ভারতের সবথেকে সুখী রাজ্য হল এইগুলি... আপনার রাজ্য কি রয়েছে?

Tripoto
Photo of ভারতের সবথেকে সুখী রাজ্য হল এইগুলি... আপনার রাজ্য কি রয়েছে? 1/1 by Surjatapa Adak

বিশ্বের বৈচিত্রময় দেশগুলির মধ্যে প্রথমেই রয়েছে ভারতবর্ষ । এই ভারতে ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য লক্ষ করা যায়। এখানে ভাষা, সংস্কৃতি, শিল্পের মধ্যে ভিন্নতা দেখা গেলেও একটা ঐক্য রয়েছে ।

ভারতের ২৮ টি রাজ্য এবং ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে । প্রত্যেকটা স্থানেই ভাষা এবং সংস্কৃতির ভিন্নতা লক্ষ করা যায় । তবে ভিন্নতাকে বজায় রেখেই ভারতবাসীরা সুখী । তবে এই সুখকে মানুষের হাসি কান্না ইত্যাদি অনুভূতি দ্বারা বিচার করবেন না । এই সুখী রাজ্যের সার্ভেটা সম্পূর্ণভাবে জীবিকা, আয়, শিক্ষার বিচারের উপর নির্ভরশীল । এছাড়াও সেই রাজ্যটি বসবাসের জন্য ঠিক কতটা সুরক্ষিত এবং জীবনধারণের জন্য কতটা উপযোগী সেই বিষয়েই সুখী রাজ্যের স্থান বিবেচনা করা হয়েছে । ভারতের এই সুখী রাজ্যগুলি হল -

১. অরুণাচল প্রদেশ -

রাজ্যের বিশেষত্ব - অরুণাচল প্রদেশ রাজ্যটি নানান লুপ্তপ্রায় প্রাণী এবং উদ্ভিদের আতুরঘর । এই রাজ্যটি রেইনফরেস্ট, ওয়াইল্ডলাইফ সাংকচুয়ারি, এবং পাহাড়ী সংস্কৃতির জন্য বিশেষভাবে বিখ্যাত । এই রাজ্যটি তেমন জনবহুল না হলেও এখানে আদিম জনজাতির দেখা পাওয়া যায়।

Photo of Arunachal Pradesh, India by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য - অরুণাচল প্রদেশের বিখ্যাত সুরা হলো আপং। এই পানীয়টি ভাতের মাড় অথবা বাজরা (ভুট্টা ) সহযোগে নির্মিত ।

২. গুজরাত -

রাজ্যের বিশেষত্ব - গুজরাত রাজ্যটি সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক- আশাক, খাদ্য রসনার জন্য প্রসিদ্ধ । বিশ্বের সর্বোচ্চ উঁচু মূর্তি সর্দার প্যাটেল স্ট্যাচু থেকে কচ্ছের রণ কিংবা বিখ্যাত এশিয়াটিক সিংহ, সুসজ্জিত হাতের কাজ, দুগ্ধ শিল্পের জন্য ও গুজরাট রাজ্যটি যথেষ্ট পরিচিত ।

Photo of Gujrat, Punjab, India by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য - গুজরাতের বিখ্যাত খাদ্যগুলি হলো - খাঁকরা, ফাফরা, ধোকলা, খান্দভী, মেথি কা থেপলা, ডাল ধোকলি ইত্যাদি ।

৩. সিকিম -

রাজ্যের বিশেষত্ব- পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম রাজ্যটি নানান প্রজাতির প্রাণের প্রধান বাসস্থান ।এখান থেকে ভারতের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করা যায় ।সারা বছরই এখানে মনোরম আবহাওয়া উপভোগ করা যায় ।

Photo of Sikkim, India by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য - মোমো এবং থুকপা এই রাজ্যের বিখ্যাত খাবার গুলি - চাঙ্গ, কিনেমা কারী, কদো কো রুটি, ফাগশাপা, সিঙ্কি ইত্যাদি ।

৪.পন্ডিচেরি -

কেন্দ্রশাসিত অঞ্চলের বিশেষত্ব- ভারতের দক্ষিণপ্রান্তে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটি বিখ্যাত পর্যটন স্থান হিসেবে পরিচিত । এই স্থানটি সৌন্দর্য, উন্মত্ত সমুদ্র, কম মূল্যের অ্যালকোহল উপলব্ধি পর্যটকদের আকৃষ্ট করে তা বলাই বাহুল্য ।

Photo of Pandicherry, Puducherry, India by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য - পর্যটকরা এখানে প্রাতঃরাশে বাগুত্তেস, কফি সহযোগে ক্রোইস্সান্ট ট্রাই করতে ভোলেন না । এছাড়াও ফরাসী খাদ্য কক আউ ভিন, রাতাতৌললে এবং দক্ষিনী খাদ্য দোসা, সাম্বার, ইডলি খেতে পারেন ।

৫. আন্দামান ও নিকোবর -

দ্বীপের বিশেষত্ব - ভারতের বিখ্যাত পর্যটনস্থল গুলির মধ্যে অন্যতম প্রধান হল - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । সমুদ্র দর্শন, সুসজ্জিত সমুদ্রতট, পার্ক এবং সাংকচুয়ারি, বিখ্যাত কারাগার, রিসোর্ট ইত্যাদি আন্দামানের প্রধান বিশেষত্ব ।

Photo of Andaman Islands, Andaman and Nicobar Islands by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য - আন্দামানের বিশেষ খাদ্য গুলি হলো - মাছের কারী, অমৃতসরী কুলচা, চিলি কারী, চিংড়ি নারকেল কারি ইত্যাদি ।

৬. পাঞ্জাব -

রাজ্যের বিশেষত্ব- পাঞ্জাব শব্দটি অর্থ হলো - ৫ টি নদীর সমাহার । পাঞ্জাবের বিখ্যাত ধর্মস্থান থেকে শুরু করে নানান খাদ্যরীতি, পারান্দা জুয়েলারীর জন্য এই স্থানটি বিখ্যাত ।

Photo of Punjab, India by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য -পাঞ্জাবের জনপ্রিয় খাদ্য গুলি হলো - মাক্কে দি রোটি, সারসো দা শাগ । তবে অমৃতসরী কুলচা, লস্যি, ছোলে- ভাতুরে, পিন্নি ও কিন্তু পাঞ্জাবে যথেষ্ট পরিচিত ।

৭. মিজোরাম -

রাজ্যের বিশেষত্ব- ভারতের উত্তরপূর্বে অবস্থিত মিজোরাম রাজ্যটি পার্বত্য অঞ্চল হিসেবে পরিচিত । শীতল জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্য -এর কারণে এখানে প্রতিবছর বহু পর্যটকের সমাগম হয় ।

Photo of Mizoram, India by Surjatapa Adak

বিখ্যাত খাদ্য - কোয়াত পিঠা, মিসা মাচ পুরা, মিজো ভাকশা, ছুম হান, বাই ইত্যাদি মিজোরামের বিখ্যাত খাদ্য তালিকায় অন্তর্ভূক্ত । সুখী রাজ্যের হিসেবে মিজোরামের মান হলো - ৩.৫৭ নম্বর ।

ভারতের এই সুখী রাজ্যগুলির সাথে আপনি কতটা পরিচিত? নিচে কমেন্ট বাক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads