OPod Tube Houses- হংকং-এর এই বিশেষ প্রকল্পটি এখন ভারতীয় মধ্যবিত্তের নাগালের মধ্যে...

Tripoto
Photo of OPod Tube Houses- হংকং-এর এই বিশেষ প্রকল্পটি এখন ভারতীয় মধ্যবিত্তের নাগালের মধ্যে... 1/3 by Surjatapa Adak
স্বপ্নপূরণের কাছাকাছি (ছবি সংগৃহীত)

ভারত উন্নতশীল দেশ হওয়া সত্ত্বেও, এখনও ভারতের নিম্নবিত্ত মানুষদের মাথার উপর ছাদের অভাব লক্ষ করা যায় । প্রায় ৬৩ মিলিয়ন মানুষ অস্থায়ী ছাদের নিচে বাস করে । এই অস্থায়ী ছাদের নিচে থাকার জন্য এই মানুষগুলোকে বারবার নিজেদের বাসস্থান পরিবর্তন করার প্রয়োজন হয় । তবে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার সময় এসে গিয়েছে ।

Photo of OPod Tube Houses- হংকং-এর এই বিশেষ প্রকল্পটি এখন ভারতীয় মধ্যবিত্তের নাগালের মধ্যে... 2/3 by Surjatapa Adak
অস্থায়ী বাড়ি নির্মাণের প্রকল্প (ছবি সংগৃহীত)

বছর ২৩ এর তরুণী পেরালা মানসা রেড্ডি এই নিম্নবিত্ত মানুষদের স্থায়ী বাসস্থানের জন্য একটি অভাবনীয় বাড়ি নির্মাণ করছেন । একটা শুয়েজ পাইপের সাহায্যে নিম্নবিত্ত মানুষদের জন্য কম মূল্যে স্বপ্নের বাড়ি প্রস্তুত করে দিচ্ছেন । সম্প্রতি মানসা সংবাদমাধ্যম কে জানিয়েছেন, শুয়েজ পাইপ সাহায্যে নিজের ইচ্ছাঅনুযায়ী জায়গা বানিয়ে অনেক গুলি ঘর বানানো সম্ভব হবে । বর্তমানে একটা বেডরুম সহযোগে তার নব নির্মিত বাড়িটি একসঙ্গে তিনজন মানুষের বসবাসের উপযুক্ত । তিনি আরও জানান সঠিক নির্মাণপদ্ধতি ব্যবহার করে শৌচালয়, ডাইনিং হল এবং রান্নাঘর সহ ২ শয্যা এমনকি ৩ শয্যা বিশিষ্ট কক্ষ নির্মাণ করা যাবে ।

পেরালা মানসা রেড্ডি - পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারে স্নাতক তরুণী পেরালা মানসা রেড্ডি, পড়াশুনা শেষ করে সামনাভি কনস্ট্রাকশন নামে স্টার্টআপ শুরু করেন । সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ভারতের প্রতিটা মানুষকে মাথাগোঁজার জন্য স্থায়ী ছাদের ব্যবস্থা করবেন । মূলত নিজের সেই ইচ্ছাকে সার্থক করার জন্যই তিনি এই স্টার্টআপ শুরু করেন। এই বাড়িগুলি বানাতে সময় লাগে মাত্র ১৫ থেকে ২০দিন । মানসার এই অভাবনীয় আবিষ্কার নিম্নবিত্তদের স্বল্প মূল্যের বাসস্থান নির্মাণের স্বপ্নকে পূর্ণ করেছে ।

কিন্তু মানসা শুয়েজ পাইপের সাহায্যে বাড়ি নির্মাণের ধারণাটা কীভাবে পেলেন?

Photo of OPod Tube Houses- হংকং-এর এই বিশেষ প্রকল্পটি এখন ভারতীয় মধ্যবিত্তের নাগালের মধ্যে... 3/3 by Surjatapa Adak

সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি ' OPod Tube Houses' সম্পর্কে বিশদে জ্ঞান লাভ করেন । এই Opod টিউব সহযোগে বাড়ি নির্মাণে পরিকল্পনা চিনের হংকং শহরে বেশ প্রচলিত । চিনে এই ধরণের বাড়ি প্রথম ডিজাইন এবং নির্মাণ করেন জেমস ল সাইবারটেকচার । চিনের এই ধারণাকে সঙ্গী করেই মানসা ভারতে এই ধরণের বাড়ি নির্মাণ করার অভিপ্রায় নেন ।

ভারতীয় আঙ্গিকে নির্মিত পড স্টাইল এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য -

২০২০ তে পরীক্ষা শেষ করে লক ডাউন পরবর্তী সময়ে মানসা তেলেঙ্গানার শুয়েজ পাইপের নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছে লম্বা পাইপের অর্ডার দিয়েছিলেন । এই পাইপের সাহায্যে নিজের ইচ্ছামতো ডিজাইন করে Opod বাড়ি নির্মাণে কাজ শুরু করেন । একজন মানুষের উচ্চতা সম্পন্ন পড স্টাইল বাড়িগুলিতে তাপনিয়ন্ত্রণের জন্য সাদা রং ব্যবহার করা হয়েছে ।এই বাড়ি গুলিতে জানলা দরজা নির্মাণের ক্ষেত্রে আধুনিক ফ্রেমের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও মানুষ নিজেদের ইচ্ছা এবং সামর্থ মতো ইলেকট্রিক সামগ্রীর আয়োজন করতে পারেন ; আর বাথরুমকে ও নিজের মতো সাজিয়ে তোলার জন্য বন্দোবস্ত রয়েছে ।

সম্প্রতি নব নির্মিত পড স্টাইল বাড়ি সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন -' পড়াশোনা শেষ করে মায়ের থেকে ৫ লক্ষ টাকা ধার করে এই ১৬ ফিট প্রশস্ত এবং ৭ ফিট লম্বা বাড়ি নির্মাণ করেন । এই বাড়ির মধ্যে কুইন সাইজ গদির উপযুক্ত একটি শয়নকক্ষ, লিভিং রুম, শৌচাগার, এবং রান্নাঘর রয়েছে ।'

বর্তমান দিনে পড স্টাইল বাড়ির চাহিদা -

মানসার বিশ্বাস পরিযায়ী শ্রমিক, বাস্তুহারা মানুষদের জন্য এই বাড়িটি বসবাসের উপযুক্ত হয়ে উঠবে । সামনাভি কনস্ট্রাকশন নামক স্টার্টআপ কোম্পানি থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভবিষ্যতে ৩ বা ৪ কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণের পরিকল্পনা চলছে । এই স্টার্টআপ কোম্পানি কর্তৃপক্ষ আরও জানান, ইতিমধ্যে তামিলনাড়ু, কেরালা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে OPod স্টাইলে বাড়ি নির্মানের জন্য মোট ২০০ টি অর্ডার পেয়েছেন ।

দেশবাসীর উদ্দেশ্যে মানসার এই প্রচেষ্টা একটা ধন্যবাদের অবশ্য যোগ্য । ট্রিপোটো বাংলার তরফ থেকে মানসার জন্য রইলো অনেক অভিনন্দন ।

বিঃদ্রঃ - আপনার শহরেও বাস্তুহারা মানুষদের স্থায়ী বাসস্থানের প্রয়োজন পড়লে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন - samnaviconstructions.com

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads