মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল...

Tripoto
Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 1/7 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

কলকাতা শহরটি একটি ঐতিহাসিক শহর হিসেবেই পরিচিত । ভারতে ঔপনিবেশিক শাসনকালের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গিয়েছে এই শহরের অলিগলি জুড়ে । তবে এই স্মৃতিচিহ্ন তথা স্থাপত্য শিল্পগুলির সাহায্যে তৎকালীন শহরের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে একটা সুগভীর ইঙ্গিত পাওয়া যায় ।

কলকাতার উপনিবেশিক স্থাপত্য:

১. ভিক্টোরিয়া মেমোরিয়াল

Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 2/7 by Surjatapa Adak
ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যশৈলী অনবদ্য (ছবি সংগৃহীত)

কলকাতার বিখ্যাত ভ্রমণস্থানগুলির অন্যতম হল - ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই স্মৃতিসৌধটি ১৯০৬ থেকে ১৯২১ সালে নির্মাণ করা হয় । ১৯০১সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁর স্মৃতিসৌধ হিসেবেই ভিক্টোরিয়া মেমোরিয়াল গঠন করা হয় । নির্মাণের ক্ষেত্রে মূলত ভারতীয় এবং ব্রিটিশ শিল্পের মিশ্রিত রূপশৈলী ব্যবহৃত হয়েছে ।এছাড়াও দাক্ষিণাত্য, মুঘলাই, মিশরীয় শিল্পের প্রভাব লক্ষ করা যায়।

২. সেন্ট পলস ক্যাথিড্রাল

Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 3/7 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

কলকাতা শহরের বৃহত্তম ক্যাথিড্রাল হল সেন্ট পলস ক্যাথিড্রাল। নির্মাণের ক্ষেত্রে গথিক স্থাপত্য রীতি ব্যবহার করা হয়েছে ।এই ক্যাথিড্রালটি ১৯ শতকে কলকাতা শহরে ইউরোপীয়ান সাম্রাজ্য বিস্তারের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে ।

৩. কলকাতা টাউন হল

Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 4/7 by Surjatapa Adak
কলকাতার টাউন হল (ছবি সংগৃহীত)

কলকাতা শহরে ইউরোপীয় সম্প্রদায়ের মানুষজন যে কোনও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যই ১৮১৩ সালে এই টাউন হল নির্মাণ করেন । টাউন হল নির্মাণের ক্ষেত্রে রোমান-ডোরিক শিল্পশৈলী ব্যবহার করা হয়েছে । প্রসঙ্গত জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্ট নির্মাণের আগে এই টাউন হলেই যাবতীয় আইনানুগ কার্য সম্পন্ন হতো । বর্তমানে এখানে ১২০০ বই এবং জার্নাল সহযোগে লাইব্রেরি নির্মাণ করা হয়েছে ।

৪. কলকাতা হাই কোর্ট

Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 5/7 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

ভারতের প্রাচীনতম হাইকোর্টটি এই কলকাতাতেই অবস্থিত । নিও-গথিক শিল্পরীতির আদলে গঠিত এই হাইকোর্টটি ১৮৬২ সালে নির্মাণ করা হয় । সেই সময় বেলজিয়ামের প্রেস শহরে অবস্থিত ক্লথ হলের গঠনশৈলীর অনুপ্রেরণায় এবং ব্রিটিশ রূপকারের ওয়াল্টার গ্রানভাইলের সহযোগিতায় কলকাতা হাইকোর্ট নির্মাণ করা হয় ।

৫. মার্বেল প্যালেস

Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 6/7 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

১৯ শতকে উত্তর কলকাতায় অবস্থিত তৎকালীন বাঙালি বিত্তশালী ব্যবসায়ী রাজা রাজেন্দ্র মল্লিক এই মার্বেল প্যালেস নির্মাণ করেন তিনতলা বিশিষ্ট এই প্যালেসটি নিও ক্লাসিক্যাল সময়ের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ ।প্যালেসের দেওয়াল থেকে মেঝে সমস্তই মার্বেল দ্বারা গঠিত । বর্তমানে এই প্যালেসে প্রাচ্য এবং পাশ্চাত্যের বেশ কিছু অনবদ্য চিত্র, প্রাচীন আসবাব ইত্যাদি বহুমূল্য সামগ্রী দ্বারা সজ্জিত রয়েছে । যেহেতু এখানে আজও মল্লিক পরিবারের উত্তরাধিকাররা বসবাস করেন তাই জনসাধারণের এই প্যালেস দর্শনের অনুমতি নেই ।

৬. বেলভেদেরে এস্টেট

Photo of মার্বেল প্যালেস আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুইয়ে রয়েছে আশ্চর্য মিল... 7/7 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

বেলভেদেরে এস্টেটটি ১৮ শতকে নির্মাণ করা হয়। এই বেলভেদেরে এস্টেটের মধ্যেই কলকাতার বিখ্যাত ন্যাশনাল লাইব্রেরিটি অবস্থিত । শোনা যায়, ১৭৬০ সালে নবাব মীর জাফর আলি খান বেলভেদেরে এস্টেট নির্মাণ করেন। পরবর্তী কালে ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে মীর জাফর আলি খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই এস্টেটটির দায়ভার প্রদান করেন ।

কলকাতায় ঔপনিবেশিক শাসনকালে নির্মিত এমন আরও কিছু স্মৃতিসৌধ সম্পর্কে জানা থাকলে আমাদের লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads