রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'...

Tripoto
Photo of রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'... 1/6 by Surjatapa Adak
স্থাপত্য-শৈলীর এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত (ছবি সংগৃহীত)

যেকোনো রোমাঞ্চকর কাহিনি আমাদের সকলকেই মোহিত করে । তবে কোনও ভৌতিকস্থানকে ঘিরে মানুষের মনের মধ্যে যেমন ভয় কাজ করে তেমন সেই স্থানটি সত্যিই কি ভৌতিক নাকি সেই নির্দিষ্ট স্থানে রহস্যের আড়ালের অন্যকোনো গল্প লুকিয়ে রয়েছে সেই বিষয়ে ও নানান প্রশ্ন উঁকি দেয় । রাজস্থানের ভাণগড় ফোর্টকে কেন্দ্র করে যেমন নানান রহস্য এবং ভৌতিক কাহিনির সঞ্চার হয় ঠিক তেমনই রহস্যে পরিপূর্ন রাজস্থানের বার্মের জেলার কিরাদু গ্রামে অবস্থিত ভৌতিক মন্দির কিরাদু ।

কিরাদু মন্দিরের ইতিহাস এবং স্থাপত্যরীতি

Photo of রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'... 2/6 by Surjatapa Adak
ঐতিহাসিক দিক থেকেও দ্রষ্টব্য এই স্থান (ছবি সংগৃহীত)

ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে জানা যায়, একসময় কিরাদু মন্দিরটি কিরাদকোট নামে পরিচিত ছিল । ঐতিহাসিকদের মতে, ১১শ - ১২ শ শতকে চালুক্য রাজা এই মন্দির নির্মাণ করেন । সেই সময় এখানে মোট ১০৮ টি মন্দির গঠন করা হয় । তবে বর্তমানে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে এখানে ৫টি মন্দির রয়েছে । সব কয়টি মন্দিরে স্থাপিত আছেন ভগবান শিব । প্রধান মন্দিরটি সমেশ্বরা মন্দির নামে পরিচিত । মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল ইরোটিক স্থাপত্যরীতি ।

Photo of রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'... 3/6 by Surjatapa Adak

এছাড়াও সোলাঙ্কি স্টাইলের প্রভাবও লক্ষ করা যায়। আর সেই কারণেই এই মন্দিরটিকে রাজস্থানের খাজুরাহো নামে অভিহিত করা হয় ।মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবী মূর্তি অঙ্কিত আছে । আজও এই মন্দিরটি হিন্দু সংস্কৃতি এবং ইতিহাসকে বহন করে চলেছে ।

তাহলে এই ঐতিহাসিক মন্দিরটি কেন রহস্যময়?

Photo of রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'... 4/6 by Surjatapa Adak
সূর্যাস্তের পরে এখানে প্রবেশ নিষিদ্ধ (ছবি সংগৃহীত)

সূর্যাস্তের পর কোনও মানুষ এই মন্দিরে প্রবেশ করে না । এই ঘটনায় বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও কিরাদু মন্দিরটি স্থানীয় মানুষের কাছে ভৌতিক মন্দির হিসেবেই পরিচিত।

কিংবদন্তী অনুসারে, তুর্কি এবং বৈদেশিক আক্রমণের রাজা সমেশ্বর তাঁর রাজ্য এবং সম্পত্তি ফিরে পাওয়ার আশায় একজন ঋষির দ্বারস্থ হন । সমস্ত রকম রীতিনীতি সম্পন্ন করেন এবং পরিশেষে ঋষি তাঁর একটি শিষ্যকে স্থানীয় অধিবাসীদের দায়িত্বে রেখে ফিরে যান । বছর খানেক পর স্থানীয় মানুষ সেই ঋষির শিষ্য এর পরিচর্যা করতে ভুলে যান । তাই যত্নের অভাবে সে দুর্বল হয়ে রোগগ্রস্থ হয়ে পড়েন । সেইসময় এক কুম্ভকার পরিবার যত্ন সহযোগে তাকে সুস্থ করে তোলেন।

Photo of রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'... 5/6 by Surjatapa Adak
পাথুরে এই মাটিতে রয়েছে কতশত ঐতিহাসিক রহস্য (ছবি সংগৃহীত)

কিছুদিন পর ঋষির এই সমস্ত ঘটনা জানতে পেরে অত্যন্ত রেগে যান । সেই সময় রাগের বশে এই গ্রামকে অভিশাপ দেন । এই অভিশাপের কারণে কিরাদু মন্দির সহ সমগ্র গ্রাম পাথর হয়ে যায়, শুধুমাত্র সেই কুম্ভকার পরিবার অভিশাপ থেকে মুক্ত থাকেন । পরে সেই পরিবার এই গ্রাম পরিত্যাগ করেন ।

মন্দির দর্শনের সময়সীমা এবং খরচ

Photo of রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ভারতের অপর 'খাজুরাহো'... 6/6 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুমোদন অনুযায়ী এই মন্দিরটি সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা আছে ।

• বিদেশী পর্যটকদের জন্য এই মন্দির দর্শনের খরচ - ২০০ টাকা

• ভারতীয় পর্যটকদের জন্য এই মন্দির দর্শনের খরচ - ৫০ টাকা

• ছাত্র-ছাত্রীদের এই মন্দির দর্শনের খরচ - ৫ টাকা।

কীভাবে যাবেন?

ভারতের যে কোনও স্থান থেকে পৌঁছে যান জয়শালমীর শহর । সেখান থেকে গাড়ি ভাড়া করে ১৫৭ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান কিরাদু মন্দির । এছাড়াও রাজস্থানের বার্মের থেকেও ৩৫ কিমি পথ অতিক্রম করে ও কিরাদু মন্দির দর্শন করে আসতে পারেন ।

ইতিহাস, রহস্য নাকি অবাস্তব কল্পনা প্রকৃত সত্যিটা জানতে হলে আপনাকে আসতে হবে কিরাদু মন্দির ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(Tripoto বাংলা এখন Telegram-এও ফলো করুন এই লিঙ্কে https://t.me/tripotobangla)

Further Reads