এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত

Tripoto

আলমাটি বা আভিধানিক অর্থে যার মানে হল স্বর্গের উদ্যান, কাজাখস্তানের সবচেয়ে জমজমাট একটি শহর। অতীতে এই শহর ছিল সিল্করুটের এক গুরুত্বপূর্ণ অংশ, আর বর্তমানে হয়ে উঠেছে দেশটির অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। শ্বেতশুভ্র চূড়া বিশিষ্ট ট্রান্স আলতাউ পর্বতমালার পাদদেশে আর ঘন ফিরোজা রঙের জলবিশিষ্ট লেকগুলো দিয়ে পরিবেষ্টিত আলমাটি শহর যেন সৌন্দর্যের এক প্রতিমূর্তি। আর ধীরে ধীরে কাজাখস্তান এশিয়ার অন্যতম বিকল্প ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠলেও, এখানকার নাইটলাইফের বিবরণ এখনও আমাদের অনেকেরই বেশ অজানা।

আসুন দেখে নেওয়া যাক ট্যুরিস্টদের জন্যে কীভাবে নাইটলাইফের পশরা সাজিয়েছে আলমাটি

Photo of এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত 1/6 by Aninda De
জমজমাট নাইটলাইফ (ছবি : সংগৃহীত)

পার্টি করতে ভাল লাগলে আলমাটি আপনার জন্যে আদর্শ শহর। যেতে পারেন শহরের বিভিন্ন নাইট ক্লাবে বা রাত গভীর হলে ঘুরে আসতে পারেন বিভিন্ন পানশালা বা স্ট্রিপক্লাবগুলি থেকে। ফুটবলপ্রেমী হলে বন্ধুদের সাথে চলে যান আইরিশ পাবগুলিতে, সেখানে গভীর রাত পর্যন্ত বড় পর্দায় দেখানো হয় বিভিন্ন ফুটবল ম্যাচ। আর আপনার সঙ্গে যদি থাকে বিশেষ কেউ, তাহলে বেলজিয়ান বিয়ার সহযোগে করতে পারেন রোম্যান্টিক ডিনার। সত্যি, আলমাটিতে রাতটা ভালভাবে কাটানোর জন্যে আছে হাজার উপায়:

১. ঘুরে আসুন নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই একটি পানশালা থেকে

আলমাটিতে পাবেন বিভিন্ন ধরনের পানশালার সমাহার। গুছিয়ে আড্ডা দেওয়ার মতো ক্যাজুয়াল পাব থেকে শুরু করে হাই-ফাই বিজনেস ক্লাস বার, একেবারে ব্যক্তিগত বিলাসবহুল আয়োজন থেকে শুরু করে সবাই মিলে ডিজের তালে তালে হুল্লোড় করার মতো জায়গা, আলমাটিতে পাবেন আপনি সবকিছুই। পিকনিক, হার্ড রক ক্যাফে, ল'ওপেরা, ডোপ লাউঞ্জ ও বার এখানকার কিছু বিখ্যাত পানশালা।

২. করুন বাসের ভেতর পার্টি

Photo of এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত 2/6 by Aninda De
বিলাসবহুল বাসেও করতে পারেন রাত-ভোর পার্টি (ছবি সৌজন্যে: উই লাভ আলমাটি ডট কম)

আলমাটির পার্টি বাসে একসঙ্গে পার্টি করতে পারেন ৫০ জন, বাসের ভেতরেই থাকে ডান্স ফ্লোর, ডান্স পোল আর মোবাইল ডিস্কো। বাসেই থাকে ভি.আই. পি-দের জন্যে আলাদা অংশ, সেখানে পাবেন প্লাজমা টিভি, সঙ্গে থাকবে ব্যক্তিগত বাথরুম।

৩. লিমোজিনে চড়ার স্বপ্ন পূরণ করুন

Photo of এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত 3/6 by Aninda De
বিলাসবহুল দিনের স্বপ্নপূরণ করুন (ছবি সৌজন্যে: উই লাভ আলমাটি ডট কম)

