প্রত্যেক মানুষেরই বিদেশের পরিবেশ, আবহাওয়া, সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে বিশদে জানার সুপ্ত একটা ইচ্ছা থাকেই| আর সেই আগ্রহ থেকেই মনের মধ্যে ধীরে ধীরে সেই দেশ ভ্রমণের ইচ্ছাটা জেগে ওঠে | কিন্তু বিদেশ ভ্রমণের ইচ্ছা হলেই তো বেড়িয়ে পড়া যায় না, তার জন্য প্রয়োজন একটা সুদূর প্রসারী প্ল্যান| বিশেষত খরচের কথা মাথায় আসা মাত্র সমস্ত প্ল্যান জাস্ট উধাও হয়ে যায় | তাই তো?
আপনার মতো ভ্রমণ প্রিয় মানুষের জন্যই আজ এই ব্লগ-এ রয়েছে বিদেশ ভ্রমণের কয়েকটা শ্রেষ্ঠ ঠিকানা | আর এই ভ্রমণের জন্য আপনার সুদূরপ্রসারী চিন্তা ভাবনার ও প্রয়োজন হবে না | প্রত্যেকটি ভ্রমণের খরচ, ভারতীয় মুদ্রার খরচের তুলনায় অনেকটাই কম | তাই সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে বেড়িয়েই পড়ুন নতুন দেশের সন্ধানে |
১. নেপাল:
আপনার বিদেশ যাত্রার প্রথম গন্তব্য যদি কোনও প্রতিবেশী দেশ হয়, আর একই সঙ্গে সেই দেশটি যদি হিমালয়ের কোলে হয়, তাহলে তার চেয়ে ভাল বিদেশ ভ্রমণ অন্য কিছু হতে পারে না | শহুরে কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে আপনার ভ্রমণের মধুর দিনগুলো কাটাতে করতে চাইলে নেপালের থামেল সেন্টার এর অদূরে শান্তপ্রিয়, নিস্তব্ধ জায়গাটি কে বেছে নিতে পারেন |
দর্শনীয় স্থান:
নেপালের বিখ্যাত ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- পশুপতিনাথ মন্দির, বুদ্ধ মন্দির, শম্ভুনাথ মন্দির, এছাড়াও রয়েছে থামেল এবং পোখরা শহর |
কোথায় থাকবেন:
বাসস্থান হিসেবে আপনি হোটেল নেপালায়াকে বেছে নিতে পারেন |
খরচ:
হোটেল টি তে রাত্রিবাসের খরচ ২০০০ টাকার ও কম|
বিদেশে পৌঁছে স্থানীয় মানুষের জীবন ধারা উপভোগের সঙ্গে সঙ্গে স্থানীয় যানবাহন সহকারে বিদেশ সফরটা সম্পন্ন করতে চাইলে চলে আসুন শ্রীলঙ্কা | এখানে যানবাহন যথেষ্ট সহজলভ্য; তাছাড়া এই পাবলিক ট্রান্সপোর্ট সহযোগে ভ্রমণ করলে আপনার খরচটাও অনেকটাই সাশ্রয় হবে|
দর্শনীয় স্থান:
শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ, জেটোয়িং লাইট হাউস, ঊনায়াতুন বিচ টুথ রেলিকের মন্দির, লুনুগঙ্গা, কলম্বো, বেন্টটা, ক্যান্ডি ইত্যাদি পরিদর্শন করতে কিন্তু একদম ভুলবেন না |
কোথায় থাকবেন:
বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন ব্লু হ্যাভেন গেস্ট হাউস |
খরচ:
এই হোটেলে রাত্রিবাসের খরচ ২০০০ টাকার মধ্যে |
ইতিহাস ও পুরাতত্ত্ব ভিত্তিক বৈদেশিক ভ্রমণ করতে চাইলে আপনি চলে আসতে পারেন কম্বোডিয়া | প্রসঙ্গত জানিয়ে রাখি, এই দেশের আঙ্কোর শহরটিতে ভ্রমণকারীদের জন্য তেমন কোনও হোটেলের ব্যবস্থা নেই |তাই পর্যটকরা সাধারণ সিম রিপ শহরটিকেই বেছে নেন ভ্রমণকালীন বাসস্থান হিসেবে | আর এখান থেকেই পুরো দেশটি পরিদর্শন করেন |
দর্শনীয় স্থান:
