প্যান্ডেমিক আবহে লকডাউন পরবর্তীকালে সিকিম ভ্রমণ-ট্র্যাভেল কার্ড সহ পর্যটকদের কী কী জেনে নেওয়া উচিত

Tripoto
Photo of প্যান্ডেমিক আবহে লকডাউন পরবর্তীকালে সিকিম ভ্রমণ-ট্র্যাভেল কার্ড সহ পর্যটকদের কী কী জেনে নেওয়া উচিত 1/1 by Aninda De
নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য (ছবি সংগৃহীত)

বাঙালির কাছে ছুটি মানেই কিন্তু সমুদ্র, জঙ্গল বা পাহাড় পর্বতের টানে দেশের প্রান্তে ছুটে যাওয়া। পাহাড় প্রেমী পর্যটকদের কাছে কিন্তু সিকিম বরাবরের প্রিয় একটি জায়গা। ২০২০ সালের পুজোর পর থেকে আসতে আসতে পর্যটকদের জন্যে সিকিমের বর্ডার খুলে দেওয়া হলেও পর্যটকদের মানতে হচ্ছিল বেশ কিছু বিশেষ নিয়ম। সেই সকল নিয়ম না জেনে গিয়ে ভিন্ন একটি রাজ্যে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন পর্যটক। তাই আসুন জেনে নেওয়া যাক বর্তমান পরিস্থিতিতে সিকিম ভ্রমণ করতে হলে কী কী বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

সিকিম ট্র্যাভেল কার্ড

প্রথমেই যেটি অবশ্য প্রয়োজন সেটি হল আপনি এবং আপনার গ্রুপের জন্যে একটি ট্র্যাভেল কার্ড তৈরি করে নেওয়া।

* ট্র্যাভেল কার্ড আপনি নিজেই তৈরি করে রাখতে পারবেন। সিকিম সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট টি হলো - https://sikkimtourism.gov.in/Public/PublicMandates/TravellingMandates

* এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনার ট্র্যাভেল কার্ড তৈরি করতে পরবেন। হাতের কাছে ডিজিটাল ফাইলে রাখুন আপনার ছবি এবং সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি)। আপনার নিজস্ব তথ্য প্রদানের পর আপনার সাথে কারা কারা যাচ্ছেন সেই তথ্যও দিতে হবে। অতএব একটি ট্র্যাভেল কার্ডেই সবার তথ্য একসঙ্গে থাকবে।

* ট্র্যাভেল কার্ডে আপনার যাত্রা শুরুর এবং শেষের তারিখ দিতে হবে। কোন হোটেলে বা গেস্টহাউস বা হোমস্টেতে থাকবেন তা বলা বাধ্যতামূলক নয়।

* ট্র্যাভেল কার্ড তৈরির সময় আধার কার্ড বা প্যান কার্ডের ব্যবহার করা যাবে না। সিকিমে ভ্রমনকালীনও পরিচয়পত্র হিসেবে আধার এবং প্যান কার্ড সবসময় গ্রহণযোগ্য নয়।

* সিকিম ভ্রমণ শুরু করার আগেই হোটেল এবং অন্যান্য থাকার জায়গা বুক করে রাখা শ্রেয়।

* নর্থ সিকিমের বিভিন্ন প্রান্তে, যথা ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা, বা লাচেন লাচুং গুরুদঙ্গমার লেক যেতে হলে কিছু ক্ষেত্রে এই ট্র্যাভেল কার্ডটি পারমিট করানোর সময়ে জমা রাখার প্রয়োজন হতে পারে।

মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার

সিকিমে রাস্তায় চলাকালীন মাস্ক পরে থাকা বাধ্যতামূলক এবং কোনো কারণে মাস্ক ছাড়া চললে ফাইন হতে পারে। বিভিন্ন চেক পোস্টেও মাস্ক পরে আছেন কিনা তার চেকিং হচ্ছে। নিজেদের, অন্য পর্যটকদের এবং স্থানীয় মানুষজনদের সুরক্ষার জন্য নিয়ম মতো মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং রুল মেনে চলুন।

মনে রাখবেন, করোনা পরিস্থিতিতে পারিপার্শ্বিক অবস্থা, এবং পর্যটকদের জন্যে নিয়মকানুন সদা-পরিবর্তনশীল হতে পারে। সাবধানে, সুরক্ষিত ভাবে ভ্রমণ করুন, আশা রইল নতুন বছরে আপনার সিকিম ভ্রমণ সর্বাঙ্গে সফল হবে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads