ভারতের বিখ্যাত কিছু বিজ্রের কথা, যা আপনার ভ্রমণের অন্যতম প্রধান সঙ্গী...

Tripoto
Photo of ভারতের বিখ্যাত কিছু বিজ্রের কথা, যা আপনার ভ্রমণের অন্যতম প্রধান সঙ্গী... 1/1 by Surjatapa Adak

অতীতে মানুষ একস্থান থেকে অন্য কোনও স্থানে ভ্রমণের জন্য নদী পেরিয়ে কিংবা গভীর অরণ্যে গাছ-পালা কেটে রাস্তা করে নিতেন। ব্রিটিশ শাসনকালে অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে ভারতে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হয় । পরবর্তীকালে এই প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে ভারতে নদী, সাগর এমনকি বর্তমান দিনে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে সংযোগকারী ব্রিজ নির্মাণ করা হয়েছে।

১. হাওড়া ব্রিজ -

Photo of Howrah Bridge, Howrah, West Bengal, India by Surjatapa Adak

পশ্চিমবঙ্গে হাওড়া এবং কলকাতা জেলা সংযোগকারী ব্রিজটি হল হাওড়া ব্রিজ । এই ব্রিজটি ১৯৪৩ সালে হুগলী নদীর বুকে নির্মাণ করা হয় । এই ব্রিজ ভারতের চতুর্থ ব্যস্ততম ব্রিজ হিসেবে পরিচিত । তৎকালীন প্রযুক্তিবিদ্যার সহযোগিতায় নির্মিত এই ব্রিজটি ভূমিকম্প নিরোধক ।

এই ব্রিজটিতে কোনও রকম নাটবোল্ট ব্যবহার করা হয়নি এবং নদীর উপর সম্পূর্ণ ব্রিজটি শুধু মাত্র স্টিলের সাহায্যে নির্মাণ করা হয়েছে ।

২. পাম্বান ব্রিজ, রামেশ্বরম -

Photo of Pamban Bridge, Rameswaram, Ramanathapuram, Tamil Nadu, India by Surjatapa Adak

ভারতে সাগরের বুকে নির্মিত এই রেল ব্রিজটি প্রায় ১০০ বছরের প্রাচীন এবং রেল ব্রিজ লাগোয়া রোড ব্রিজটি ও প্রায় ২কিমি লম্বা । পাম্বান ব্রিজটি মূলত পাম্বান আইল্যান্ড এবং ভারতের স্থলভাগের সঙ্গে সংযোগকারী ব্রিজ। ব্রিজ থেকে সমুদ্র অঞ্চলের একটা অসাধারণ দৃশ্যর সাক্ষী থাকতে পারেন ।

১৯১৪ সালে নির্মিত এই ব্রিজটি ভারতের প্রথম সমুদ্র-ব্রিজ হিসেবে পরিচিত ।

৩.জাদুকাটা ব্রিজ, মেঘালয় -

Photo of Jadukata River by Surjatapa Adak

মেঘালয়ে অবস্থিত এই ব্রিজটি নদীর উপর দুইটি পাহাড়কে সংযোগ করেছে । এছাড়াও ভারত এবং বাংলাদেশ সীমান্তে জাদুকাটা নদীর উপর নির্মিত এই ব্রিজটি সীমান্তবর্তী অঞ্চলের প্রধান সড়কে পরিণত হয়েছে । এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্রিজগুলির মধ্যে অন্যতম।

৪. রাজীব গান্ধী সি লিঙ্ক, মুম্বই -

Photo of Rajiv Gandhi Sea Link, Mount Mary, Bandra West, Mumbai, Maharashtra, India by Surjatapa Adak

আরব সাগরের উপর গঠিত এই ব্রিজটি বান্দ্রা এবং মুম্বাই শহরের পশ্চিমে অবস্থিত ওয়ার্লি এবং সেন্ট্রাল মুম্বইকে সংযুক্ত করেছে । ৫-৬ কিমি লম্বা এই ব্রিজটি সান ফ্রান্সসিস্কোর গোল্ডেন গেটের আদলে নির্মাণ করা হয়েছে । রাজীব গান্ধী সি লিঙ্ক এর সাহায্যে ন্যূনতম সময়ে বান্দ্রা থেকে ওয়ার্লি পৌঁছে যাওয়া যায় ।এই ব্রিজ থেকে আরব সাগরের সূর্যাস্তের একটা অসাধারণ দৃশ্যর প্রত্যক্ষদর্শী থাকতে পারেন ।

৫. কোলিয়া ভমরা সেতু, শনিতপুর -

Photo of Kolia Bhomora Setu, Batamari, Siali Tapo, Assam, India by Surjatapa Adak

ব্রহ্মপুত্র নদীর উপর গঠিত প্রায় ৩কিমি লম্বা কোলিয়া ভমরা সেতুটি অসমের তেজপুর নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ।এই ব্রিজটি শনিতপুরে নদীর উত্তরপ্রান্ত থেকে দক্ষিণপ্রান্তকে সংযোগ করেছে । সূর্যাস্তের পর এখানে প্রকৃতি বর্ণময় রূপে প্রকাশিত হয় । ব্রিজ নির্মাণের সময় এখানে ২৭টি ফাউন্ডেশন নির্মাণ করা হয়। এই ব্রিজে সবমিলিয়ে মোট ২৫টি উন্মুক্ত প্রাচীর রয়েছে ।

৬. ধোলা সাদিয়া ব্রিজ, অসম -

Photo of Dhola Sadiya Bridge, Dhola-Sadiya Bridge, Purana Sadiya, Assam, India by Surjatapa Adak

লোহিত নদীর অববাহিকায় নির্মিত ধোলা সাদিয়া ব্রিজটি ভারতের দীর্ঘতম রোড ব্রিজ হিসেবে পরিচিত । এই ব্রিজটি ব্রহ্মপুত্র নদী তীরবর্তী রাজ্য অসম এবং অরুণাচল প্রদেশকে সংযোগ করেছে । প্রায় ৯কিমি দীর্ঘ এই ব্রিজটি ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন ।

৭. মহাত্মা গান্ধী সেতু, বিহার -

Photo of Mahatma Gandhi Setu, Mahatma Gandhi Setu, Patna, Bihar, India by Surjatapa Adak

বিহার রাজ্যে গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত এই সেতুটি দীর্ঘতম নদী ব্রিজ নামে পরিচিত । প্রায় ৫.৫৭৫ কিমি লম্বা এই সেতুটি পাটনা এবং হাজীপুর শহরকে সংযোগ করেছে ।

৮.চেনাব ব্রিজ -

Photo of Chenab Rail Bridge, Dharot by Surjatapa Adak

বর্তমান দিনে জম্মু কাশ্মীর থেকে বারামুল্লা অঞ্চলকে সংযোগ করার জন্য চেনাব ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়েছে । চেনাব নদীর ৩৫৯ মিটার উপর এই ব্রিজটি পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ হিসেবে ভবিষ্যতে পরিচিত পাবে । পরবর্তী কালে এই রেল ব্রিজের সঙ্গে যাতাযাত ও সুলভ হবে ।প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২২ সালে এই ব্রিজের শুভ উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads