পর্যটকদের জন্য রয়েছে একটা বিশেষ খবর... নতুন বছরে নতুন করে সেজে উঠছে কাশ্মীর উপত্যকা

Tripoto

কাশ্মীরের পার্বত্য উপত্যকার মনোরম প্রাকৃতিক পরিবেশ (ছবি : গেটি ইমেজেস)

Photo of Srinagar by Never ending footsteps

বসন্তকালীন উদ্ভিদ হিসেবে টিউলিপ ফুল বিশেষভাবে পরিচিত। এই ফুলের রং-বেরঙের সৌন্দর্য যথেষ্ট মনোগ্রাহী সেই কথা বলাই বাহুল্য। উজ্জ্বল রঙের এই ফুলগুলো দেখতে অনেকটাই কাপসদৃশ বা তারা সদৃশ হয়ে থাকে। বিভিন্ন প্রজাতিতে টিউলিপ গাছের উচ্চতা বিভিন্ন হয়।

কাশ্মীরের টিউলিপ গার্ডেনে টিউলিপ ফুলের চোখ-জুড়ানো সৌন্দর্য (ছবি সংগৃহীত)

Photo of পর্যটকদের জন্য রয়েছে একটা বিশেষ খবর... নতুন বছরে নতুন করে সেজে উঠছে কাশ্মীর উপত্যকা by Never ending footsteps

টিউলিপ ফুল দিয়ে এই নানা কথা বলার আগে সংক্ষিপ্ত পরিসরে বলে নেওয়া যেতে পারে টিউলিপ ফুলের চাষাবাদ ভারতের কোথায় হয় এবং ঠিক কেমনভাবে ফুলের চাষ বা টিউলিপ উৎসব পালন করা হয়।

ভারতবর্ষের মধ্যে কাশ্মীরের পার্বত্য উপত্যকা টিউলিপ ফুল চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত একথা সকলেরই জানা। কিন্তু এই বছরে কাশ্মীরে এই ফুলের চাষ সম্পর্কিত বিষয়ে সামান্য কিছু তারতম্য দেখা গিয়েছে।

প্রতিবছরই পর্যটকদের ভিড় চোখে পড়ে এই টিউলিপ ফুলের বাগানে (ছবি সংগৃহীত)

Photo of পর্যটকদের জন্য রয়েছে একটা বিশেষ খবর... নতুন বছরে নতুন করে সেজে উঠছে কাশ্মীর উপত্যকা by Never ending footsteps

দীর্ঘ একবছরেও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দি সাধারণ মানুষজন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তো নেই বরং কাছে-পিঠে কোথাও ঘুরতে যাওয়ার স্বপ্নও তার কাছে থেকে গিয়েছে অধরা। মানসিক অবসাদ এবং ক্লান্তিতে জর্জরিত মানুষ যখন প্রতিদিনের ব্যস্ততার দৌড়ে এবং আধুনিক প্রযুক্তির দৌড়ে নিজেদেরকে একটু একটু করে হারিয়ে ফেলছে, ঠিক সেই সময়ে প্রকৃতি যেন তার প্রকৃত বন্ধু হয়ে বাড়িয়ে দিচ্ছে নিজের হাত। প্রকৃতির স্নিগ্ধ সংস্পর্শে মানুষও একটু করে নিজেদের ক্লান্তিকে কাটিয়ে ওঠার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে... এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে কাশ্মীরের পার্বত্য উপত্যকা। মরুভূমিতে মরুদ্যানের মতোই কঠিন এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আশার ঝলক দেখা যাচ্ছে কাশ্মীরের উপত্যকাভূমিকে ঘিরে...

সাম্প্রতিক একটি খবর অনুসারে ২০২১ সালের টিউলিপ ফেস্টিভেলের জন্য কাশ্মীরি উপত্যকা বিশেষভাবে সেজে ওঠার প্রস্তুতি চালাচ্ছে। কাশ্মীরের ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত খবর অনুসারে এই তথ্যটি উঠে এসেছে।

শুধুমাত্র ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন যে এই উপলক্ষ্যে সাজানো হবে এমনটা নয় বরং কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাশ্মীরের অন্যান্য মোঘল গার্ডেনও (প্রায় ৬টির মতো) সাজানো হবে এই উপলক্ষ্যেই।

কাশ্মীরের পার্বত্য উপত্যকা জুড়ে টিউলিপ ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য (ছবি সংগৃহীত)

Photo of পর্যটকদের জন্য রয়েছে একটা বিশেষ খবর... নতুন বছরে নতুন করে সেজে উঠছে কাশ্মীর উপত্যকা by Never ending footsteps

প্রায় ৬২০০ প্রকারেরও বেশি প্রজাতির টিউলিপের চারা লাগানোর পাশাপাশি ১.২ বিলিয়নেরও বেশি টিউলিপ গাছের চারা লাগানো হবে বলেই জানা যাচ্ছে। কাশ্মীরের ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর ফারুক আহমেদ রেদার এবং ফ্লোরিকালচার গার্ডেন্স অ্যান্ড পার্কসের সেক্রেটারি শেখ ফায়াজ আহমেদের পারস্পরিক আলাপ-আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

এশিয়া মহাদেশের নিরিখে সবথেকে বড় টিউলিপ ফুলের বাগান রয়েছে কাশ্মীরে। শ্রীনগরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে এবছরে অর্থাৎ ২০২০সালেও প্রায় ১.৩ বিলিয়নেরও বেশি টিউলিপ ফুল ফুটেছিল। অতিমারীর এই পরিস্থিতিতে বহু পর্যটকই সেই ফুলের শোভা দেখতে পাননি। কিন্তু আগামী বছরে এমনটা হবে না বলেই আশা রাখছেন অনেকেই। তাই আগামী বছরের কথা মাথায় রেখেই নতুন রূপে সেজে উঠছে শ্রীনগর... কাশ্মীর উপত্যকা ভূমি।

নানা রঙের টিউলিপ ফুলের মেলা (ছবি সংগৃহীত)

Photo of পর্যটকদের জন্য রয়েছে একটা বিশেষ খবর... নতুন বছরে নতুন করে সেজে উঠছে কাশ্মীর উপত্যকা by Never ending footsteps

সুতরাং, করোনা মহামারীর এই পরিস্থিতিকে কাটিয়ে নতুন করে প্রকৃতির শোভা উপভোগ করতে চাইলে অবশ্যই একবার কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

Further Reads