দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা

Tripoto
Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 1/11 by Deya Das

আজ আন্তর্জাতিক মহাসাগর দিবস। ছোটবেলায় রূপকথার গল্প শোনা যায় সাত সমুদ্র তেরো নদীর কথা। আর সেই সময় থেকেই শিশুমনে সমুদ্রের প্রতি একটা আকর্ষণবোধ কাজ করে। সমুদ্র ভালবাসে না এমন মানুষের হয়তো সত্যিই অভাব রয়েছে। ব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেলে অনেকেই সমুদ্রের টানে পাড়ি দেয় পুরী, দীঘা বা মন্দারমণি। সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসে ঝালমুড়ি বা বাদামভাজা খাওয়া সাথে উত্তাল সমুদ্রের ঢেউ উপভোগ করার যে নৈসর্গিক আনন্দ তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। কিন্তু এই সব কিছুর মাঝে আমরা নিজেদের আনন্দ উল্লাস বজায় রাখতে গিয়ে সমুদ্র দূষণের মতো একটি অতি মারাত্মক কাজ করে ফেলি।

সমুদ্র দূষণের কারণ-

• যত্রতত্র প্লাস্টিক নিক্ষেপ।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 2/11 by Deya Das
সমুদ্রের জল প্রায় প্রতিদিনই দূষিত হয়ে চলেছে

• পানীয় দ্রব্য সেবন করে সেই বোতল সমুদ্রে ছুঁড়ে ফেলা।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 3/11 by Deya Das

• বড় বড় তেলবাহী জাহাজগুলি থেকে সমুদ্রের জল দূষিত হয়।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 4/11 by Deya Das

• সমুদ্রের নীচে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে আবর্জনা ফেলা।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 5/11 by Deya Das

• সমুদ্রের জলে জামাকাপড় পরিষ্কার করার ফলে ক্ষতিকারক সাবান জলে মিশে যাওয়া।

• খাবার খেয়ে উচ্ছিষ্ট দ্রব্য জলে ফেলা।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 6/11 by Deya Das
সমুদ্রের তলা থেকে উচ্ছিষ্ট দ্রব্যের নমুনা (ছবি সংগৃহীত)

• প্যাকেট খাবার খাওয়ার পর প্যাকেটগুলি সমুদ্রে ছুঁড়ে ফেলা।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 7/11 by Deya Das

• বিভিন্ন কাজে ব্যবহৃত কাপড়ের ছেঁড়া টুকরো জলে ফেলা।

• মলমূত্র ত্যাগ করা।

• অ্যাসিডের জন্য দূষিত হয়।

• মৃতদেহ ফেলার জন্য দূষিত হয়।

• বিভিন্ন কলকারখানা, হাসপাতাল থেকে নির্গত দূষিত তরল পদার্থের জন্য হয়।

দূষণের প্রভাব-

• সমুদ্রের এই জল দূষণের ফলে বিভিন্ন রকমের। জলজ প্রাণী আজ বিলুপ্তির পথে।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 8/11 by Deya Das

• সমুদ্রের জলের যে বিশেষ গুণগুলি থাকে সেগুলো নষ্ট হচ্ছে।

• জলের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 9/11 by Deya Das

• সমুদ্রের আশেপাশের পরিবেশ দূষিত হয়।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 10/11 by Deya Das

• এই অপরিষ্কার জলে স্নান করার জন্য অনেক সময় গায়ে বিভিন্ন রকম চর্ম রোগের সৃষ্টি হচ্ছে ।

Photo of দূষণমুক্ত হোক সমুদ্রের জল! আন্তর্জাতিক মহাসাগর দিবসে এটাই একমাত্র পরিকল্পনা 11/11 by Deya Das

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার আবহের কিছুটা হলেও জলদূষণ কমেছে। কারণ এই অতিমারী পরিস্থিতিতে মানুষ ঘর ছেড়ে বেরোতে ভয় পেয়েছেন। তাই ভ্রমণের জায়গাগুলিতে দূষণ কমতে শুরু করেছে। তবে এই অবস্থা হয়ত সাময়িক...

তাই আজকের দিনটিকে মর্যাদা দিতে শুধু লেখালেখির মাধ্যমে নয়, নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে সর্বোপরি সমুদ্রের পরিবেশকে স্বচ্ছ ও স্বাস্থ্যকর করে রাখার দায়িত্ব কিন্তু সবার। কারণ পরিবেশ নষ্ট হলে কতটা সমস্যার সম্মুখীন মনুষ্য জগতকে হতে হয় তার হয়ত কিছুটা আভাস আমরা বিগত দু’বছর ধরে পেয়ে আসছে। তাই আগামী বছরগুলোতে যেন একটি সুস্থ-সুন্দর জীবন কাটাতে পারি সেই কারণে শুধু স্থলভাগ নয়, জলভাগের পরিবেশকেও পরিষ্কার রাখা প্রয়োজন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

More By This Author

Further Reads