কম্বোডিয়ার প্রসিদ্ধ ভ্রমণ স্থানগুলো হল - আঙ্কোর ভাট, দ্য বায়ণ, সিম রিপ, কে, ক্যামপং চাম, ক্র্যাতি, ফনোম পেনহ, কিলিং ফিল্ডস |
কোথায় থাকবেন:
কম্বোডিয়ায় বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন গ্রিন লিফ বুটিক হোটেল |
খরচ:
এখানের ভিলাগুলোতে থাকার খরচ ৪০০০ টাকার মধ্যে |
প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও এই দেশটি রাতের অন্ধকারে কিন্তু বেশ ভয়াবহ | তাই এই দেশ ভ্রমণের প্রারম্ভে কয়েকটি নির্দিষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত | বিশেষত লা পেজ অঞ্চলটি পর্যটকদের জন্য বিপজ্জনক | এখানে পর্যটকদের একাকী ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া এক্কেবারেই অনুচিত | বলিভিয়া ভ্রমণের জন্য সালার ও সুক্রে অঞ্চলের হোটেলগুলোকে ভ্রমণকালীন বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন |
দর্শনীয় স্থান:
বলিভিয়ার তারাবুকো, ইসলা ডেল পেস্ক্যাডো , সালার দে উয়ুনী , বলিভিয়ান মালভূমি অঞ্চল , লেগুনা কালোরান্দা, তিতিকাকা লেক এবং লা পেজ অঞ্চলটি পরিদর্শন করতে অবশ্যই ভুলবেন না |
কোথায় থাকবেন:
বলিভিয়ার বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন কাসা আন্দেস্ হাউস - বি এন্ড বি হোটেলটিকে |
খরচ:
এই হোটেলে রাত্রিবাসের খরচ ও ২০০০ টাকার মধ্যে |
এশিয়ার এই দ্বীপপুঞ্জটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যশালী সংস্কৃতির ভাণ্ডারে পরিপূর্ণ |ইন্দোনেশিয়ার সুপ্রসিদ্ধ জলজ জীবনযাত্রা পরিদর্শন করতে পৌঁছে যেতে পারেন কোপ্পোসং দ্বীপপুঞ্জ | আর এই অঞ্চল থেকে স্কুবা ডাইভিং করে জলজ প্রাণের সাথে সাক্ষাৎ পরিচয়ও করে আসতে পারেন |
দর্শনীয় স্থান:
ইন্দোনেশিয়ার দর্শনীয় ভ্রমণ স্থান গুলি হলো - জাকার্তা শহর, বরোবুদুর শহর ও বরোবুদুর মন্দির, বার্নেও ট্রেইল, কেরাটোন, তামাং সারি, কোমোডো দ্বীপপুঞ্জ, পিঙ্ক বিচ ইত্যাদি |
কোথায় থাকবেন:
কোয়েস্ট হোটেল কুতা নামক হোটেলটিকে রাত্রিবাসের জন্য বেছে নিতে পারেন |
খরচ:
এই হোটেলে রাত্রিবাসের খরচ ২০০০ টাকার মধ্যে |
চিন ও রাশিয়ার সীমান্তে অবস্থিত এশিয়ার এই দেশটির নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে | ইতিহাস ও প্রাকৃতিক শোভায় সজ্জিত এই ল্যান্ডলক দেশটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে |
দর্শনীয় স্থান:
মঙ্গোলিয়ার বিখ্যাত ভ্রমণ স্থানগুলো হল - ওরগ নূরু, গাচ্ছেন লামা মনেস্ট্রি, অর্খন ভ্যালি, ন্যাচারাল ও হিস্টরিকাল রিসার্ভ, খাঙ্গাই পাহাড়, তস্ৎসিন নদী, এবং রাজধানী শহর উলানবাতার |
কোথায় থাকবেন:
রাত্রিযাপনের জন্য বেছে নিতে পারেন দানিস্তা নোমাডস ট্যুর হোস্টেলকে |
খরচ:
এই হোটেলে রাত্রিবাসের খরচ ১৫০০ টাকার মধ্যে |
একাকী কোনও প্রাচীন দেশ ভ্রমণের জন্য চলে আসতে পারেন ভিয়েতনামে | পুরনো এবং বড় শহরগুলোর আনাচে কানাচে ঘুরে জেনে নিতে পারেন আধুনিক ইতিহাসের অনেক অজানা তথ্য | এই শহরগুলো এখানে “৩৬ স্ট্রিট” নামে পরিচিত |
দর্শনীয় স্থান:
ভিয়েতনামের হালং বে, দ্য নাং, হই অন, হো চি মিন শহর, ফু কোক ইত্যাদি জায়গাগুলো অবশ্যই ভ্রমণ করবেন |
কোথায় থাকবেন:
এখানকার সায়গন বালো হোটেল টিকে বেছে নিতে পারেন রাত্রিযাপনের জন্য |
খরচ:
১০০০ টাকা বা তার কমে ও ভালো হোটেল পেয়ে যাবেন |
পার্বত্য অঞ্চলের অকৃত্রিম সৌন্দর্য ও ঐতিহ্যশালী সংস্কৃতির দর্শন করতে চাইলে পৌঁছে যেতে পারেন লাওস | দক্ষিণপূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটিতে ভ্রমণের উপযুক্ত সময় হল নভেম্বর থেকে মার্চ মাস| এই সময়ে হালকা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা অনেকটাই কম থাকে, তাই পর্যটকরা এই সময়টিকে লাওস ভ্রমণের শ্রেষ্ঠ সময় হিসেবে বেছে নিয়েছেন |
দর্শনীয় স্থান:
লাওস-এর প্রসিদ্ধ ভ্রমণ স্থানগুলো হল - ফা দ্যট লুয়াং, মিকং নদী, থাম পৌখাম গুহা, লুয়াং প্রবাং এবং রাজধানী শহর ভিয়াততিয়ান|
কোথায় থাকবেন:
সাও সিইং মৌয়ান হোটেলটিকে রাত্রিবাসের জন্য বেছে নিতে পারেন |
খরচ:
হোটেলের খরচ ২০০০ টাকার মধ্যে |
জিম্বাবুয়ে দেশটি আফ্রিকার বন্যপ্রাণ ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য পরিচিত |
দর্শনীয় স্থান:
জিম্বাবুয়ে-এর দর্শনীয় ভ্রমণ স্থান গুলি হলো - ভিক্টোরিয়া জলপ্রপাত, বুলাওয়ায়, মাসউইংও, কানামারা এবং রাজধানী শহর হারারে |
কোথায় থাকবেন:
‘পুমেলা লজ’ নামক হোটেলে থেকে এই দেশটি ভ্রমণ করতে পারেন |
খরচ:
এই লজের খরচ প্রায় ২৫০০ টাকার মধ্যে |
পূর্ব আফ্রিকা মহাদেশের অবস্থিত তানজানিয়া দেশটিও বন্যপ্রাণ সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত রোমাঞ্চপ্রিয় মানুষ এই দেশ ভ্রমণে গিয়ে KRUGER ন্যাশনাল পার্ক-এর জঙ্গল সাফারিটি একদম মিস করবে না | প্রসঙ্গত জানিয়ে রাখি, এই সাফারি তে সব বয়সী মানুষ অংশগ্রহণ করতে পারেন |
দর্শনীয় স্থান:
তাঞ্জানিয়া র দর্শনীয় স্থান গুলি হলো - KRUGER ন্যাশনাল পার্ক, সাম্বুরু ন্যাশনাল রিসার্ভ, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক, ক্লাসিক সঙ্গে স্টাইলস হাট, লোরিয়ান সোয়াম্প , এবং আফ্রিকার বিখ্যাত পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো |
কোথায় থাকবেন:
হোয়াইট হাউস অফ তানজানিয়া হোটেলটিকে রাত্রিযাপনের জন্য বেছে নিতে পারেন |
খরচ:
হোটেলটির খরচ ২৫০০ বা তারও কম টাকায় উপলব্ধ |
সমস্ত ভ্রমণপ্রেমীদের জন্য রইলো আজকের এই ব্লগটা | আশা রাখি, সবাই নিশ্চই এতক্ষনে জেনে ফেলেছেন এখন বিদেশ ভ্রমণ কতটা সহজ ও সাশ্রয়কর | তাহলে আর দেরি কেন, চটপট ব্যাগ গুছিয়ে বেড়িয়েই পড়ুন আপনার স্বপ্নের ডেস্টিনেশন-এর উদ্দেশ্যে |