ভাড়া করুন বিলাসবহুল লিমোজিন গাড়ি, ড্রাইভারের হাতে তুলে দিন চাবি আর উপভোগ করুন এই অসাধারণ অভিজ্ঞতা। যা ইচ্ছে চান ড্রাইভারের কাছে, সবকিছুই সে এনে দেবে আপনার হাতের মুঠোয়।

৪. আপনার ব্যাচেলর পার্টি হোক এখানকার স্ট্রিপক্লাবে

Photo of এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত 4/6 by Aninda De
ব্যাচেলর ক্লাবে চলতে পারে পার্টি ( ছবি সৌজন্যে: উই লাভ অলমাটি ডট কম)

যদি একটু দুষ্টামি করার ইচ্ছে হয়, তাহলে আলমাটি করবে আপনার সেই স্বপ্নপূরণ। আপনার জন্যই এই শহরে আছে বিভিন্ন স্ট্রিপক্লাব, আছে প্রতিটি ক্লাবে বিভিন্ন থিম, যেমন ৫০ শেডস অফ গ্রে, দ্য অফিস, ক্যাসানোভা ক্লাব এবং আরও অনেক কিছু।

৫. সারারাত ধরে নাচুন এক নাইটক্লাব থেকে অন্য ক্লাবে

Photo of এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত 5/6 by Aninda De
একটি নাইট ক্লাবের ছবি (সৌজন্যে : উই লাভ আলমাটি ডট কম)

আলমাটির বিভিন্ন ক্লাবেই শুনতে পাবেন বিভিন্ন রকম গানবাজনা। তাই ক্লাব হপিং করে বিভিন্ন ক্লাবের বিভিন্ন মিউজিকের স্বাদ নেওয়া রাত কাটানোর জন্য আদর্শ। কিছু কিছু ক্লাব খোলা থাকে শেষ গ্রাহক না যাওয়া অবধি। তত সাময়ি, এসপেরেঞ্জা, সোভা, কোড এবং চায়না গোল্ড এখানকার কিছু জনপ্রিয় ক্লাব।

৬. মন খুলে গান গাইতে পারেন

যদি মিউজিকের তালে তালে গলা মেলানোয় পান অঢেল মজা, তাহলে কাজাখস্তানের কারাওকে ক্লাবগুলোতে আপনার অবশ্যই যাওয়া উচিত। আর সারারাত ধরে মন খুলে গান গাইতে চাইলে চলে যান ইস্টেরিয়া, আলমাটির সবচেয়ে জনপ্রিয় কারাওকে বার।

৭. খেলুন ভাগ্যের খেলা

Photo of এশিয়ার নতুন পার্টি ডেস্টিনেশন আলমাটিতে আপনাকে স্বাগত 6/6 by Aninda De
ভাগ্যের দৌড় খুঁজতে যেতে পারেন এই ক্যাসিনোতে (ছবি সৌজন্যে : উই লাভ আলমাটি ডট কম)

আলমাটির বিভিন্ন ক্যাসিনোতে গিয়ে দেখতেই পারেন ভাগ্য আপনার প্রতি প্রসন্ন কিনা। রয়্যাল প্লাজা, বোম্বে ক্যাসিনো, টর্নেডো ক্যাসিনো, অলটিন আলমা সিটি, আর বেলাজিও লাস ভেগাস ক্যাসিনো এখানে যথেষ্ট বিখ্যাত বলতেই হবে।

মধ্য এশিয়া'র ছোট্ট এই শহরটিতে এত কিছু হচ্ছে তা কি আপনি জানতেন? আর এই সব কিছু পরার পরে আপনারও কি ইচ্ছে করছে আলমাটি যেতে?

তাহলে আপনি নিয়ে নিতে পারেন দিল্লী থেকে আলমাটির ৩ ঘণ্টার ডাইরেক্ট ফ্লাইট। অন্যান্য অনেক আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় আলমাটির টিকিটের দাম কিন্তু বেশ কম। আলমাটির ই-ভিসা করিয়ে নেওয়াও ঝঞ্ঝাটহীন, মাত্র একসপ্তাহ সময়েই হয়ে যায় সব কাজ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত /অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)