আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো

Tripoto
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 1/16 by Aninda De
তারাভরা আকাশের কাছে (ছবি সংগৃহীত)

মহাকাশ আমাকে চিরকাল কাছে ডেকেছে, কিন্তু মেট্রো শহরে থাকার কারণে আমার রাতের আকাশে ডুব দেওয়ার স্বপ্ন আলোকবর্ষের থেকেও দূরে, আরও দূরে সরে গেছে। কিন্তু এবছরে আমি এমন কয়েকটি জায়গায় গেছিলাম, যেখান থেকে রাতের আকাশ স্পষ্ট ভাবে দেখা যায়। আমি বুঝতে পারি যে ফোনে যদি একটা স্টারগেজিং বা স্কাই চার্ট অ্যাপ থাকে তাহলে খুব সহজেই আমি রাতের আকাশে নক্ষত্র, জ্যোতিষ্ক এবং অন্যান্য মহাজাগতিক বিস্ময়গুলোকে চিনতে পারব। আপনারও যদি থাকে মহাকাশ এবং রাতের আকাশ নিয়ে অপার উৎসাহ, তাহলে এই অ্যাপগুলো সাহায্য করতে পারে।

১. স্টার চার্ট

এটি স্টার গেজিং এর জন্য একটি অন্যতম জনপ্রিয় অ্যাপ। স্টার চার্ট একদম আধুনিক জি.পি.এস টেকনোলজি ব্যবহার করে উন্নত প্রযুক্তির মাধ্যমে পৃথিবী থেকে দৃশ্যমান প্রতিটি তারা এবং গ্রহের সঠিক অবস্থান দেখিয়ে দিতে পারে, এমনকি দিনের বেলাতেও। শুধু আকাশের দিকে আপনার ফোনটি মেলে ধরুন আর পেয়ে যান যাবতীয় তথ্য। এই অ্যাপটিতে আপনি ভয়েস কমান্ড ও ব্যবহার করতে পারবেন।

Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 2/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 3/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 4/16 by Aninda De

এন্ড্রয়েডে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

আইওএসে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

২. স্কাই সাফারি

Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 5/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 6/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 7/16 by Aninda De

স্কাই সাফারির ইন্টারফেস খুব আকর্ষণীয় এবং গ্রাফিক্স নজরকাড়া এবং সঙ্গে আছে নানা রকমের ফিচার্স। কখনও জানতে চেয়েছেন খ্রিস্টপূর্বাব্দ ৫০০ সালে বা ২১৯০ সালে রাতের আকাশ কেমন দেখতে ছিল? স্কাই সাফারির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনও জায়গা থেকে রাতের আকাশে অতীতে কেমন দেখতে ছিল আর ভবিষ্যতে কেমন দেখতে হবে, তা জানতে পারবেন। উলকাপাতের অ্যানিমেটেড ভিডিও দেখতে পারবেন। আর চোখের থেকে চাপ কমাতে, রাত বাড়লে ব্যবহার করতে পারেন অ্যাপটির নাইট ভিসন মোড।

এন্ড্রয়েডে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

আইওএসে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

৩. স্কাই ম্যাপ

Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 8/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 9/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 10/16 by Aninda De

এই অ্যাপটির যাত্রা শুরু হয়েছিল গুগল স্কাই ম্যাপ নামে। আকাশের দিকে অ্যাপ খুলে ফোন তাক করলে, জি.পি.এস ব্যবহার করে অ্যাপটি আকাশের ওই কোণের তারামণ্ডল, নেবুলা বা গ্রহানুপুঞ্জ সম্পর্কিত সব তথ্যের জানান দেবে। এছাড়াও মহাকাশের বুকে নির্দিষ্ট কোনও মহাজাগতিক বস্তুর সন্ধান চাইলে এই অ্যাপটি আপনাকে সাহায্য করবে।

এন্ড্রয়েডে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

৪. স্কাই ভিউ ফ্রি

Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 11/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 12/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 13/16 by Aninda De

এই অ্যাপটি আপনার ফোনের ব্যাক ক্যামেরা ব্যবহার করে মহাকাশের একটি অগমেন্টেড রিয়্যালিটি ভিউ তৈরি করে দেখায় এবং মহাকাশের বিভিন্ন মহাজাগতিক বস্তুগুলো সম্পর্কে তথ্য পরিবেশন করে। নির্দিষ্ট কোনও নক্ষত্র বা স্পেস স্টেশনের খোঁজও পাবেন এই অ্যাপটির মাধ্যমে।

এন্ড্রয়েডে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

আইওএসে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

৫. আই. এস.এস ডিটেক্টর স্যাটেলাইট ট্র্যাকার

Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 14/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 15/16 by Aninda De
Photo of আকাশের তারা দেখতে ভাল লাগে? পরের মহাজাগতিক ট্রিপের আগে ডাউনলোড করুন এই অ্যাপ গুলো 16/16 by Aninda De

অনেকেই হয়তো জানেন না যে খালি চোখেই কিন্তু আই.এস.এস (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) এবং চৈনিক স্পেস স্টেশন তীয়াংগং ২ দৃশ্যমান। এই অ্যাপটির মাধ্যমে মাথার উপর দিয়ে আই.এস.এস উড়ে যাওয়ার ৫ মিনিট আগে আপনি নোটিফিকেশন পাবেন। ইন-অ্যাপ পারচেজের মাধ্যমে আপনি তীয়াংগং স্পেস স্টেশন, হাবল টেলিস্কোপ, বিভিন্ন স্যাটেলাইট এবং ধূমকেতুগুলোও ট্র্যাক করতে পারবেন।

এন্ড্রয়েডে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

আইওএসে ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)