সিনেমা দেখার সঙ্গে সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন? তাহলে একবার এই প্রশ্নগুলো দেখুন তো একবার...

Tripoto

সিনেমা দেখতে কার না ভাল লাগে? আর সিনেমার শুটিং যদি দেশে-বিদেশে হয়ে থাকে, তাহলে তো আর কোনও কথাই নেই... দেশ-বিদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণের একটা সুন্দর সুযোগ হয়ে যায়, সিনেমা দেখার পাশাপাশি। ভ্রমণপ্রেমী মানুষেরা আবার নতুন নতুন জায়গা দেখলে সেই জায়গা সম্পর্কে নতুন করে এক্সপ্লোরেশনের ইচ্ছা জেগেও ওঠে, কখনও সখনও ব্যাগ কাঁধে আবার বেরিয়েও পড়েন পর্যটকেরা।

ভ্রমণপ্রেমী এবং সিনেমাপ্রেমী পর্যটকদের জন্য রইল কিছু মজাদার কুইজ, একবার নিজেদেরকে যাচাই করে নিন তো এই জায়গাগুলো সম্পর্কে আপনি কতখানি জানেন...

১। 'কাহানি' ছবিতে একটি পুলিশ স্টেশনের ছবি দেখানো হয়েছে, কোন পুলিশ স্টেশনের কথা বলা হয়েছে ?

A) লালবাজার                                             B) কালীঘাট 

C) টালিগঞ্জ                                                 D) বোসপুকুর

Photo of সিনেমা দেখার সঙ্গে সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন? তাহলে একবার এই প্রশ্নগুলো দেখুন তো একবার... 1/5 by Never ending footsteps
ছবি সংগৃহীত

২। 'বরফি' ছবিতে কলকাতার কোন ব্রিজের ছবি দেখানো হয়েছে?

A) হাওড়া ব্রিজ                                                    B) রবীন্দ্র সেতু 

C) বিদ্যাপতি সেতু                                               D) হুগলি ব্রিজ

Photo of সিনেমা দেখার সঙ্গে সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন? তাহলে একবার এই প্রশ্নগুলো দেখুন তো একবার... 2/5 by Never ending footsteps
ছবি সংগৃহীত

৩। 'যব উই মেট' ছবিতে গীত চরিত্রটির বাড়ি কোথায় ছিল ?

A) ভাতিন্দা                                                            B) হরিয়ানা 

C) শিমলা                                                               D) মুম্বই

Photo of সিনেমা দেখার সঙ্গে সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন? তাহলে একবার এই প্রশ্নগুলো দেখুন তো একবার... 3/5 by Never ending footsteps
ছবি সংগৃহীত

৪। 'কুইন' ছবিতে রানি একা একা হানিমুনে কোথায় গিয়েছিল?

A) প্যারিস                                                              B) লন্ডন 

C) অস্ট্রেলিয়া                                                         D) শ্রীলঙ্কা

Photo of সিনেমা দেখার সঙ্গে সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন? তাহলে একবার এই প্রশ্নগুলো দেখুন তো একবার... 4/5 by Never ending footsteps
ছবি সংগৃহীত

৫। চেন্নাই এক্সপ্রেস ছবিতে ভট্টামালাই মরুগান মন্দির দেখানো হয়েছে, মন্দিরটি কোথায় অবস্থিত ?

A) তামিলনাড়ু                                                         B) চেন্নাই 

C) কেরল                                                                 D) অন্ধ্রপ্রদেশ

Photo of সিনেমা দেখার সঙ্গে সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন? তাহলে একবার এই প্রশ্নগুলো দেখুন তো একবার... 5/5 by Never ending footsteps
ছবি সংগৃহীত

উত্তর:

1.কালীঘাট

2. হওড়া ব্রিজ 

3.ভাতিন্দা

4.প্যারিস

5.তামিলনাড়ু

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

More By This Author

Further Reads