আড্ডা প্রিয় বাঙালি - প্যান্ডেমিক আর লকডাউনের মধ্যে ফিরে দেখা শহরের কিছু সেরা আড্ডা দেওয়ার জায়গা...

Tripoto
Photo of আড্ডা প্রিয় বাঙালি - প্যান্ডেমিক আর লকডাউনের মধ্যে ফিরে দেখা শহরের কিছু সেরা আড্ডা দেওয়ার জায়গা... 1/1 by Aninda De
ছবি সংগৃহীত (ওয়ার্ডপ্রেস)

বাঙালি মানেই আড্ডা আর আড্ডা মানেই বাঙালি, এই কথা তো আর নতুন নয়। মাছে ভাতে বাঙালীর মতোই আড্ডায় গল্পে বাঙালীর সুনামও সর্বজনবিদিত। পাড়ার মোড়ে, রকের ধারে, বা চায়ের দোকানে, দুই বাঙালি এক হলে ঘণ্টার পর ঘণ্টা ধরে তর্ক বিতর্ক আড্ডা আলাপ জমে ওঠা রয়েছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে। সেই আড্ডার স্থান কিন্তু থেমে থাকেনি নিতান্তই পাড়ার মোড়ে, খাদ্যরসিক বাঙালি শহর জুড়ে খুঁজে বের করেছে এমন সব আড্ডা দেওয়ার জায়গা যেখানে শুধু বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আড্ডা দেওয়া যাবে তাই নয়, সবসময় সঙ্গে থাকবে মুখরোচক কিছু। প্যান্ডেমিক কালে চলুন ফিরে দেখি আমাদের প্রিয় সেই সমস্ত স্থানগুলি। আর যেহেতু ধীরে ধীরে লকডাউন খুলে যাওয়ার ফলে রেস্টুরেন্ট গুলি ফিরে আসছে আমাদের রসনাতৃপ্ত করার জন্যে, দেখে নিন আপনার পরবর্তী আড্ডার ঠিকানা কোথায় হতে পারে।

১. আবার বৈঠক

জম্পেশ করে একসঙ্গে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা, সঙ্গে যদি থাকে টুকটাক মুখ চালাবার সরঞ্জাম। যোধপুর পার্কের আবার বৈঠক ঠিক এইরকম একটা জায়গা, যেখানকার ক্যাজুয়াল চাৰ্ম আপনার মন জয় করে নিতে বাধ্য। খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া চারিপাশের অঙ্গসজ্জায়, কিন্তু মেনুতে ইংলিশ ব্রেকফাস্টের হাতছানি। একদিকে যেমন ফেলুদা সত্যজিতের আমেজ, অন্যদিকে সসেজ সালামির ইশারা। ঘণ্টার পর ঘণ্টা বন্ধুদের সঙ্গে বসে সময় কাটানোর জন্যে আবার বৈঠক কলকাতার অন্যতম সেরা আড্ডাস্পট।

২. রাজ স্প্যানিশ ক্যাফে

এই শহরের বুকেই কিন্তু রয়েছে একটুকরো স্প্যানিশ পরিচিতি। কলকাতা মিউজিয়ামের পাশে সদর স্ট্রিটের ভিতরে এক কোণে রয়েছে এই ছোট্ট ক্যাফেটেরিয়া, যা কিন্তু ক্যাফে কম এর দেশ বিদেশের মানুষের আড্ডা দেওয়ার জায়গাই বেশি বলা চলে। লকডাউনের পূর্বে এখানে এলেই দেখা পাওয়া যেত স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান ব্যাকপাকারদের সঙ্গে যারা কলকাতায় ঘোরার মাঝে অলস দুপুরবেলাগুলো কাটিয়ে যায় এখানে আড্ডা দিয়ে। উপরি আকর্ষণ, অসাধারণ ভালো ডেজার্টস আর কাঠের ওভেনে তৈরি করা পিৎজা। শুধুমাত্র এক কাপ চা নিয়েই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে চাইলে অবশ্যই চলে আসুন রাজ স্প্যানিশ ক্যাফের টেবিলে।

৩. আর্টসি ক্যাফে

যদি ইচ্ছে করে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন এক জায়গায় আড্ডা দিতে, যেখানকার খাবার, ডেকোরেশন পুরোটাই একেবারে অন্তর্জাতিক মানের, কিন্তু দামের দিক দিয়ে সাধ্যের মধ্যেই? তাহলে ঘুরে আসতে পারেন মিন্টো পার্কের কাছে অবস্থিত আর্টসি ক্যাফে থেকে, যেখানে পাবেন অসাধারণ কফি, চা আর মেডিটেরিনিয়ান খাবার। এছাড়াও সম্পুর্ণ ক্যাফেটি জুড়ে তৈরি হয়েছে একটি আর্ট গ্যালারি, রয়েছে দেদার বই এর বোর্ড গেমস এর সম্ভার। গল্পগুজব আর খাওয়া দাওয়ার মেলবন্ধনের সেরা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জায়গায় আড্ডা দিতে চাইলে তাই যেতেই হবে আর্টসি ক্যাফে।

