তাড়াতাড়ি বিমান সংস্থা ইন্ডিগোর এই অফারটির সুবিধা নিয়ে নিন

Tripoto
Photo of তাড়াতাড়ি বিমান সংস্থা ইন্ডিগোর এই অফারটির সুবিধা নিয়ে নিন 1/4 by Deya Das
ছবি সংগৃহীত

করোনায় কোথাও ঘুরতে যেতে পারছেন না? বেশি টাকা খরচ করে ঘুরতে যাওয়া সম্ভব হচ্ছে না? সস্তায় কীভাবে ঘুরতে যাবেন ভাবছেন তো! এসব বিষয় নিয়ে আর কোনও চিন্তা নেই। ভ্রমণপিপাসু মানুষদের জন্য ভারতবর্ষের অন্যতম বড় এয়ারলাইন কোম্পানি ইন্ডিগো নিয়ে এসেছে এক বিশাল সুখবর।

Photo of তাড়াতাড়ি বিমান সংস্থা ইন্ডিগোর এই অফারটির সুবিধা নিয়ে নিন 2/4 by Deya Das
ঘুরতে যাওয়ার আনন্দ উপভোগ করুন আপনিও (ছবি সংগৃহীত)

ইন্ডিগো এয়ারলাইন কম্পানির তাদের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের জন্য আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সমস্ত বিমান ভাড়া ওপর এক বিশেষ ছাড় প্রদান করেছে, যা শুরু হয়েছে ৪ঠা আগস্ট এবং চলবে ৬ই আগস্ট পর্যন্ত। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ন্যূনতম ভাড়া ৯১৫ টাকা। কর্তৃপক্ষ জানিয়েছেন যে ফাস্ট ফরওয়ার্ড, ৬ ই ফ্লেক্স, ৬ ই ব্যাগপোর্ট এবং গাড়ি ভাড়া সমস্ত কিছু মাত্র ৩১৫ টাকায় পাওয়া যাবে।

Photo of তাড়াতাড়ি বিমান সংস্থা ইন্ডিগোর এই অফারটির সুবিধা নিয়ে নিন 3/4 by Deya Das
ছবি প্রতীকী

এছাড়াও যে সমস্ত ব্যবহারকারীরা এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাদের জন্য থাকছে আরেকটি সুবর্ণ সুযোগ। ৭৫০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে যদি তারা টিকিট কাটেন, তাহলে মোটের উপর অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। শুধু তাই নয় যদি কেউ ৬ ই-র জন্য কা- চিং ক্রেডিট কার্ড থেকে প্রি-বুকিং করেন তাহলে আরও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

Photo of তাড়াতাড়ি বিমান সংস্থা ইন্ডিগোর এই অফারটির সুবিধা নিয়ে নিন 4/4 by Deya Das
ছবি সংগৃহীত

এত বড় সুযোগ কিন্তু বারবার আসে না। তাই দেরি না করে ঝটপট বেরিয়ে পরুন ইন্ডিগোর হাত ধরে আপনার পছন্দের জায়গায় ভ্রমণ করতে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads