বিশ্বের বৈচিত্রময় দেশগুলির মধ্যে প্রথমেই রয়েছে ভারতবর্ষ । এই ভারতে ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য লক্ষ করা যায়। এখানে ভাষা, সংস্কৃতি, শিল্পের মধ্যে ভিন্নতা দেখা গেলেও একটা ঐক্য রয়েছে ।
ভারতের ২৮ টি রাজ্য এবং ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে । প্রত্যেকটা স্থানেই ভাষা এবং সংস্কৃতির ভিন্নতা লক্ষ করা যায় । তবে ভিন্নতাকে বজায় রেখেই ভারতবাসীরা সুখী । তবে এই সুখকে মানুষের হাসি কান্না ইত্যাদি অনুভূতি দ্বারা বিচার করবেন না । এই সুখী রাজ্যের সার্ভেটা সম্পূর্ণভাবে জীবিকা, আয়, শিক্ষার বিচারের উপর নির্ভরশীল । এছাড়াও সেই রাজ্যটি বসবাসের জন্য ঠিক কতটা সুরক্ষিত এবং জীবনধারণের জন্য কতটা উপযোগী সেই বিষয়েই সুখী রাজ্যের স্থান বিবেচনা করা হয়েছে । ভারতের এই সুখী রাজ্যগুলি হল -
১. অরুণাচল প্রদেশ -
রাজ্যের বিশেষত্ব - অরুণাচল প্রদেশ রাজ্যটি নানান লুপ্তপ্রায় প্রাণী এবং উদ্ভিদের আতুরঘর । এই রাজ্যটি রেইনফরেস্ট, ওয়াইল্ডলাইফ সাংকচুয়ারি, এবং পাহাড়ী সংস্কৃতির জন্য বিশেষভাবে বিখ্যাত । এই রাজ্যটি তেমন জনবহুল না হলেও এখানে আদিম জনজাতির দেখা পাওয়া যায়।
বিখ্যাত খাদ্য - অরুণাচল প্রদেশের বিখ্যাত সুরা হলো আপং। এই পানীয়টি ভাতের মাড় অথবা বাজরা (ভুট্টা ) সহযোগে নির্মিত ।
২. গুজরাত -
রাজ্যের বিশেষত্ব - গুজরাত রাজ্যটি সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক- আশাক, খাদ্য রসনার জন্য প্রসিদ্ধ । বিশ্বের সর্বোচ্চ উঁচু মূর্তি সর্দার প্যাটেল স্ট্যাচু থেকে কচ্ছের রণ কিংবা বিখ্যাত এশিয়াটিক সিংহ, সুসজ্জিত হাতের কাজ, দুগ্ধ শিল্পের জন্য ও গুজরাট রাজ্যটি যথেষ্ট পরিচিত ।
বিখ্যাত খাদ্য - গুজরাতের বিখ্যাত খাদ্যগুলি হলো - খাঁকরা, ফাফরা, ধোকলা, খান্দভী, মেথি কা থেপলা, ডাল ধোকলি ইত্যাদি ।
৩. সিকিম -
রাজ্যের বিশেষত্ব- পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম রাজ্যটি নানান প্রজাতির প্রাণের প্রধান বাসস্থান ।এখান থেকে ভারতের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করা যায় ।সারা বছরই এখানে মনোরম আবহাওয়া উপভোগ করা যায় ।
বিখ্যাত খাদ্য - মোমো এবং থুকপা এই রাজ্যের বিখ্যাত খাবার গুলি - চাঙ্গ, কিনেমা কারী, কদো কো রুটি, ফাগশাপা, সিঙ্কি ইত্যাদি ।
৪.পন্ডিচেরি -
কেন্দ্রশাসিত অঞ্চলের বিশেষত্ব- ভারতের দক্ষিণপ্রান্তে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটি বিখ্যাত পর্যটন স্থান হিসেবে পরিচিত । এই স্থানটি সৌন্দর্য, উন্মত্ত সমুদ্র, কম মূল্যের অ্যালকোহল উপলব্ধি পর্যটকদের আকৃষ্ট করে তা বলাই বাহুল্য ।
বিখ্যাত খাদ্য - পর্যটকরা এখানে প্রাতঃরাশে বাগুত্তেস, কফি সহযোগে ক্রোইস্সান্ট ট্রাই করতে ভোলেন না । এছাড়াও ফরাসী খাদ্য কক আউ ভিন, রাতাতৌললে এবং দক্ষিনী খাদ্য দোসা, সাম্বার, ইডলি খেতে পারেন ।
৫. আন্দামান ও নিকোবর -
দ্বীপের বিশেষত্ব - ভারতের বিখ্যাত পর্যটনস্থল গুলির মধ্যে অন্যতম প্রধান হল - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । সমুদ্র দর্শন, সুসজ্জিত সমুদ্রতট, পার্ক এবং সাংকচুয়ারি, বিখ্যাত কারাগার, রিসোর্ট ইত্যাদি আন্দামানের প্রধান বিশেষত্ব ।
বিখ্যাত খাদ্য - আন্দামানের বিশেষ খাদ্য গুলি হলো - মাছের কারী, অমৃতসরী কুলচা, চিলি কারী, চিংড়ি নারকেল কারি ইত্যাদি ।
৬. পাঞ্জাব -
রাজ্যের বিশেষত্ব- পাঞ্জাব শব্দটি অর্থ হলো - ৫ টি নদীর সমাহার । পাঞ্জাবের বিখ্যাত ধর্মস্থান থেকে শুরু করে নানান খাদ্যরীতি, পারান্দা জুয়েলারীর জন্য এই স্থানটি বিখ্যাত ।
বিখ্যাত খাদ্য -পাঞ্জাবের জনপ্রিয় খাদ্য গুলি হলো - মাক্কে দি রোটি, সারসো দা শাগ । তবে অমৃতসরী কুলচা, লস্যি, ছোলে- ভাতুরে, পিন্নি ও কিন্তু পাঞ্জাবে যথেষ্ট পরিচিত ।
৭. মিজোরাম -
রাজ্যের বিশেষত্ব- ভারতের উত্তরপূর্বে অবস্থিত মিজোরাম রাজ্যটি পার্বত্য অঞ্চল হিসেবে পরিচিত । শীতল জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্য -এর কারণে এখানে প্রতিবছর বহু পর্যটকের সমাগম হয় ।
বিখ্যাত খাদ্য - কোয়াত পিঠা, মিসা মাচ পুরা, মিজো ভাকশা, ছুম হান, বাই ইত্যাদি মিজোরামের বিখ্যাত খাদ্য তালিকায় অন্তর্ভূক্ত । সুখী রাজ্যের হিসেবে মিজোরামের মান হলো - ৩.৫৭ নম্বর ।
ভারতের এই সুখী রাজ্যগুলির সাথে আপনি কতটা পরিচিত? নিচে কমেন্ট বাক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না ।