তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি...

Tripoto
Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 1/10 by Deya Das
ছোটবেলার মিষ্টি স্মৃতির আড়ালে (ছবি সংগৃহীত)

বহুদিন পর আজ হঠাৎ করেই ছোটবেলার অ্যালবামটা খুলে দেখতে খুব ইচ্ছা হল। অ্যালবাম খুলতেই মনে পরে গেল পুরনো দিনের সব স্মৃতিগুলোর কথা; সেগুলো যেন আজও জীবন্ত। ছোটবেলায় এত ভালো দামি ক্যামেরা না থাকলেও যেভাবে এই স্মৃতিগুলোকে আবদ্ধ করা হয়েছিল তাই আমার কাছে বড্ড প্রিয়। আজ বড় হবার পর আমরা যখন অনেক শখ করে দামি ফোনের ক্যামেরার ফটো তুলি, তখন মনে হয় একটা সময় হয়ত এগুলো স্মৃতি হয়ে থাকবে।

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 2/10 by Deya Das
ক্যামেরাবন্দি মুহূর্তেরা (ছবি সংগৃহীত)

মাঝে মাঝে টুকটাক ঘুরতে গিয়ে সুন্দর জায়গাকে ক্যামেরাবন্দি করার জন্য হয়তো আমরা অনেক সময় নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজকে দূরে সরিয়ে রাখি। তবুও ছবি তোলার নেশা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়ে যায়। আজ ১৯শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবসে আপনাদের সামনে এমন কিছু সুন্দর জায়গার সন্ধান দেব যেগুলো হয়তো আপনার ফটো তোলার নেশাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে।

ভারতের বেশ কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি স্পট-

ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে যেখান থেকে আপনি অনায়াসে মহাজাগতিক বিষয়গুলির দর্শন পাবেন। রাতের আকাশে জ্যোৎস্না ভরা তারার আলো কিংবা চাঁদে স্নিগ্ধতা যখন আপনার ক্যামেরার লেন্সকে স্পর্শ করবে তখন বিশ্বব্রহ্মাণ্ড দর্শনের স্বাদ কিছুটা হলেও উপভোগ করবেন।

১. হানলে (লাদাখ)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 3/10 by Deya Das

২. কসর্গড (কেরালা)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 4/10 by Deya Das

৩. উজির (কর্ণাটক)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 5/10 by Deya Das

৪. বেঙ্গালুরু-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 6/10 by Deya Das

৫. হাটু পিক (হিমাচল প্রদেশ)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 7/10 by Deya Das

৬. দেবস্থল (উত্তরাখণ্ড)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 8/10 by Deya Das

৭. কচ্ছের রান (গুজরাট)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 9/10 by Deya Das

৮. জয়সালমীর, সারিস্কা, অলওয়ার (রাজস্থান)-

Photo of তারা ভরা আকাশের নীচে অ্যাস্ট্রোফোটোগ্রাফির এক রোমাঞ্চকর অনুভূতি... 10/10 by Deya Das

আলোকচিত্রকরদের জন্য এই জায়গাগুলি কিন্তু অভিনবত্বের ছোঁয়ায় রোমাঞ্চকর। তাই সুযোগ যখন ধরা দেবে দেরি না করে আপনার প্রিয় ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পরুন এই স্পর্শাতীত এই মুহূর্তগুলোকে বন্দি করতে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads