এখানে জলপ্রপাত চলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে...সত্যিই বিস্ময়কর!

Tripoto
Photo of এখানে জলপ্রপাত চলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে...সত্যিই বিস্ময়কর! 1/5 by Deya Das

পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যেগুলি সাধারণ নিয়মের বাইরে গিয়ে আজও ব্যতিক্রমী হিসাবে চোখে পরে। আর এই ব্যতিক্রমী বিষয়গুলি খুঁজে বের করে তার সন্ধানে বেরিয়ে পরে পর্যটন প্রেমীরা। সন্ধানের পথ যে সবসময় সমতল হয় এমন নয়, কখনও কখনও বক্রপথেও এগোতে হয়। তবুও অনুসন্ধানকারীর গতিরুদ্ধ করা যায় না। ঠিক এইরকমই একটা অজানা জলপ্রপাতের সন্ধানে আজ আমরা বেরিয়ে পড়েছে মহারাষ্ট্রের পথে।

জলপ্রপাতের রহস্য-

Photo of এখানে জলপ্রপাত চলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে...সত্যিই বিস্ময়কর! 2/5 by Deya Das
মাধ্যাকর্ষণের বিপরীত অভিমুখে ছোটে এখানকার জল (ছবি সংগৃহীত)

পুনে থেকে ১২৯ কিলোমিটার এবং মুম্বাই থেকে ১৬৫ কিলোমিটার দূরে অবস্থিত নানেঘাট রোমাঞ্চপ্রেমীদের জন্য অন্যতম ট্রেকিংয়ের জায়গা। বর্ষাকালে পশ্চিমঘাট পর্বতমালার কাছে অবস্থিত এই নানেঘাটের সৌন্দর্য আরও দ্বিগুন হয়ে ওঠে। তাই পর্যটকেরা বর্ষায় এখানে আসেন সৌন্দর্য উপলব্ধি করতে। এই জায়গার প্রথম এবং প্রধান আকর্ষণ হল নানেঘাট জলপ্রপাত।

Photo of এখানে জলপ্রপাত চলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে...সত্যিই বিস্ময়কর! 3/5 by Deya Das
প্রকৃতির এখানে সত্যিই অন্যরকম (ছবি সংগৃহীত)

মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আমাদের সকলেরই কমবেশি জানা। এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সমস্ত কিছু পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কিন্তু এই জলপ্রপাতটি মাধ্যাকর্ষণের সম্পূর্ণ বিপরীতে বয়ে চলে। এই স্থানে প্রবাহিত প্রবল শক্তিশালী বাতাস জলপ্রপাতের জলধারাকে নিম্নমুখী হতে দেয় না, তা ওপরের দিকে বিপরীতে ঠেলে উঠিয়ে দেয়। পাহাড়ের কোল জুড়ে ঊর্ধ্বমুখী জলরাশির আগত পর্যটকদের শরীর স্পর্শ করে। আর ঠিক এই কারণেই এই জলপ্রপাতটি আর পাঁচটা জলপ্রপাতের থেকে সম্পূর্ণ আলাদা।

Photo of এখানে জলপ্রপাত চলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে...সত্যিই বিস্ময়কর! 4/5 by Deya Das
আপনি এই জায়গাতে গেলে মুগ্ধ হবেনই (ছবি সংগৃহীত)

ইতিহাস ঘেঁটে জানা যায়, ছত্রপতি শিবাজী তাঁর শাসনকালে এই ট্রেকিং-এর রাস্তা দিয়েই ব্যবসা-বাণিজ্যের কাজ চালাতেন। এখানকার ভাঙ্গা পাথর, প্রাচীন গুহা সবকিছুই আজও সেই সময়কার গল্পের সাক্ষী হয়ে রয়েছে।

ঘুরতে যাওয়ার সময় কী কী সঙ্গে রাখবেন-

Photo of এখানে জলপ্রপাত চলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে...সত্যিই বিস্ময়কর! 5/5 by Deya Das

যেহেতু পার্বত্য অঞ্চল তার ওপর মৌসুমী বায়ুর আনাগোনা তাই বেশ কিছু জিনিস সঙ্গে রাখা প্রয়োজন

• টর্চ

• প্যাকেটজাত খাবার

• ছাতা

• ওষুধ

• জলের বোতল

• মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক

• টাকা পয়সা

• গরম কাপড় জামা

কীভাবে পৌঁছাবেন-

নানেঘাট পৌঁছানোর জন্য সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর উঠে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে ১২০ কিলোমিটার দূরে নানেঘাট অবস্থিত। বিমানবন্দর থেকে সরাসরি কোন গাড়ি ভাড়া করে আপনি এই ট্রেক পয়েন্টে পৌঁছে যেতে পারেন।

এছাড়াও ট্রেনে করে গেলে সাম্রাদ গ্রামের পৌঁছতে হবে। যেখানে যাওয়ার জন্য সবার প্রথম কাসারা রেলওয়ে স্টেশনে নামতে হবে। যেখান থেকে সাম্রাট গ্রামটির ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।