সম্প্রতি অনুষ্ঠিত অলিম্পিকে ভারতবর্ষের রত্নগর্ভে আরেকটি সোনা যোগ করেছেন নীরাজ চোপড়া। ৭ই আগস্ট দেশের হয়ে স্বর্ণপদক পেয়ে সারাদেশের মানুষের কিছুটা ইচ্ছা আকাঙ্ক্ষা অবসান ঘটিয়েছেন তিনি। তাই সব জায়গা থেকে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে নীরাজ চোপড়ার জীবন।
তবে এই সবকিছুর মাঝখানেও উত্তরাখণ্ডের হরিদ্বারে নীরাজ চোপড়া এবং ভারতবর্ষের হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়াকে সম্মান জানানোর জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
হরিদ্বারের ঊষা ব্রেকো লিমিটেড-এর তরফ থেকে জানানো হয়েছে আগামী ১১ই আগস্ট থেকে ২০শে আগস্ট পর্যন্ত তারা তাদের রোপওয়ে রাইড সম্পূর্ণ বিনামূল্যে চড়ার সুযোগ করে দেবে সেই সমস্ত মানুষজনদের; যাদের নামের প্রথমে নীরাজ এবং বন্দনা থাকবে।
ঊষা ব্রেকো লিমিটেড ‘উদান খাটলা’ নামে একটি ব্র্যান্ডের রোপওয়ে পরিচালনা করে। তাই তারা জানিয়েছে নির্দিষ্ট এই ক’দিন নীরাজ ও বন্দনা নামের সমস্ত পর্যটকদের হরিদ্বারের চন্ডী দেবী মন্দির পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেবে।
প্রসঙ্গত উল্লেখ্য, টোকিও অলিম্পিকে হ্যাটট্রিক করা ভারতীয় মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া কিন্তু হরিদ্বারের বাসিন্দা।