গুজরাটের বিখ্যাত ন্যাশনাল পার্ক হল - গির ন্যাশনাল পার্ক। আর এই ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণীয় বিষয়বস্তু হল - এশিয়াটিক সিংহ। আপনি যদি পশুপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে এই বিলুপ্ত প্রায় সিংহ দর্শন করে আসতে পারেন।
অবস্থান - গির ন্যাশনাল পার্কটি গুজরাটের জুনাগড় জেলার দক্ষিণ পূর্বে প্রায় ৭২কিমি অদূরে অবস্থিত। শাসান গির অভয়ারণ্যটি ১৪১২ বর্গ কিমি অঞ্চল জুড়ে গঠিত।
গিরের অভয়ারণ্যের ইতিহাস
১৮৯৩ সালে এই এশিয়াটিক সিংহের সংখ্যা ছিল মাত্র ১৮ টি এবং এই বিলুপ্তপ্রায় সিংহগুলি শুধুমাত্র পশ্চিম এবং মধ্য এশিয়ায় দেখা পাওয়া যেত। এই বিলুপ্তির কথা জেনে ১৯৭০ সালে ওয়াইল্ডলাইফ অর্গানিজেশন এশিয়াটিক সিংহদের রক্ষার জন্য একটি অভয়ারণ্য নির্মাণ করার কথা পরিকল্পনা করেন। এর আগে জুনাগড়ের নবাব এই সিংহগুলি রক্ষার দায়িত্ব নেন। কিছুদিন পর গুজরাট সরকার কর্তৃপক্ষ এশিয়াটিক সিংহগুলি রক্ষার দায়ভার নেন। ১৯৬৫ সালে গির সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হয় এবং ১৯৭৫ সালে এই সংরক্ষণ কেন্দ্র অভয়ারণ্যে পরিণত হয়। অন্যদিকে ধীরে ধীরে এই বিলুপ্তপ্রায় সিংহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮৪ টি। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী গির অভয়্যারণ্যে মোট সিংহের সংখ্যা ছিল ৬৭৪ টি।
কী কী দেখবেন?
১. গির অভয়্যারণ্যে দর্শনীয় বিষয়বস্তু হল - এশিয়াটিক সিংহ। আফ্রিকার পর একমাত্র এখানেই আপনি সামনাসামনি সিংহের সঙ্গে আলাপচারিতা করতে পারবেন।
২. এখানে প্রায় ২০০ টি প্রজাতির পাখির সন্ধান পাওয়া যায়। এগুলির মধ্যে অনেক বিলুপ্ত প্রায় পাখিও রয়েছে।
৩. এই অভয়ারণ্যতে অনেক ধরণের গাছ রয়েছে। তবে এই গাছগুলি আকারে বেশ ছোট, মূলত এখানে কাঁটা জাতীয় গাছই লক্ষণীয়।
৪. শাসান গির অরণ্যে ৪০ প্রজাতির সরীসৃপ রয়েছে। এখানে কুমির, কিং কোবরা, ক্রাইট, রাসেল ভিপার ইত্যাদি সরীসৃপের দেখা পাওয়া যায় ।
কোথায় থাকবেন?
গিরে রাত্রিবাসের জন্য বেশ অনেকগুলি হোটেল উপলব্ধ রয়েছে। ভ্রমণে গিয়ে আপনি যদি লাক্সরিভাবে থাকতে চান তাহলে গির জঙ্গল লজ, সভাজ রিসোর্ট, অনিল ফার্ম হাউস, আমিধারা রিসর্টকে বেছে নিতে পারেন। এই হোটেলগুলিতে রাত্রিবাসের খরচ - ৫০০০- ৭০০০ টাকা। আর কম বাজেটের হোটেলে রাত্রিবাসের জন্য হোটেল উমাং কে বেছে নিতে পারেন। এই হোটেলে রাত্রিবাসের খরচ - ১২০০ - ২০০০ টাকা।
কখন যাবেন?
গির অভয়ারণ্য ভ্রমণের শ্রেষ্ঠ সময় ডিসেম্বর থেকে মার্চ। প্রসঙ্গত জানিয়ে রাখি , বর্ষাকালীন সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অভয়ারণ্যটি বন্ধ থাকে।
গিরে সাফারির সময় - সকালে ৬.৪৫ থেকে ৯.৪৫ এবং ৮.৩০ থেকে ১১.৩০।
এই অভয়ারণ্যে সাফারি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে - girnatinalpark.in এই ওয়েবসাইটে ক্লিক করুন।
অ্যাডভেঞ্চারকে উপলব্ধি করতে এবং বিলুপ্তপ্রায় সিংহের সঙ্গে পরিচয় করতে ঘুরেই আসুন গির ন্যাশনাল পার্ক।