারেন ।

খরচ

এই হোটেলে রাত্রিবাসের খরচ ১,১৭২ টাকা ।

১৯. বাংলাদেশ

Photo of Bangladesh by Deya Das

বিমান টিকিট

স্কাই স্ক্যানার সহযোগে টিকিট কেটে যাত্ৰা করলে বিমান ভাড়া ৪,১৮০ টাকা থেকে শুরু ।

প্রস্তাবিত সময়কাল - ৫ দিন

কী কী করবেন

বাংলাদেশের প্রকৃতিকে উপভোগ করতে পারেন, তাছাড়াও দর্শনীয় স্থান ভ্রমণ করে এই প্রতিবেশী দেশের সংস্কৃতিকে জেনে নিতে পারেন ।

দর্শনীয় স্থান

সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, কক্স বাজার, বাগেরহাট, নাফা-খুম ।

প্রস্তাবিত হোটেল

Airbnb থেকে হোটেল ভাড়া করলে এখানে আপনি ৫,০০০ টাকায় ৫ দিন থাকতে পারেন ।

ভ্রমণ সম্পর্কে কয়েকটি কথা -

১.ভ্রমণের জন্য অর্থের প্রয়োজন, আর তাই অর্থ সাশ্রয় করা আবশ্যক। আপনার নিত্য নৈমিত্তিক জীবন যাপনের খরচের একটা তালিকা তৈরী

করে নিন। আর সেই তালিকা থেকে অতিরিক্ত খরচ কিছুটা লাঘব করতে পারলেই কিন্তু অনেকটা অর্থ আপনি সাশ্রয় করতে পারবেন ।

২. অর্থ সাশ্রয় করার সাথে সাথেই কিছু ট্রাভেল ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই ক্রেডিট কার্ডের বোনাস পয়েন্ট গুলি একত্রিত করে বিনামূল্যে আপনি হোটেলে ভাড়া অথবা বিমানের টিকিট কেটে নিতে পারেন।

৩. অনেক সময় ট্রাভেল কোম্পানির সাইট থেকে হোটেল ভাড়া বা বিমান টিকিট কাটলে দেখা যায় ভ্রমণের জন্য অনেক টাকা চার্জ করে, সেই দিকে নজর রাখা প্রয়োজন।

৪. স্কাই স্ক্যানারের মতো কিছু অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন এবং এই অ্যাপ-এর মধ্যরাত্রির অফারগুলি ট্রাই করে দেখতে পারেন ।

এই অফারগুলো আপনার অনেকটা অর্থ সাশ্রয় করে দিতে পারে।

৫.কোনো একটি বিমান কোম্পানি থেকে রাউন্ড ট্রিপ না করে, দুইটি আলাদা বিমান কোম্পানি থেকে যাওয়া এবং ফেরার টিকিট কাটলে অনেকটা টাকা খরচের হাত থেকে বাঁচাতে পারেন ।

৬.বিমান কোম্পনিগুলোর নিজস্ব অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে নিন ।

৭. তাছাড়াও, Airbnb, ট্রিপভিলা, হোস্টেলবুকর্স, হোস্টেলওয়ার্ল্ড, ভেকেশন রেন্টালস, হোস্টেলস.ইন, হোমস্টে.ইন ইত্যাদি অ্যাপ গুলিও ডাউনলোড করুন এবং এই অ্যাপগুলির অফার নজরে রাখুন ।

৮. আপনি কি জানেন বিশ্বের যে কোনো স্থানে মাত্র ১০ডলার খরচ

করে হোস্টেলে রাত্রিবাস করতে পারেন?

৯. টুইটারের লাকি উইনার প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহন করতে পারেন এবং খুব সহজে ডিসকাউন্ট কুপন জিতেও যেতে পারেন ।

১০. লাস্ট মিনিট ডিল গুলির ব্যবহার করার জন্য আপনার পাসপোর্ট এর একটি পাতা খালি রাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না।

১১.আর অবশ্যই মাথায় রাখবেন, বৈধ ভিসার সাহায্যে কিন্তু আপনি অনেক জায়গা ভ্রমণ করতে পারেন ।

১২.ডিসকাউন্ট কুপনের জন্য ট্রাভেল এবং ফ্লাইট লয়ালিটির অনুষ্ঠানগুলোর সদস্য হতে পারেন।

১৩. কোনো দেশের অফ সেশন এ ভ্রমণ করলে অর্থ সাশ্রয়ের সাথে সাথেই নিলিবিলিতে সেই দেশ কে মনভরে উপভোগ করতে পারেন ।

১৪.ট্রাভেল কোম্পানির ওয়েবসাইটগুলো, কুকি ব্যাবহার করে ভাড়া অনেকটা বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে ইনকগনিটো মোড ব্যাবহার করে টিকিট বা হোটেলে ভাড়া করতে পারেন ।

সাধারণ মানুষের মতো বিদেশের মাটিতে ঘোরার মধ্যে কিন্তু অন্য রকমের আনন্দ আছে। নতুন বছরে নতুন দেশ ভ্রমণের স্বাদ আহরণ করতে আপনি তৈরি তো? আমাদের লিখে জানান ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads

Related to this article
Weekend Getaways from Dubai,Places to Stay in Dubai,Places to Visit in Dubai,Things to Do in Dubai,Dubai Travel Guide,Things to Do in United arab emirates,Places to Stay in United arab emirates,Places to Visit in United arab emirates,United arab emirates Travel Guide,Things to Do in Indonesia,Places to Stay in Indonesia,Places to Visit in Indonesia,Indonesia Travel Guide,Places to Visit in Singapore,Weekend Getaways from Singapore,Places to Stay in Singapore,Things to Do in Singapore,Singapore Travel Guide,Things to Do in Bhutan,Places to Stay in Bhutan,Places to Visit in Bhutan,Bhutan Travel Guide,Things to Do in Sri lanka,Places to Stay in Sri lanka,Places to Visit in Sri lanka,Sri lanka Travel Guide,Things to Do in Thailand,Places to Stay in Thailand,Places to Visit in Thailand,Thailand Travel Guide,Things to Do in Vietnam,Places to Stay in Vietnam,Places to Visit in Vietnam,Vietnam Travel Guide,Things to Do in Turkey,Places to Stay in Turkey,Places to Visit in Turkey,Turkey Travel Guide,Things to Do in China,Places to Stay in China,Places to Visit in China,China Travel Guide,Things to Do in Maldives,Places to Visit in Maldives,Places to Stay in Maldives,Maldives Travel Guide,Things to Do in Saudi arabia,Places to Stay in Saudi arabia,Places to Visit in Saudi arabia,Saudi arabia Travel Guide,Things to Do in Malaysia,Places to Stay in Malaysia,Places to Visit in Malaysia,Malaysia Travel Guide,Things to Do in Nepal,Places to Stay in Nepal,Places to Visit in Nepal,Nepal Travel Guide,Things to Do in Kenya,Places to Stay in Kenya,Places to Visit in Kenya,Kenya Travel Guide,Things to Do in Cambodia,Places to Stay in Cambodia,Places to Visit in Cambodia,Cambodia Travel Guide,Places to Stay in Japan,Places to Visit in Japan,Things to Do in Japan,Japan Travel Guide,Things to Do in Bangladesh,Places to Stay in Bangladesh,Places to Visit in Bangladesh,Bangladesh Travel Guide,