৪. প্যারামাউন্ট

আর যদি ইচ্ছে করে নতুনের দিকে পা না বাড়িয়ে ঘুরে আসতে চান ক্যালকাটা ক্ল্যাসিকের নস্টালজিয়া মেশানো আমেজে, তাহলে চলে আসুন কলেজ স্কোয়ারের ধারে প্যারামাউন্ট শরবতের দোকানে। গোটা কলেজ স্ট্রিট এক ডাকে চেনে এই প্রবাদপ্রতিম শরবতের দোকানটিকে যা যুগে যুগে হয়ে রয়েছে হাজার হাজার স্কুল আর কলেজ পড়ুয়াদের আড্ডার প্রিয় জায়গা। ডাব শরবত বা প্যাশন ফ্রুট ড্রিঙ্কে ঠান্ডা চুমুকের আয়েশে ভেসে গিয়ে মজে উঠুন প্রিয় মানুষটির সাথে নিবিড় আড্ডায়।

৫. রোস্টারি কফি হাউস

দক্ষিণ কলকাতায় হিন্দুস্তান পার্কের অভিজাত পাড়ার মধ্যে অবস্থিত রোস্টারি কফি হাউস শহরের আড্ডা ঠেক গুলির মধ্যে নবতম সংযোজন। কিন্তু সবুজে ভরা কম্পাউন্ডের মাঝে বড় উঠোনে ছড়ানো এই ক্যাফের টেবিল গুলোতে একবার বসলে কিছুতেই আর উঠতে ইচ্ছে করবে না। দেশ বিদেশের শ্রেষ্ঠ কফি খেতে চাইলে অবশ্যই আসতে হবে এখানে। চেখে দেখতে পারেন এদের ক্যাপুচিনো বা নাইট্রো কোল্ড ব্রিউ। রবিবারে বা ছুটির দিনে দেরি করে প্রাতরাশের আমেজ যেন ছেয়ে রয়েছে এখানে। অনেকক্ষণ ধরে প্রাণের বন্ধুদের নিয়ে গভীর আড্ডায় হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা কিন্তু রোস্টারির উঠোনে।

৬. অলি পাব

তবে সব আড্ডাই কি আর শুধু চা কফিতে সীমিত রাখা যায়? তাই সন্ধে বাড়লে চলে আসুন পার্ক স্ট্রিটের এই পানশালায়, যা কলকাতা শহরের এক ঐতিহ্য। হুইস্কি বা বিয়ারের গ্লাসে চুমুকের সঙ্গে ছোটবেলার বন্ধুত্বে পড়ুক রঙিন নেশার আমেজ। অলিপাবের চিকেন আলা কিভ, বা মিক্সড গ্রিল প্ল্যাটার একসময়ে ছিল কলকাতার কন্টিনেন্টাল খাবারের শ্রেষ্ঠ নিদর্শন। পার্ক স্ট্রিটের এই ওল্ড ক্যালকাটা চাৰ্ম ধরে রাখার পিছনে কিন্তু অলি পাবের ম্যাজিকের অবদান অনস্বীকার্য। তাই আড্ডার দাবি হয় সাধ্যের মধ্যে একটু হৈ হুল্লোড়ের, তাহলে আগামী গন্তব্য হোক অলিম্পিয়া পাবের টেবিল।

৭. চা বার - অক্সফোর্ড বুক স্টোর

পার্ক স্ট্রিটের আরেক হ্যাপেনিং আড্ডাস্পট হল অক্সফোর্ড বইয়ের দোকানের ভিতরে দুতলায় চা বার। চা বারে আপনি পাবেন নানান রকম স্টাইলের, নানান দেশের চা পানের সুযোগ। বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে ইচ্ছে করলেই নেড়ে চেড়ে পড়ে দেখতে পারেন অক্সফোর্ডের বেস্ট সেলার বই গুলি। এছাড়াও সাহিত্যধর্মী বিভিন্ন ইভেন্ট প্রায়শই আয়োজিত হয় এখানে - চলতে থাকে সেলিব্রিটিদের আনাগোনা, চা বারে বসে সেগুলো দেখার সুযোগও পেয়ে যাবেন স্বচক্ষে।

৮. কফি হাউস - কলেজ স্ট্রিট

সব শেষে কিন্তু বাঙালীর মননে আড্ডা দেওয়ার সেরা স্থান আমাদের সবার প্রিয়, সবার পছন্দের কলেজ স্ট্রিটের আদি ও অকৃত্রিম কফি হাউসের। ইনফিউসনের চুমুকে চুমুক কফি হাউস ফিরিয়ে দেয় কত দিনের পুরনো ছেলেবেলার স্মৃতি আর ভালোবাসা। আইকনিক আড্ডা দেওয়ার ঠাঁই হিসেবে কফি হাউসের সুখ্যাতি শুধু দেশেই সীমাবদ্ধ নয়, পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারেও। কফি হাউসের সেই আড্ডাটা যে আজও আছে, তা প্রমাণ করতেই যেন কত শত বাঙালি প্রতিদিন ভিড় করেন কফিহাউসের চির পরিচিত চৌকো টেবিলে, কফি, পকোড়া, কাটলেটের সঙ্গতে আড্ডার ডাকে সাড়া দিতে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।