বহুদিন পর আজ হঠাৎ করেই ছোটবেলার অ্যালবামটা খুলে দেখতে খুব ইচ্ছা হল। অ্যালবাম খুলতেই মনে পরে গেল পুরনো দিনের সব স্মৃতিগুলোর কথা; সেগুলো যেন আজও জীবন্ত। ছোটবেলায় এত ভালো দামি ক্যামেরা না থাকলেও যেভাবে এই স্মৃতিগুলোকে আবদ্ধ করা হয়েছিল তাই আমার কাছে বড্ড প্রিয়। আজ বড় হবার পর আমরা যখন অনেক শখ করে দামি ফোনের ক্যামেরার ফটো তুলি, তখন মনে হয় একটা সময় হয়ত এগুলো স্মৃতি হয়ে থাকবে।
মাঝে মাঝে টুকটাক ঘুরতে গিয়ে সুন্দর জায়গাকে ক্যামেরাবন্দি করার জন্য হয়তো আমরা অনেক সময় নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজকে দূরে সরিয়ে রাখি। তবুও ছবি তোলার নেশা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়ে যায়। আজ ১৯শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবসে আপনাদের সামনে এমন কিছু সুন্দর জায়গার সন্ধান দেব যেগুলো হয়তো আপনার ফটো তোলার নেশাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে।
ভারতের বেশ কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি স্পট-
ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে যেখান থেকে আপনি অনায়াসে মহাজাগতিক বিষয়গুলির দর্শন পাবেন। রাতের আকাশে জ্যোৎস্না ভরা তারার আলো কিংবা চাঁদে স্নিগ্ধতা যখন আপনার ক্যামেরার লেন্সকে স্পর্শ করবে তখন বিশ্বব্রহ্মাণ্ড দর্শনের স্বাদ কিছুটা হলেও উপভোগ করবেন।
১. হানলে (লাদাখ)-
২. কসর্গড (কেরালা)-
৩. উজির (কর্ণাটক)-
৪. বেঙ্গালুরু-
৫. হাটু পিক (হিমাচল প্রদেশ)-
৬. দেবস্থল (উত্তরাখণ্ড)-
৭. কচ্ছের রান (গুজরাট)-
৮. জয়সালমীর, সারিস্কা, অলওয়ার (রাজস্থান)-
আলোকচিত্রকরদের জন্য এই জায়গাগুলি কিন্তু অভিনবত্বের ছোঁয়ায় রোমাঞ্চকর। তাই সুযোগ যখন ধরা দেবে দেরি না করে আপনার প্রিয় ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পরুন এই স্পর্শাতীত এই মুহূর্তগুলোকে বন্দি করতে।