আপনি কি কখনও ভারতের সুন্দরতম এই ট্রেনযাত্রায় গেছেন? যদি না গিয়ে থাকেন অবশ্যই অনেক কিছু মিস করেছেন...

Tripoto
Photo of আপনি কি কখনও ভারতের সুন্দরতম এই ট্রেনযাত্রায় গেছেন? যদি না গিয়ে থাকেন অবশ্যই অনেক কিছু মিস করেছেন... 1/1 by Aninda De
কোঙ্কণ রেলপথটি অন্যতম সুন্দর যাত্রাপথ নামেই সুপরিচিত (ছবি সংগৃহীত)

মহারাষ্ট্রের মুম্বই থেকে গোয়া হয়ে কর্ণাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত কোঙ্কণ রেলওয়ের দৈর্ঘ্য প্রায় ৭৪১ কিলোমিটার।

রেলপথের বিস্তৃতি

রেলওয়ে পশ্চিমঘাট পর্বতমালার ঘন জঙ্গলরাশির মধ্যে দিয়ে, আরব মহাসাগরের সমান্তরাল পথে ছুটে চলে।

এই রেল পথটির মাঝে আছে প্রায় ৯২টি টানেল বা সুড়ঙ্গপথ এবং ১৭৯টি গুরুত্বপূর্ণ সেতু। ৬.৫ কিলোমিটার দৈর্ঘ্যের কারাবুদে এই পথের দীর্ঘতম টানেল।

প্রচন্ড বৃষ্টিপাত যুক্ত এবং ধসপ্রবল এই এলাকার মধ্যে দিয়ে রেলপথ তৈরি হওয়াটা কোঙ্কণ রেলওয়ের মুকুটে আরেকটি পালক।

কিন্তু, এখানকার ভূমিরূপের জন্যেই কিন্তু দেখা পাই অসাধারণ, মনোমুগ্ধকর কিছু দৃশ্যের।

আপনিও কি আসতে চান না, এই অসাধারণ যাত্রায়!

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads