"বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে" এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে অবশ্যই আসতে হবে এই জায়গাটিতে...

Tripoto
Photo of "বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে" এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে অবশ্যই আসতে হবে এই জায়গাটিতে... 1/1 by Never ending footsteps
বেলুন সাফারির বিভিন্ন প্রক্রিয়া (ছবি সংগৃহীত, স্থান কেনিয়া)

প্রকৃতি এবং প্রাকৃতিক বিভিন্ন বস্তুর পারস্পরিক সাহচর্যে আমরা বরাবরই অভিভূত হই। প্রকৃতির বিভিন্ন বিষয়ের প্রতিই রয়েছে আমাদের আদিম এবং অকৃত্রিম কৌতূহল। নিজেদের চারপাশে ঘটে চলা বিভিন্ন বস্তুর সঙ্গে ছন্দ, সুর, তাল মিশিয়ে আমরা তৈরি করে ফেলি আমাদের একান্ত ব্যক্তিগত জীবনের বৃত্তটিকে।

খোলা আকাশের দিকে চেয়ে কখনও কি আমাদের মনে হয় নি পাখির মতো করে যদি আকাশে উড়তে পারতাম? কিংবা পাখির মতো চোখ দিয়ে যদি প্রকৃতিকে দেখতে পারতাম তাহলে কতই না ভাল হত! আসলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, যা শুনি তাকেই অনেকটা নিজের মতো করে, নিজের খেয়াল খুশির ছন্দে, তৈরি করে থাকি।

কিন্তু আমাদের স্বপ্ন এবং কল্পনার রঙে যদি নতুন করে রং লাগতে শুরু করে, আচ্ছা! তাহলে বিষয়টা কেমন হবে? আপনি উড়ন্ত অবস্থায় ভেসে ভেসে যেতে দেখতে পারছেন কোনও ঘন অরণ্যের মধ্যে পশু-পাখিদের বিভিন্ন ক্রিয়াকলাপ... বেশ মজার তাই না!

তাহলে বলে রাখি, আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে...

খবরের প্রতিবেদন অনুযায়ী আজ থেকে অর্থাৎ ১২ জানুয়ারি, ২০২১ সালে বান্ধবগড় টাইগার রিজার্ভ ফরেস্টে ট্যুরিস্টদের জন্য শুরু হচ্ছে এক অভিনব উদ্যোগ। যা হল ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি। ঘুরতে গিয়ে এমন মজাদার অভিজ্ঞতার সাক্ষী থাকতে কে না পছন্দ করবে? মধ্যপ্রদেশ সরকারের বনমন্ত্রীর তত্ত্বাবধানে গত বছরের ডিসেম্বর মাসেই এই প্রক্রিয়ার যাবতীয় কাজ প্রায় সমাপ্ত হয়েছে। সুতরাং, নতুন বছরে ট্যুরিস্টদের কাছে যে এটি একটি অভিনব প্রচেষ্টা হয়ে উঠবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

ভাবুন তো একবার এমন সুন্দর প্রকৃতিকে দেখতে কতই না ভাল লাগবে (ছবি সংগৃহীত)

Photo of Bandhavgarh National park, Garhpuri, Madhya Pradesh, India by Never ending footsteps

এই সাফারিটি কেবল এই জাতীয় উদ্যানের বাফার জোনে পাওয়া যাবে এবং তিনটি মূল অঞ্চলে নয়। বাফার জোনে ঘন ঘন বন্য প্রাণী দেখাশোনা করার পরে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন বা আপনি অধরা চিতা বা ভল্লুক স্পট করতে সক্ষম হতে পারেন।

বন্যপ্রাণীদের দর্শনলাভ (ছবি সংগৃহীত)

Photo of "বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে" এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে অবশ্যই আসতে হবে এই জায়গাটিতে... by Never ending footsteps

এই হট এয়ার বেলুন সাফারিটি জয়পুর ভিত্তিক স্কাইওয়াল্টজ বেলুন সাফারি দ্বারা পরিচালিত হবে, ভারতের প্রথম সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত হট এয়ার বেলুন অপারেটর। প্রতিটি ফ্লাইট প্রায় এক ঘণ্টা চলবে এবং ১৫০০০ টাকা এবং করের উদ্বোধনী মূল্যে চালু হচ্ছে। অপারেটর সম্পর্কে বুকিং এবং আরও তথ্যের জন্য, এখানে ক্লিক করুন। বান্ধবগড় অভিজ্ঞতার সাফল্যের উপর নির্ভর করে, রাজ্য সরকার অন্যান্য জাতীয় উদ্যানগুলি - কানহা, পঞ্চ এবং পান্নাতে এই ধরণের প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করছেন।

ছবি সংগৃহীত

Photo of "বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে" এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে অবশ্যই আসতে হবে এই জায়গাটিতে... by Never ending footsteps

বান্ধবগড় অভিজ্ঞতার উপর আরও পড়তে এখানে ক্লিক করুন

নীল এবং সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে (ছবি সংগৃহীত)

Photo of "বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে" এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে অবশ্যই আসতে হবে এই জায়গাটিতে... by Never ending footsteps

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।